কাবাগৃহ বিশ্বের সর্বপ্রথম এবাদতের স্থান-২
২৩ জুন ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ১২:০০ এএম

ইমাম বায়হাকী বর্নিত এক হাদিস হতে জানা যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ (সা.) বলেছেন : হযরত আদম (আ.) ও বিবি হাওয়া (আ.)-এর এই দুনিয়াতে আগমনের পর আল্লাহপাক হযরত জিব্রাইল (আ.)-এর মাধ্যমে তাদেরকে কাবাগৃহ নির্মাণের আদেশ দেন। এ গৃহ নির্মাণের পর তাদেরকে তা তাওয়াফ করার আদেশ দেয়া হয় এবং বলা হয়, আপনি সর্বপ্রথম মানব এবং এ গৃহ সর্বপ্রথম গৃহ যা মানবম-লীর জন্য নির্দিষ্ট করা হয়েছে। (তাফসিরে ইবনে কাসির)।
কোনো কোনো হাদিসে বর্ণিত আছে যে, হযরত আদম (আ.) কর্তৃক নির্মিত এ কাবাগৃহ হযরত নূহ (আ.)-এর মহাপ্লাবন পর্যন্ত অক্ষত ছিল। কিন্তু মহাপ্লাবনে এ গৃহ বিধ্বস্ত হয়ে যায়। তারপর হযরত ইবরাহীম (আ.) প্রাচীন ভিত্তির উপর এ গৃহ পুনঃনির্মাণ করেন। পক্ষান্তরে এটাও সম্ভব যে, মানুষের বসবাসের গৃহ হয়ত পূর্বেই নির্মিত হয়েছিল। কিন্তু এবাদতের জন্য কাবাগৃহই সর্বপ্রথম নির্মিত হয়েছিল এই অভিমতটি হযরত আলী (রা.) থেকেও বর্ণিত হয়েছে।
বস্তুত আদিকাল থেকেই কাবাগৃহের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত ছিল এবং আছে। কিয়ামত পর্যন্ত এই সম্মান প্রদর্শন চলতেই থাকবে এর কোনো পরিবর্তন হবে না। আলোচ্য আয়াতে ‘বুজিয়া লিন্নাছি’ শব্দের মাধ্যমে এই বিশেষত্বটিই ফুটিয়ে তোলা হয়েছে যে, জাতি-ধর্ম নির্বিশেষে সমগ্র মানবগোষ্ঠি এর প্রতি সম্মান প্রদর্শন করবে।
মহান রাব্বুল আলামীন এই গৃহের প্রকৃতিতে এমন মাহাত্ম্য ও বিশেষত্ব প্রচ্ছন্ন রেখেছেন যে মানুষের দেহ মন ও অন্তর আপনা-আপনিই এর দিকে আকৃষ্ট হয়, অনুরক্ত হয়। এটা যেন সহজাত আকর্ষণের একান্ত উচ্ছ্বাস। এর তীব্র তরঙ্গে আন্দোলিত হয় না, এমন কিছু নেই। তবে, যারা ঈমানদার ও আল কুরআনের ধারক ও বাহক তাদের মাঝে পবিত্র কাবাগৃহের প্রতি যে আকর্ষণ অনুরনিত হয়, তা অন্যের মাঝে হয় না তা নিদ্বিধায় বলা যায়।
বস্তুত কাবাগৃহ নির্মিত হওয়ার দিন থেকেই আজ পর্যন্ত আল্লাহপাকের রহমত ও বরকতে সকল প্রকার শত্রুর আক্রমণ থেকে মক্কার অধিবাসীরা নিরাপত্তা লাভ করেছেন। আল্লাহদোহী আবরাহা এক বিরাট হস্তি বাহিনীসহ কাবাগৃহকে ধ্বংস করার লক্ষ্যে মক্কায় উপস্থিত হয়েছিল। মহান আল্লাহপাক তাকে আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেন।
হরমে মক্কায় প্রবেশকারী মানুষ এমন কি জীব ও জন্তু পর্যন্ত বিপদমুক্ত হয়ে যায়। সেখানে বন্য হিংস্র জন্তু মানুষ দেখে পলায়ন করে না। দেখা যায় কাবাগৃহে বৃষ্টিপাত হলে তার পাশের অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত হয়। তাছাড়া হজ ছাড়া ও বছরের অন্যান্য সময়ে তাওয়াফ ও জিয়ারতের উদ্দেশ্যে অগনিত মানুষ মক্কায় আগমন করেন। বিশেষ করে হজের সময়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। কিন্তু কোনো সময়ই মক্কাবাসীরা অভাবের সম্মুখীন হয় না।
মহান আল্লাহপাক যাবতীয় প্রয়োজন পুরণের দ্রব্যসম্ভার সেখানে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের এতসব রহমত ও বরকতের স্রোতধারা কাবাগৃহকে কেন্দ্র করে প্রবাহিত হচ্ছে বলেই এর চিরন্তন নিদর্শন চির অমর, চির ভাস্বর ও চিরঞ্জীব হয়ে বিশ্বময় হেদায়েতের মূর্ত বিকাশ ঘটাতে থাকবে। এর কোনো ব্যত্যয় হবে না। আমীন!
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার নামে লুটপাট চলত ফ্যাসীবাদের আমলে — ডিসি আরেফীন

৯ মাস পর বেরোবির ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

উপযুক্ত জবাব দিয়েছি, ভারত উত্তেজনা না বাড়ালে আর পদক্ষেপ নয়: সানাউল্লাহ

পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি

টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, ১২০ কোটি টাকার জমিতে হতে যাচ্ছে স্কুল ও খেলার মাঠ

ভারত থেকে ‘পুশ-ইন’ অগ্রহণযোগ্য: নিরাপত্তা উপদেষ্টা

সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল সি. ভাইস চেয়ারম্যান রেজাউল

তারুণ্য ধরে রাখতে খাবার তালিকা পরিবর্তন

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : জেলা প্রশাসক

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩, গ্রেফতার ২

ছাগলনাইয়ায় গণ-অধিকার পরিষদের বর্ধিত সভা পন্ড!

দিনাজপুরে পড়াশুনার ফাঁকে নারীদের উপার্জন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
লাল বেনারসি এল শীতলজোড়ায় কিন্তু এল না বর : বিয়ের আগেই না ফেরার দেশে বাবলু

রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে অজ্ঞাত একটি লাশ উদ্ধার

কালীগঞ্জ জুলাই ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ এর চেক ও সঞ্চয়পত্র বিতরণ

জামায়াত নেতা আজহারুলের মুক্তি দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে

কিশোরগঞ্জে জাতীয় বিজ্ঞানমেলা ও অলিম্পিয়াড আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত