তারা অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে রাখে
১০ মে ২০২৩, ১০:৪৮ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ১২:০৩ এএম

দুনিয়া পরীক্ষাগার। দুনিয়ার জীবন একটি পরীক্ষাকাল মাত্র। পরীক্ষার সময় যেমন হয়ে থাকে সংক্ষিপ্ত, তেমনি দুনিয়ার জীবনও সংক্ষিপ্ত। অপরদিকে দুনিয়ায় একজন মুমিনের গুরুত্বপূর্ণ করণীয় কাজের তালিকা অনেক দীর্ঘ। তার করণীয় কাজের তালিকায় ইবাদত ছাড়াও আছে বান্দার হক আদায় করা, লেনদেন পরিষ্কার রাখা, সৎ গুণাবলি অর্জন করা এবং মন্দ কাজ থেকে নিজকে দূরে রাখা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা ইত্যাদি।
যদি সে সংক্ষিপ্ত সময়ের ভেতর জীবিকা উপার্জনের পাশাপাশি এসব গুরুত্বপূর্ণ কাজ যথাযথভাবে আদায় করতে চায়, তাহলে তাকে অনর্থক বিষয় থেকে বেঁচে থাকতে হবে। নিজের দামি সময়গুলোকে মেপে মেপে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে হবে। কুরআন মাজীদের সূরা মুমিনূনের ৩ নম্বর আয়াতটিতে আল্লাহ সে কথাই বলেছেন : যারা অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে রাখে (তারা সফল মুমিন)।
এই আয়াতে আল্লাহ জানিয়েছেন, সফল মুমিনগণ কীভাবে দুনিয়ার জীবন অতিবাহিত করেন। সফল মুমিনগণের একটি গুণ হলো, তারা অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে রাখেন। নিজেরা অনর্থক বিষয়ে লিপ্ত হওয়া তো দূরের কথা, অন্যেরা যখন তাদের অনর্থক বিষয়ে জড়াতে চায় তখনও তারা মুখ ফিরিয়ে রাখেন।
অনর্থক বিষয় বলা হয়, এমন সকল কথা ও কাজকে, যা দুনিয়ায় বা আখেরাতে কোনো কাজে আসে না। বলা বাহুল্য, যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকেন, তাদের পক্ষে তো ইচ্ছাকৃতভাবে পাপ কাজে লিপ্ত হওয়ার কথা কল্পনাও করা যায় না। তারা যখন অনর্থক কাজ থেকেই দূরে থাকেন তখন তো পাপ কাজ থেকে আরো বেশি দূরে থাকবেন।
এ বিষয়টি কুরআন মাজীদের আরেক আয়াতে আল্লাহ তাআলা আরো পরিষ্কারভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন : এবং (রহমানের বান্দা তারা) যারা অন্যায় কাজে শামিল হয় না এবং যখন কোনো বেহুদা (অনর্থক) কার্যকলাপের কাছ দিয়ে যায়, তখন আত্মসম্মান বাঁচিয়ে পাশ কাটিয়ে যায়। (সূরা ফুরকান : ৭২)।
এ যেন ময়লার ভাগাড়ের পাশ দিয়ে একজন ভদ্র মানুষের নাক চেপে সতর্ক পদক্ষেপে চলে যাওয়ার মতো। ময়লার ভাগাড়ের পাশ দিয়ে একজন ভদ্র মানুষ খুব সাবধানে পার হন। নাকে রুমাল চেপে ধরেন। অতিক্রমের সময় অতি সাবধানে পা ফেলেন, যেন ময়লার কোনো ছিটা জামাকাপড়ে লাগতে না পারে। ঠিক সফল মুমিনগণ দুনিয়ার জীবনে এভাবে পাপ থেকে দূরে থাকেন এবং অনর্থক বিষয়গুলো পাশ কাটিয়ে চলে যান।
দুনিয়ার জীবন অতিক্রমকালে দুনিয়ার জীবনের নাপাকি ও ময়লাগুলো জীবনে লাগতে না পারে সে জন্য সদা সতর্ক থাকেন। কখনো লেগে গেলে তওবার সাবান দিয়ে এবং নেক আমলের সুগন্ধি দিয়ে জীবনটা আবার সতেজ করতে বিলম্ব করেন না।
বর্তমানে অনর্থক কাজে যুক্ত হওয়ার অন্যতম প্রধাম মাধ্যম হচ্ছে স্মার্টফোন, ইন্টারনেট, সামাজিক মাধ্যম। এসব প্রযুক্তি ব্যবহার করার সময় বিশেষভাবে সফল জীবনের এই মূলনীতি মনে রাখতে হবে। যত চিত্তাকর্ষক শিরোনামই হোক, যত চোখ ধাঁধানো ছবিই ডাকতে থাকুক, একজন সচেতন মুমিন তাতে সাড়া দেওয়ার আগে বারবার ভাববেন, এটা আমার দুনিয়া-আখেরাতে কী কাজে আসবে? একজন মুমিন সর্বাবস্থায় তার নজরের হেফাজত করবেন।
সত্যি বলতে কী, অনর্থক বিষয়গুলো সত্যিকারের মুমিনদের জন্য একটা আযাবের মতো। যারা স্বচ্ছ হৃদয়ের অধিকারী মুমিন, তারা অন্যের অনর্থক কথা ও কাজের কারণেও অনেক সময় অতিষ্ঠ হয়ে ওঠেন। যত মিষ্টি সুরেরই হোক, গানবাদ্য তাদের কাছে আযাবের মতো মনে হয়।
জান্নাত এসব অনর্থক-অসার কাজ থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন : সেখানে তারা কোনো নিরর্থক কথা শুনবে না। (সূরা গাশিয়া : ১১)। আরেক জায়গায় ইরশাদ হয়েছে : তারা সে জান্নাতে শুনবে না কোনো অহেতুক কথা এবং না কোনো পাপের কথা। (সূরা ওয়াকিয়া : ২৫-২৬)।
দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, তাই এখানে অনর্থক বিষয় কিছু থাকবেই। সফল মুমিনের কাজ হলো, অনর্থক বিষয়গুলো এড়িয়ে চলা। আল্লাহ আমাদের আমলের তাওফীক দান করুন, আমীন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি

টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, ১২০ কোটি টাকার জমিতে হতে যাচ্ছে স্কুল ও খেলার মাঠ

ভারত থেকে ‘পুশ-ইন’ অগ্রহণযোগ্য: নিরাপত্তা উপদেষ্টা

সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল সি. ভাইস চেয়ারম্যান রেজাউল

তারুণ্য ধরে রাখতে খাবার তালিকা পরিবর্তন

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : জেলা প্রশাসক

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩, গ্রেফতার ২

ছাগলনাইয়ায় গণ-অধিকার পরিষদের বর্ধিত সভা পন্ড!

দিনাজপুরে পড়াশুনার ফাঁকে নারীদের উপার্জন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
লাল বেনারসি এল শীতলজোড়ায় কিন্তু এল না বর : বিয়ের আগেই না ফেরার দেশে বাবলু

রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে অজ্ঞাত একটি লাশ উদ্ধার

কালীগঞ্জ জুলাই ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ এর চেক ও সঞ্চয়পত্র বিতরণ

জামায়াত নেতা আজহারুলের মুক্তি দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে

কিশোরগঞ্জে জাতীয় বিজ্ঞানমেলা ও অলিম্পিয়াড আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে তালাকপ্রাপ্তা এক মহিলা গণধর্ষণের শিকার

নোয়াখালীতে কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

‘বিতর্কিত কমিশনের রিপোর্ট বাতিল করে কমিশন পুনর্গঠন করতে হবে’

কুষ্টিয়ায় নারী চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা