সন্তান আল্লাহর নিয়ামত : চাই যথাযথ তালিম-তারবিয়াত-১
১৮ জুন ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আল্লাহ তায়ালার নিয়ামত অপরিসীম। গুনে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা নিজেই ঘোষণা দিচ্ছেন : তোমরা যদি আল্লাহর নিয়ামতসমূহ গুনতে শুরু কর, তবে তা গুনে শেষ করতে পারবে না। বস্তুত আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নাহল : ১৮)। বান্দার কর্তব্য হলো, নিয়ামতের শোকর আদায় করা। মুখে এবং কাজের মাধ্যমে।
এই কর্তব্য পালন করলে দয়াময় আল্লাহ নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। আর কর্তব্যে অবহেলা করলে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তায়ালা বলেন : যদি তোমরা শোকর কর তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি অবশ্যই কঠোর। (সূরা ইবরাহীম : ০৭)।
আমাদের সন্তান-সন্তুতিও এমন এক মহা নিয়ামত, যা শুধু সে-ই পায়, আল্লাহ যাকে দান করেন। এখানে কারও কোনোরূপ ক্ষমতা চলে না। আল্লাহ তায়ালা ইরশাদ করেন : আকাশম-লী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয়ই। আর যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। তিনি নিশ্চয়ই সর্বজ্ঞ, সর্বশক্তিমান। (সূরা শূরা : ৪৯-৫০)।
অতএব সন্তান-সন্তুতিকে মহান আল্লাহর বিশেষ নিয়ামত জ্ঞান করে শোকর আদায় করতে হবে। স্মরণ রাখতে হবে তাদের ব্যাপারে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। এ সম্পর্কে কাল কিয়ামতে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এক দীর্ঘ হাদিসে নবীজি (সা.) বলেন, পুরুষ তার পরিবারের জিম্মাদার; পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। নারী তার স্বামীর ঘর ও তার সন্তানদের জিম্মাদার; তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। (সুনানে আবু দাউদ : ২৯২৮)।
আমাদের কর্তব্য : আমাদের কর্তব্য হলো, সন্তানের দুনিয়াবি প্রয়োজনগুলো যথাসাধ্য পূরণ করা এবং সে যেন আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভের মাধ্যমে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারে, এজন্য আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ তায়ালা বলেন : হে ঈমানদারগণ! তোমরা নিজেদের ও তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও পাথর...। (সূরা তাহরীম : ০৬)।
আমরা অনেকেই সন্তানের অস্থায়ী ভবিষ্যতের সফলতার জন্য তো নানান চেষ্টা ও তদবির করি; কিন্তু তার চিরস্থায়ী সফলতার ব্যাপারে উদাসীন থাকি। কুরআনে কারীমে আল্লাহ তায়ালা জাহান্নাম থেকে রক্ষা এবং জান্নাত লাভের মৌলিক দু’টি উপায় উল্লেখ করেছেন : আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তারা জান্নাতের অধিবাসী; তারা তাতে চিরকাল থাকবে। (সূরা বাকারা ২ : ৮২)।
এমন আরও অনেক আয়াত রয়েছে যেগুলোর বার্তা হলো, ‘জাহান্নাম থেকে পরিত্রাণ ও জান্নাত লাভের উপায় ঈমান ও নেক আমল’। অতএব সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করতে হলে, তাকে ঈমান ও নেক আমলের ধারক এবং কুফুর, শিরক ও মন্দ কাজ বর্জনকারী বানাতে হবে। এজন্য ছোট থেকেই তার পেছনে পরিকল্পিত মেহনত করতে হবে।
আমাদের করণীয়। সন্তানের জন্য দুয়া করা : সন্তানকে নেক্কার হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার সাথে সাথে দুয়াও করতে হবে, আল্লাহ তায়ালা যেন তাকে নেক্কার বানান। এমন দুয়া কুরআনে কারীমে অনেক রয়েছে। যেমন : হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তান-সন্তুতির পক্ষ থেকে আমাদের দান করুন চোখের শীতলতা এবং আমাদের পরহেযগারদের জন্য আদর্শ বানান। (সূরা ফুরকান : ৭৪)।
মারইয়াম (আ.)-এর মায়ের দুয়া : আমি তাকে (মারয়ামকে) ও তার সন্তান-সন্তুতিকে অভিশপ্ত শয়তান থেকে আপনার আশ্রয়ে দিচ্ছি। (সূরা আলে ইমরান : ৩৬)। ইবরাহীম (আ.)-এর দুয়া : হে আমার রব! আমাকে একজন সৎপুত্র দান করুন। (সূরা সাফফাত : ১০০)। হে আমার রব! আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তান-সন্তুতির মধ্য থেকেও (এক দলকে)। হে আমাদের রব! আর আমাদের দুয়া কবুল করুন। (সূরা ইবরাহীম : ৪০)।
আম্বিয়ায়ে কেরাম জানতেন, আল্লাহর কাছে কী চাইতে হয়। কীভাবে চাইতে হয়। আল্লাহ তায়ালা তাঁদের দুয়াগুলো পবিত্র কুরআনে উল্লেখ করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপির কেউ অন্যায় করলে তাকেও আইনের আওতায় আনা হবে: রিজভী
আবারও আলোচনার তুঙ্গে শাকিব-পূজা,নেটিজেনদের দৃষ্টি কেড়েছে দুজনের ম্যাচিং পোশাক
কর্মসূচি স্থগিত করলেন অটোরিকশা চালকরা
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব আন্দালিভ রহমান পার্থের
বেপরোয়া গতিহীন যানবহনে মধ্যাঞ্চলের মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে
দেড় দিনেই রাজশাহীকে হারাল ঢাকা
ঢাকা-বেনাপোল রুটের পরিবহনগুলোর ধর্মঘট আহবান
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষে মধ্যে সংঘর্ষে আহত ১০
রাবির ১৩ শিক্ষার্থী পেলেন ‘ডীনস অ্যাওয়ার্ড’
বিরল মাইলফলকে সিমিওনে
বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ ১১০দিন পর উত্তোলন
বিএনপি জনগনের সেবার ব্রত নিয়ে রাজনীতি করে - মাফরুজা সুলতানা হাফিজ
চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা ভারতে যাওয়ার সময় আখাউড়ায় আটক
মাদারীপুরে দুই হত্যা মামলায় সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও সাবেক সাংসদ সোবাহান গোলাপ কারাগারে
ইবিতে হাতেনাতে ২ চোর আটক
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
মেজর এম.এ জলিলকে বীর উত্তম খেতাব ফিরিয়ে দিতে হবে : মেজর হাফিজ
সজাগ-সতর্ক না থাকলে হায়নারা আবারও পরিবেশকে বিনষ্ট করবে : এ্যানি
ইসলামী শক্তিগুলোর উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কেউ কেউ : ড. আহমদ আবদুল কাদের