দুয়া থেকে বিমুখ হওয়া আল্লাহর অসন্তুষ্টির কারণ ও অহংকারের প্রকাশ
১৬ জুন ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রত্যেক মুসলমানের জীবনে যখনই কোনো অভাব বা সমস্যা সৃষ্টি হয়, তার কর্তব্য দুয়ায় মগ্ন হওয়া। আল্লাহর কাছে নিজের প্রয়োজন প্রকাশ করা ও কাকুতি-মিনতি করে চাইতে থাকা। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন : আল্লাহ তায়ালা বলেন, আমি আমার বান্দার সাথে তার আয়ণার অনুরূপ আচরণ করি। সে যখন আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেই। (সহিহ মুসলিম : ২৬৭৫)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হন। (জামে তিরমিজি : ২৬৮৬)।
মানুষের নিরূপায় অবস্থায় আশ্চর্য এক রূপ ফুটে ওঠে। সে তার হৃদয়-মন ও জবান দিয়ে আল্লাহমুখী হয়ে যায়। পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে আল্লাহর কাছে চায়। নিরুপায় ব্যক্তির দুয়া কবুলের পেছনে এই হচ্ছে হিকমত। জমিনে যখন সে সবকিছু থেকে বিচ্ছিন্ন আসমানে তখন তার জন্য ব্যবস্থা হয়। কারণ সে এখন বিশ্বাস করছে, পৃথিবীর কোনো কিছু তার কাজে আসবে না, তার ভরসা একমাত্র আল্লাহ।
কুরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহর নির্দেশ এসেছে দুয়া করার। দুয়া না করা আল্লাহর অসন্তুষ্টির কারণ এবং তা অহংকারের প্রকাশও বটে। ইরশাদ হয়েছে, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো। আমি তোমাদের দুয়া কবুল করব। নিশ্চয়ই অহংকার বশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (সূরা গাফির : ৬০)।
(হে নবী!) আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি তাদেরকে বলুন যে, আমি এত নিকটবর্তী যে, কেউ যখন আমাকে ডাকে, আমি তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। (সূরা বাকারা : ১৮৬)।
দুয়া আল্লাহর কাছে অতি সম্মানিত ও মর্যাদাপূর্ণ মাধ্যম। মানুষকে তার কল্যাণ অর্জন ও অকল্যাণ দূর করার জন্য দান করেছেন। কল্যাণ ও বরকত অর্জনের বড় মাধ্যম দুয়া। অনিষ্ট ক্ষয়ক্ষতি ও বিপদাপদ দূর করার অস্ত্র হচ্ছে দুয়া। দুয়া হচ্ছে তাকদিরের অংশ, কল্যাণকর ওসিলা।
নবীজি (সা.) ইরশাদ করেন : আল্লাহর কাছে দুয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ আর কিছু নেই। (জামে তিরমিজি : ৩৩৭০)। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন : দুয়ার কল্যাণ সর্বব্যাপী। যার মুখোমুখি হয়েছে, যার হওনি সবই। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, দুয়া আকড়ে ধরো। (জামে তিরমিজি : ২৮১৩)।
বালা মুসিবত দূর করার ক্ষেত্রে দুয়ার চাইতে কার্যকরী অস্ত্র নেই। আল্লামা ইবনুল কায়্যিম (রাহ.) লেখেন, আকাক্সক্ষা পূরণে ও বিপদাপদ দূর করার ক্ষেত্রে দুয়া সবচাইতে শক্তিশালী মাধ্যম। কিন্তু কখনো কখনো দুয়ার কার্যকরিতা পরিলক্ষিত হয় না। এর নানা কারণ আছে। হযতো তা দুয়াকারীর দুর্বলতা। তার সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তার দুয়া পছন্দ করেননি। অথবা সে পূর্ণ মনোযোগী হয়ে দুয়া করেনি। অথবা দুয়া কবুলের ক্ষেত্রে বাধা হয়েছে তার হারাম খাদ্য, অন্তরের কলুষতা ও গাফলতি।
দুয়া হচ্ছে সবচাইতে কার্যকরী দাওয়াই। বালা-মুসিবতের জন্য দুয়া সবচাইতে বড় শত্রু। দুয়া বিপদাপদকে দূর করে, না হয় দুর্বল করে দেয়। (দ্র. যাদুল মায়াদ)। আল্লামা ইবনে হাজার (রাহ.) বলেন, প্রত্যেক দুয়া কবুল হয়। কখনো কাক্সিক্ষত বস্তু দেওয়া হয়, কখনো তার বদলে অন্য কিছু দেওয়া হয়। (দ্র. ফাতহুল বারী)। আল্লাহ আমাদেরকে দুয়ার প্রতি মনোযোগী হওয়ার তাওফিক দান করুন, আমীন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

লজ্জাস্থানে হাত লাগলে অজু ভেঙে যাওয়া প্রসঙ্গে।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার নামে লুটপাট চলত ফ্যাসীবাদের আমলে — ডিসি আরেফীন

৯ মাস পর বেরোবির ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

উপযুক্ত জবাব দিয়েছি, ভারত উত্তেজনা না বাড়ালে আর পদক্ষেপ নয়: সানাউল্লাহ

পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি

টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, ১২০ কোটি টাকার জমিতে হতে যাচ্ছে স্কুল ও খেলার মাঠ

ভারত থেকে ‘পুশ-ইন’ অগ্রহণযোগ্য: নিরাপত্তা উপদেষ্টা

সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল সি. ভাইস চেয়ারম্যান রেজাউল

তারুণ্য ধরে রাখতে খাবার তালিকা পরিবর্তন

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : জেলা প্রশাসক

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩, গ্রেফতার ২

ছাগলনাইয়ায় গণ-অধিকার পরিষদের বর্ধিত সভা পন্ড!

দিনাজপুরে পড়াশুনার ফাঁকে নারীদের উপার্জন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
লাল বেনারসি এল শীতলজোড়ায় কিন্তু এল না বর : বিয়ের আগেই না ফেরার দেশে বাবলু

রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে অজ্ঞাত একটি লাশ উদ্ধার

কালীগঞ্জ জুলাই ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ এর চেক ও সঞ্চয়পত্র বিতরণ

জামায়াত নেতা আজহারুলের মুক্তি দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে