আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন-১
২৮ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৯ এএম

আল কুরআনে ইরশাদ হয়েছে : ‘ওয়াল্লাহু ইউহিব্বুছ ছাবেরীন’ অর্থাৎ, আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালেবাসেন। (সূরা আলে ইমরান : আয়াত-১৪৬-এর শেষাংশ)।
তত্ত্বকথা : ১. উল্লিখিত জিকিরটি যে আয়াতে আছে এর পূরো অনুবাদ হলো এই : আর বহু নবী ছিলেন, তাদের সাথে বিরাট সংখ্যক (ঈমান ও নেক আমলের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত) লোক যুদ্ধ করেছেন। আল্লাহর পথে তাদের যে কষ্টকর অবস্থা ঘটেছিল তাতে তারা হীনবল হয়নি এবং নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন।
এই আয়াতে কারীমায় ‘রিব্বিয়্যুনা’ শব্দটির অর্থ সঙ্গী, সাথী, অনুবর্তী, সহযোগী, প্রাণোৎসর্গকারী, দৃঢ়চেতা, ধৈর্যশীল, বিজয়ী, ক্লান্তিহীন ও অদম্য। আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয় বটে কিন্তু তারা ধৈর্যের সাথে কষ্টের মোকাবিলা করে। এ সকল গুণ ও একান্ত ধৈর্য ‘রফিকুল মাহদী’ ভাই ও বোনদের মাঝে ও থাকা জরুরি। অন্যথায় অভীষ্ঠলক্ষ্যে উপনীত হওয়া সম্ভব হবে না।
তত্ত্ব কথা : ২. আরবি ‘ছবর’ শব্দটি আল কুরআনে ১৪ বার এসেছে। যথা : ১. সূরা বাকারাহ-এর ৪৫, ১৫৩, ২৫০, নং আয়াতে। ২. সূরা আরাফ-এর ১২৬ নং আয়াতে। ৩. সূরা ইউসুফের ১৮, ৮৩ নং আয়াতে। ৪. সূরা কাহ্ফ-এর ৬৭, ৭২, ৭৫, ৭৮, ৮২ নং আয়াতে। ৫. সূরা মায়ারিজ-এর ৫ নং আয়াতে। ৬. সূরা বালাদ-এর ১৭ নং আয়াতে। ৭. সূরা আসর-এর ৩ নং আয়াতে।
তত্ত্বকথা : ৩. ছবর শব্দের অর্থ হচ্ছে সংযম অবলম্বন করা, নফসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করা। আল্ কুরআন ও হাদিসের পরিভাষায় ছবর-এর তিনটি শাখা রয়েছে। যথা : (এক) নফসকে হারাম এবং না জায়েয বিষয়াদি থেকে বিরত রাখা। (দুই) নফসকে ইবাদাত ও আনুগত্যে বাধ্য করা এবং (তিন) যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা। অর্থাৎ যেসব বিপদ-আপদ জীবন চলার পথে এসে উপস্থিত হয়, সেগুলোকে আল্লাহর বিধান বলে মেনে নেয়া এবং এর বিনিময়ে আল্লাহর তরফ হতে প্রতিদান প্রাপ্তির আশা রাখা।
ছবর-এর উপরোক্ত তিনটি শাখাই প্রত্যেক রফিকুল মাহাদী ভাই ও বোনদের অবশ্য পালনীয় কর্তব্য। আল কুরআন ও হাদিসের পরিভাষায় ধৈর্যধারণকারী বা ছাবের সে সমস্ত লোককেই বলা হয়, যারা উপরোক্ত তিন প্রকারেই ছবর বা ধৈর্য অবলম্বন করে।
তত্ত্ব কথা : ৪. আল কুরআনে ধৈর্য (ছবর) ও সালাতের (নামাজ) মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে : যথা : ১. আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। আর নিশ্চয়তা’ বিনয়ীরা ছাড়া অন্যদের ওপর কঠিন। (সূরা বাকারাহ : ৪৫)। ২. হে ঈমানদার গণ! তোমরা সাহায্য চাও ছবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয় আল্লাহ ছবরকারীদের সাথে আছেন। (সূরা বাকারাহ : ১৫৩)।
৩. মূসা তার সম্প্রদায়কে বললেন : আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধর, নিশ্চয় জমিন আল্লাহরই, তিনি তাঁর বান্দাহদের মাঝে থাকে ইচ্ছা তার ওয়ারিশ বানান, আর শুভ পরিণাম মোত্তাকিদের জন্যই। (সূরা আরাফ : ১২৮)। আল্লাহর সাহায্য চাওয়ার দু’টি দিক রয়েছে। যথা : (এক) জীবন চলার পথের সকল অঙ্গনে শত্রুর মোকাবিলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা। (দুই) সকল অবস্থায় কার্যসিদ্ধি পর্যন্ত সাহস ও ধৈর্য ধারণ করা, অদম্যভাবে এগিয়ে যাওয়া এবং আল্লাহর সাহায্য কামনা করা। এতে করে বিজয় অবধারিত হয়ে যায়।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল সি. ভাইস চেয়ারম্যান রেজাউল

তারুণ্য ধরে রাখতে খাবার তালিকা পরিবর্তন

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : জেলা প্রশাসক

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩, গ্রেফতার ২

ছাগলনাইয়ায় গণ-অধিকার পরিষদের বর্ধিত সভা পন্ড!

দিনাজপুরে পড়াশুনার ফাঁকে নারীদের উপার্জন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
লাল বেনারসি এল শীতলজোড়ায় কিন্তু এল না বর : বিয়ের আগেই না ফেরার দেশে বাবলু

রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে অজ্ঞাত একটি লাশ উদ্ধার

কালীগঞ্জ জুলাই ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ এর চেক ও সঞ্চয়পত্র বিতরণ

জামায়াত নেতা আজহারুলের মুক্তি দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে

কিশোরগঞ্জে জাতীয় বিজ্ঞানমেলা ও অলিম্পিয়াড আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে তালাকপ্রাপ্তা এক মহিলা গণধর্ষণের শিকার

নোয়াখালীতে কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

‘বিতর্কিত কমিশনের রিপোর্ট বাতিল করে কমিশন পুনর্গঠন করতে হবে’

কুষ্টিয়ায় নারী চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা

ইরানের কাসেম ক্ষেপণাস্ত্র যেকারণে একটি সামরিক সম্পদ

বিশ্ব যুব ভারোত্তোলন প্রতিযোগিতায় ইয়াজদানির স্বর্ণ জয়

কীসের অপারেশন সিঁদুর, মুখ দিয়ে খারাপ কথা বের হবে : কবীর সুমন