জাকাত প্রদানে দায়িত্বশীল হোন-৪
০৬ মে ২০২৩, ১০:৩৫ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
আমি যখন আমার জাকাত এমন লোকদের হাতে তুলে দিচ্ছি, যাদের বা যে সংস্থার কর্ণধারদের, সংস্থার পরিচালনার সাথে জড়িত ব্যক্তিদের দ্বীনের সাথে, ইসলামের বিধিবিধানের সাথে বাহ্যিক কোনো সম্পর্ক পরিলক্ষিত হয়নি। বছরের কোনো সময়ই শরীয়তের অন্যান্য আমল ও বিশ্বাসগুলোর সাথে ঘনিষ্ঠতা পরিলক্ষিত হয় না। তাদের হাতে যদি আমার গুরুত্বপূর্ণ ফরজ বিধানের টাকা তুলে দেই একারণে যে, সে বলছে, জাকাত দেন, আমি আপনার পক্ষ থেকে ব্যয় করব।
আমি বাহ্যিকভাবে দেখছি, সে একজনকে খাইয়ে দিচ্ছে, রাস্তায় খাওয়াচ্ছে, এক টাকায় খাওয়াচ্ছে অথবা বিনা পয়সায় খাওয়াচ্ছে। অথবা কেউ গণমানুষের বিশেষ একটি শ্রেণি নিয়ে কাজ করছে। আমরা প্রত্যেকের যেকোনো ভালো কাজ, জনহিতকর কাজ, সেবামূলক কাজকে মোবারকবাদের দৃষ্টিতে দেখতে চাই, যদি সেখানে কোনো খারাপ মতলব না থাকে। সেগুলোও ইসলামের অন্যতম শিক্ষা ও বৈশিষ্ট্য। কিন্তু মনে রাখতে হবে, জাকাত সকল ক্ষেত্রে দেওয়ার বিষয় নয়।
বিভিন্ন ফাউন্ডেশনের ব্যপারেও আমরা আগে শুনেছি, কুরবানির ক্ষেত্রেও আমরা শুনি, কুরবানির টাকা অমুক ফাউন্ডেশনকে দিয়ে দেওয়া হচ্ছে, তমুক গোষ্ঠীকে দিয়ে দেওয়া হচ্ছে। অমুক গোষ্ঠী বলছে, আমাকে তোমার কুরবানির টাকা দাও, আমি তা অমুক খাতে ব্যয় করব। এখন জাকাতের ক্ষেত্রেও এরকম কথা শোনা যাচ্ছে; বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন সংস্থা জাকাত চাচ্ছে। আমাদের কথা এটা নয় যে, কোনো সংস্থার মাধ্যমেই জাকাত আদায় করা যাবে না; বরং আমাদের কথা হলো, জাকাত দিতে হলে আগে আস্থার সম্পর্ক থাকতে হবে।
বুঝতে হবে যে, তার দ্বীনি বুঝ কতটুকু। তারা জাকাতের মাসয়ালা কতটুকু জানেন। তারা জাকাতের প্রয়োগ যথাযথভাবে করবেন কি না; যথাস্থানে তা আদায় করবেন কি না? ইসলামে জাকাতের যে বিধিবিধান রয়েছে, কোথায় জাকাত আদায় করতে হয়, কীভাবে ব্যয় করতে হয়, কীভাবে ব্যয় করলে জাকাত আদায় হয়, কীভাবে করলে জাকাত আদায় হয় না, এই বিষয়গুলো তারা জানেন কি না? সেটা জানার জন্য তাদের দক্ষতা কতটুকু? এবং ইসলামের ব্যাপারে বাস্তব জীবনে তাদের বিশ্বাস, আস্থা, তাদের অনুশীলন কতটুকু এগুলো অবশ্যই দেখার প্রয়োজন আছে। কারণ কোনো সংস্থার কাছে কোটি কোটি টাকা জাকাত জমা হলে সেগুলো যথা নিয়মে ও যথাস্থানে ব্যয় করতে, সেগুলোর হকদার খোঁজ করতে এবং তাদের হাতে যথা নিয়মে পৌঁছে দিতে কম কসরত করতে হয় না। আর অন্য মানুষের একটি বড় ইবাদত যথা নিয়মে আদায়ের এই কসরতগুলো একমাত্র মুত্তাকি তথা ঈমানদার ও আল্লাহকে ভয়কারী লোকদের দ্বারাই সম্ভব।
এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমাদের প্রিয় দ্বীন ইসলামের অন্যতম একটা স্তম্ভ জাকাত। মুসলমানদের সেই জাকাত যেন যথাযথভাবে আদায় হয়। আমরা জাকাতও আদায় করলাম, টাকাও নিজ থেকে বের করে দিলাম আবার ফরজ দায়িত্বও আমার কাঁধে রয়ে গেল। বিষয়টা এমন যে, আমি নামাজ পড়ে এলাম; পরে দেখা গেল, আমার নামাজটা আদায়ই হয়নি! এটা বেশি দুঃখজনক যে, আমি নামাজ আদায় করলাম, সময় ব্যয় করলাম, শারীরিক কসরতও হলো, মসজিদেও গেলাম; কিন্তু দেখা গেল, আমি তা আদায় করিনি, ঠিকমতো করতে পারিনি!
জাকাতের ক্ষেত্রেও যেন এমন না হয়, আমি টাকা দিয়ে দিলাম, কিন্তু আমার ফরজ দায়িত্ব আদায় হলো না।
আল্লাহ তায়ালা আমাদেরকে আমাদের দ্বীনি দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করার তাওফীক দান করুন, আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ নসিব করুন। আমরা মুসলমানরা যেন প্রতারিত না হই। নিজেদের ইবাদত-বন্দেগিগুলো আদায় করার ক্ষেত্রে যেন ঠকে না যাই।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান