জাকাত প্রদানে দায়িত্বশীল হোন-৩
০৫ মে ২০২৩, ১১:০০ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০১ এএম

আমাদেরকে বিভিন্নজন, আমাদের পাঠক ও সচেতন মুসলমান কর্তৃক বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, অমুক প্রতিষ্ঠান জাকাত চাচ্ছে, তমুক সংস্থা জাকাত চাচ্ছে, মানুষের কাছে জাকাত আহ্বান করছে, অনেকে তাদেরকে জাকাত দিচ্ছেনও, আমাদের করণীয় কী?
আমরা যাচাই-বাছাই করে দেখলাম ঘটনাটা খুবই উদ্বেগজনক। এখানে এমন এমন প্রতিষ্ঠানও মানুষের কাছ থেকে জাকাত নিচ্ছে, পুরোদস্তুর প্রচার-প্রচারণা করে, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপে, ডোনেশন বিভাগে তাদের নাম দিয়ে, তাদের অ্যাকাউন্ট দিয়ে তারা টাকা চাচ্ছে, জাকাতের টাকা নিচ্ছে। এতে মুসলমানদের একটা বড় ফরজ ইবাদত আদায় হওয়ার ব্যাপারে খুব বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টা এজন্য বেশি প্রাসঙ্গিক যে, ইসলাম শুধু জাকাত ফরজ করেই ক্ষান্ত হয়নি; বরং জাকাতদাতার ওপর কিছু দায়দায়িত্বও আরোপ করেছে। তেমনিভাবে জাকাতগ্রহীতার ওপরও কিছু দায়দায়িত্ব অর্পণ করেছে।
জাকাতগ্রহীতার দায়িত্ব হলো, সে আগে নিজে যাচাই করে নেবে, সে নিজে জাকাত নিতে পারে কি না? সে যেন প্রশ্নকারী সেই ডাক্তার সাহেবের মতো না হয়ে যায়! অথবা এরকম সাধারণ লোকের মতো না হয়ে যায়, যার বাড়িতে মোটামুটি চলার ব্যবস্থা আছে, হয়তো এক-দুই লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্সও আছে; কিন্তু সে বর্তমান সময়ে সাধারণ দরিদ্র, (এখন তো এক-দুই লাখ টাকাও অনেক বেশি টাকা নয়) ফলে তার চলতে কষ্ট হয়, সে জাকাত নিয়ে যাচ্ছে। এরকম যেনো না হয়। বাস্তবেই সে জাকাত গ্রহণের যোগ্য কি না, এটা যাচাই করে নেবে।
তার চেয়ে বড় দায়িত্ব হলো জাকাতদাতার। জাকাতদাতার এটুকু বলে ক্ষান্ত হয়ে যাওয়ার সুযোগ নেই যে, আমি একটা সংস্থাকে দিয়ে দিয়েছি। আসলে প্রথম দায়িত্ব হলো, জাকাত উপযুক্ত ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া।
উপযুক্ত ব্যক্তিদের কথা কুরআন কারীমে ‘সূরা বারাআত’-এর ৬০ নম্বর আয়াতে উল্লেখ আছে। এর বিস্তারিত বিবরণ ও বিধান বিভিন্ন হাদিস ও ফিকহে ইসলামীতে বর্ণনা করা আছে। প্রথম কাজ হলো বাছাই করা। সাধারণত কুরআনে বর্ণিত সেই শ্রেণিগুলোর মধ্যে দরিদ্র শ্রেণিকেই বেশি বাছাই করা হয় এবং এটা বেশি প্রাসঙ্গিকও।
সুতরাং জাকাত দেওয়ার জন্য দরিদ্র শ্রেণিকে বাছাই করে জাকাত দেওয়া জাকাতদাতার দায়িত্ব। কাকে জাকাত দিতে পারবে, কাকে পারবে না, কোন আত্মীয়কে দিতে পারবে, কোন আত্মীয়কে দিতে পারবে না, শুধু মুসলিমকেই দিতে হবে, এই সবগুলো বিষয়ের সাথে জাকাতের আরও বিভিন্ন বিধিবিধান রয়েছে।
জাকাতের ক্ষেত্রে সম্পদের নিরঙ্কুশ মালিক বানিয়ে দেওয়ার বিষয় আছে। এমন হতে পারে না যে, জাকাতের টাকা দিয়ে আপনি একটা হোটেল বা ঘর ভাড়া করলেন। সেখানে দরিদ্র লোকদের থাকার ব্যবস্থা করলেন। আজকে একজন দরিদ্রকে থাকতে দিলেন আরেকদিন আরেকজন দরিদ্রকে থাকতে দিলেন। আপনি হোটেলটা বানিয়েছেন, কিন্তু কোনো দরিদ্রকে সেটার মালিক বানিয়ে দেননি। আপনি জাকাতের টাকা দিয়ে একটা বাস ভাড়া করলেন, সেটা দিয়ে দরিদ্রদের পরিবহনের ব্যবস্থা করবেন; কিন্তু কোনো দরিদ্র এটার মালিক না, সে শুধু মাঝে মাঝে এটার সেবা ভোগ করে।
এটা তো আপনি একটা ভালো সেবামূলক কাজ করছেন, কিন্তু এটা আপনাকে সাধারণ দানের টাকা দিয়ে করতে হবে। এটা আপনি জাকাতের টাকা দিয়ে করতে পারবেন না। জাকাতের টাকা জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে। শুধু এমন একটি বিধানই নয়; জাকাতের সাথে আরো অনেক বিধিবিধান জড়িত।
দুঃখের সাথে বলতে হয়, জাকাত ম্যানেজমেন্ট তথা জাকাত ব্যবস্থাপনার দায়িত্বও আজকাল এমন অনেক লোক নেয়, যারা জাকাতের মাসয়ালা-মাসায়েল সম্পর্কে সম্যক অবগত নন। কেউ আছে হয়তো লেবাসধারী, কেউ আছে নামধারী। আমরা কাউকে খাটো করতে চাই না।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি

টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, ১২০ কোটি টাকার জমিতে হতে যাচ্ছে স্কুল ও খেলার মাঠ

ভারত থেকে ‘পুশ-ইন’ অগ্রহণযোগ্য: নিরাপত্তা উপদেষ্টা

সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল সি. ভাইস চেয়ারম্যান রেজাউল

তারুণ্য ধরে রাখতে খাবার তালিকা পরিবর্তন

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : জেলা প্রশাসক

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩, গ্রেফতার ২

ছাগলনাইয়ায় গণ-অধিকার পরিষদের বর্ধিত সভা পন্ড!

দিনাজপুরে পড়াশুনার ফাঁকে নারীদের উপার্জন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
লাল বেনারসি এল শীতলজোড়ায় কিন্তু এল না বর : বিয়ের আগেই না ফেরার দেশে বাবলু

রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে অজ্ঞাত একটি লাশ উদ্ধার

কালীগঞ্জ জুলাই ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ এর চেক ও সঞ্চয়পত্র বিতরণ

জামায়াত নেতা আজহারুলের মুক্তি দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে

কিশোরগঞ্জে জাতীয় বিজ্ঞানমেলা ও অলিম্পিয়াড আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে তালাকপ্রাপ্তা এক মহিলা গণধর্ষণের শিকার

নোয়াখালীতে কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

‘বিতর্কিত কমিশনের রিপোর্ট বাতিল করে কমিশন পুনর্গঠন করতে হবে’

কুষ্টিয়ায় নারী চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা