প্রকাশ্য ও প্রচ্ছন্ন পাপ বর্জন করা অপরিহার্য-২
০৮ মে ২০২৩, ১১:০৮ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম

পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন : ‘সেদিন কতগুলো মুখম-ল হবে শ্বেতবর্ণ এবং কতগুলো মুখম-ল হবে কৃষ্ণবর্ণ, অতঃপর যাদের মুখম-ল কৃষ্ণবর্ণ হবে। (তাদেরকে বলা হবে) তবে কি তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছ? সুতরাং তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করো যেহেতু তোমরা অবিশ্বাস করেছিলে। আর যাদের মুখম-ল শুভ্র (সাদা) হবে, তারা আল্লাহরপাকের করুণার অন্তর্ভুক্ত হবে। তারা তন্মধ্যে চিরকাল অবস্থান করবে’। (সূরা আল-ইমরান : আয়াত-১০৬-১০৭)।
এ কারণেই মহান আল্লাহপাক গোনাহ ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল কোরআনে ইরশাদ হয়েছে : ‘তোমরা প্রকাশ্য পাপকর্ম পরিত্যাগ করো এবং পরিত্যাগ করো গোপনীয় পাপকর্মও’। (সূরা আনয়াম : আয়াত-১২০)। তাই, প্রত্যেক ঈমানদারের জন্য প্রকাশ্য এবং গোপনীয় সকল প্রকার গোনাহ পরিত্যাগ করা অপরিহার্য। বিশেষ করে অন্তরের গোনাহ ও ভুল-ত্রুটি। কারণ তা খুবই আকস্মিক এবং বড়ই প্রভাব বিস্তারকারী।
আর এগুলোর অন্তর্ভুক্ত হলো রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করা, যা সমস্ত আমল নষ্ট করে দেয়। অনুরূপভাবে অহমিকা, বড়াই ও দম্ভ সহকারে কোনো কাজ করলে তা আমলকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে। তাছাড়া কোনো কিছু আত্মসাৎ করা, হিংসা ও বিদ্বেষ করা এবং পরশ্রী কাতরতা সওয়াবকে কমিয়ে দেয় এবং গোনাহ বৃদ্ধি করে।
বস্তুত যে সকল গোনাহ অন্তরকে নষ্ট করে দেয় এবং দেহ ও মনের আলো নিভিয়ে দেয় তা হলো হারামকৃত জিনিসে বা নিষিদ্ধ জিনিসের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা। একারণেই মহান আল্লাহপাক তাঁর ঈমানদার বান্দাহদেরকে তাদের দৃষ্টিকে সংযত করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
আল কোরআনে ইরশাদ হয়েছে : ‘হে রাসূল! আপনি মুমিনদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তম, তারা যা করে সে বিষয়ে আল্লাহপাক অবহিত আছেন’। (সূরা নূর : আয়াত-৩০)।
হাদিসে কুদসীতে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন : ‘দৃষ্টিপাত শয়তানের একটি বিষাক্ত শর। যে ব্যক্তি মনের চাহিদা সত্ত্বেও দৃষ্টি ফিরিয়ে নেয়, আমি তার পরিবর্তে তাতে সূদৃঢ় ঈমান দান করব, যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে’। (তাবারানী)।
এই হাদিসের অর্থ ও মর্মের দিকে লক্ষ্য করে ইসলামী চিন্তাবিদ আল্লামা খালেদ বিন আবদুল্লাহ বিন মুহাম্মাদ আলমুসলেহ বলেছেন : ‘যে ব্যক্তি তার নজর বা দৃষ্টিকে হারামে পতিত হওয়া থেকে সংরক্ষণ করল আল্লাহপাক তার দৃষ্টিকে কার্যকর এবং অন্তরকে নির্মল, সুস্থ, পরিশুদ্ধ এবং শক্তিশালী করে দিবেন। তাই, তোমরা নিজেদের নজরকে হারাম থেকে হেফাজত রাখো। কেননা কোনো কোনো দৃষ্টি নিক্ষেপকারীর অন্তরকে বুলবুল পাখির ন্যায় পাগলে পরিণত করে দেয়। (সালাহুল কুলুব : পৃ: ৩৬)।
মোট কথা দুনিয়া এবং আখেরাতে নিজেদের চেহারার উজ্জ্বল্য যারা ব্যাহত রাখতে চান, তাদের উচিত, বেশি নেক আমল করা এবং পাপ কাজকে সর্বোতোভাবে পরিত্যাগ করা। আল কোরআনে ইরশাদ হয়েছে : ‘আর তোমরা যা কিছু সৎকাজ করো, আল্লাহপাক তা জানেন’। (সূরা বাকারাহ : আয়াত-১৯৭)।
তত্ত্বকথা : ৪. আল কুরআনের ১০৩ নং সূরাটির নাম আল আসর। এই সূরায় ইরশাদ হয়েছে : সময়ের শপথ! নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে নিপতিত। কিন্তু তারা নয়; যারা ঈমান এনেছে, এবং সৎকাজ করেছে, আর পরস্পরকে উপদেশ দিয়েছে সত্যের এবং উপদেশ দিয়েছে ধৈর্যের।
মূলত ক্ষতির কবল থেকে তারাই মুক্ত, যারা চারটি বিষয় নিষ্ঠার সাথে পালন করে ঈমান, সৎকর্ম, অপরকে সত্যের উপদেশ দেয়া, এবং ধৈর্যের উপদেশ দান করা। এই ব্যবস্থাপত্রের প্রথম দু’টি বিষয় (ঈমান ও সৎকর্ম) আত্মসংশোধন সম্পর্কিত। আর দ্বিতীয় দু’টি বিষয় (অপরকে সত্যের উপদেশ এবং ধৈর্যের উপদেশ দান করা) অপর মুসলিমদের হেদায়েত ও সংশোধন সম্পর্কিত। রফিকুল মাহদী ভাই ও বোনেরা উল্লেখিত চারটি বিষয়কে আপন করে নিলে দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো শঙ্কা ভয়, দুশ্চিন্তা, ক্লেশ থাকবে না। -আমীন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল সি. ভাইস চেয়ারম্যান রেজাউল

তারুণ্য ধরে রাখতে খাবার তালিকা পরিবর্তন

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : জেলা প্রশাসক

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩, গ্রেফতার ২

ছাগলনাইয়ায় গণ-অধিকার পরিষদের বর্ধিত সভা পন্ড!

দিনাজপুরে পড়াশুনার ফাঁকে নারীদের উপার্জন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
লাল বেনারসি এল শীতলজোড়ায় কিন্তু এল না বর : বিয়ের আগেই না ফেরার দেশে বাবলু

রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে অজ্ঞাত একটি লাশ উদ্ধার

কালীগঞ্জ জুলাই ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ এর চেক ও সঞ্চয়পত্র বিতরণ

জামায়াত নেতা আজহারুলের মুক্তি দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে

কিশোরগঞ্জে জাতীয় বিজ্ঞানমেলা ও অলিম্পিয়াড আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে তালাকপ্রাপ্তা এক মহিলা গণধর্ষণের শিকার

নোয়াখালীতে কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

‘বিতর্কিত কমিশনের রিপোর্ট বাতিল করে কমিশন পুনর্গঠন করতে হবে’

কুষ্টিয়ায় নারী চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা

ইরানের কাসেম ক্ষেপণাস্ত্র যেকারণে একটি সামরিক সম্পদ

বিশ্ব যুব ভারোত্তোলন প্রতিযোগিতায় ইয়াজদানির স্বর্ণ জয়

কীসের অপারেশন সিঁদুর, মুখ দিয়ে খারাপ কথা বের হবে : কবীর সুমন