পুত্র-কন্যার মাঝে সমতা কিছু নির্দেশনা-১

Daily Inqilab আবদুল্লাহ ফাহাদ

০৭ জুলাই ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম

হািদস শরিফে কন্যাসন্তানের লালন-পালনের ছওয়াব ও ফজিলত যেমন আছে তেমনি আছে তার অধিকারসমূহের বর্ণনা। রাসূলুল্লাহ (সা.) স্পষ্টভাষায় নারীর অধিকারসমূহ বলে দিয়েছেন। আর এই অধিকারগুলো প্রধানত এমন, যা থেকে নারীকে বঞ্চিত করা হতো জাহেলি যুগে। বর্তমান যুগের অবস্থাও তা থেকে ভিন্ন নয়। তাই এখানে তাদের অবহেলিত কিছু অধিকারের কথা আলোচনা করা হলো, যেন এই অবহেলার নিরসন হয়। সন্তানদের প্রতি মমতা প্রকাশে সমতা : কারো কাছে পুত্রসন্তান বেশি প্রিয়, কারো কাছে কন্যাসন্তান। তবে অধিকাংশ মানুষই পুত্রসন্তান বেশি পছন্দ করে। মমতা ও মনের টান যেহেতু মানুষের ইচ্ছাধীন নয় তাই কারো প্রতি মনের টান বেশি হলে বা কম হলে মানুষ অপরাধী হয় না, কিন্তু এর প্রকাশটি যেহেতু মানুষের ইচ্ছা ও ইখতিয়ারের অধীন তাই এ বিষয়ে সমতা বজায় রাখা অপরিহার্য।

অনেকে এই সমতা রক্ষা করে না। পুত্র-কন্যার মাঝে অসম আচরণ করে। পুত্রকে বেশি আদর করে, উপহার বেশি দেয়, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। পক্ষান্তরে কন্যার খোঁজখবরও নিতে চায় না। আচার-আচরণে পিতামাতা থেকে এমন কিছু প্রকাশ পাওয়া উচিত নয়, যা দ্বারা সন্তানের মনে এই সংশয় জাগে যে, মা-বাবা অমুককে বেশি স্নেহ করেন, আমাকে কম। সন্তানের প্রতি পিতামাতার এমন অসম আচরণ অন্যায়। কিয়ামতের দিন এ জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে।

হাদিসের প্রসিদ্ধ ও প্রাচীন গ্রন্থ ‘মুসান্নাফে আবদুর রাযযাক’-এ ইমাম আবদুর রাযযাক ইবনে হাম্মাম বর্ণনা করেন, জনৈক আনসারী সাহাবিকে রাসূলুল্লাহ (সা.) ডাকলেন। ইতোমধ্যে ঐ সাহাবির এক পুত্র তার কাছে এলো। তিনি তাকে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিলেন এবং কোলে বসালেন। কিছুক্ষণ পর তার এক কন্যাও সেখানে উপস্থিত হলো। তিনি তার হাত ধরে নিজের কাছে বসালেন। এটি লক্ষ করে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করলেন : উভয় সন্তানের প্রতি তোমার আচরণ অভিন্ন হওয়া উচিত ছিল। তোমরা নিজেদের সন্তানদের মাঝে সমতা রক্ষা করো। এমনকি চুমু খাওয়ার ক্ষেত্রেও। (মুসান্নাফ আবদুর রাযযাক ৯/১০০)।

সন্তানদের প্রতি আদর-স্নেহ প্রকাশের মতো হাদিয়া-উপহারের ক্ষেত্রেও সমতা রক্ষা করা জরুরি। সুতরাং পিতামাতা যখন সন্তানদেরকে টাকা-পয়সা, কাপড়-চোপড় কিংবা কোনো খাদ্যদ্রব্য দিবেন তখন সকলকে সমান হারে দিতে হবে। কন্যাকে ঠিক ততটুকুই দিবে যতটুকু পুত্রকে দেওয়া হয়েছে। ছেলেকে বেশি আর মেয়েকে কম কিংবা এর বিপরীত করা যাবে না। বিশেষ করে আনন্দের উপলক্ষগুলোতে যখন সন্তানদেরকে প্রয়োজনের অতিরিক্ত কিছু দেওয়া হয় তখনও সমতা রক্ষা করা অপরিহার্য। যেমন ঈদের দিনে ঈদি সমান হারে দেওয়া, কোনো সফর থেকে ফেরার পর হাদিয়া-উপহার দিলে সবাইকে সমান দেওয়া ইত্যাদি।

হাদিস শরিফে আছে, বশীর ইবনে সাদ (রা.) একবার নিজপুত্র নুমান ইবনে বশীরকে কিছু জিনিস হাদিয়া করলেন এবং রাসূলুল্লাহ (সা.) কে সাক্ষী বানানোর জন্য নুমানকে তাঁর নিকট নিয়ে এলেন। নবী (সা.) জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার সকল সন্তানকে এরুপ উপহার দিয়েছ? তিনি বললেন, জ্বী না। নবী (সা.) ইরশাদ করলেন : আল্লাহকে ভয় কর এবং সন্তানদের মাঝে সমতা রক্ষা কর। (আর এতটুকু চেষ্টা অবশ্যই কর যে, উপহার-সদাচার ইত্যাদির ক্ষেত্রে প্রত্যেকের অংশ যেন কাছাকাছি হয়)। (সহিহ মুসলিম : ৪০৫৯)।

পিতামাতা যদি কোনো সন্তানের প্রয়োজনের খাতিরে অন্যদের চেয়ে তার পিছনে কিছুটা বেশি খরচ করে, যেমন কারো অসুস্থতার সময় কিংবা পড়াশোনার জন্য অথবা ছেলে বা মেয়ে কোনো সফরে যাচ্ছে; একজনের সফর অল্প সময়ের, অন্যজনের সফর দীর্ঘ, একজনের সফরে অর্থের প্রয়োজন বেশি, অন্যজনের কম এ ধরনের ক্ষেত্রগুলোতে তাদেরকে প্রয়োজন অনুপাতে কম-বেশি দিলে দোষ নেই। যে সন্তানের যতটুকু প্রয়োজন পিতামাতা তার জন্য ততটুকু খরচ করতে পারেন।

অনেকে জীবদ্দশাতেই স্থাবর-অস্থাবর সকল সম্পদ সন্তানদের মাঝে বণ্টন করতে চায়। প্রথমত এটা কোনো অপরিহার্য বিষয় নয়। দ্বিতীয়ত পিতামাতার জীবদ্দশায় তাদের সম্পদে সন্তানদের কোনো অধিকার সাব্যস্ত হয় না; বরং পিতামাতাই নিজ সম্পদের মালিক। তারা ইচ্ছা করলে সন্তানদের মাঝে তা বণ্টন করতেও পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। সন্তানরা পিতামাতার কাছে এই দাবি করতে পারে না যে, আপনারা যা কিছু উপার্জন করেছেন তা আমাদের মাঝে বণ্টন করে দিন।

অনেক সন্তান এ বিষয়ে বাড়াবাড়ি করে এবং এই বলে পিতামাতাকে বাধ্য করে যে, আপনার তো এখন আর এই সম্পদের প্রয়োজন নেই, এগুলো তো এখন আমাদের অধিকার। তাই জীবিত অবস্থায়ই সবকিছু বণ্টন করে ঝামেলা থেকে মুক্ত হয়ে যান। আপনার মৃত্যুর পর আমরা ঠিকমতো সম্পদের হিস্যা পাব কি পাব না-এর কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া এ নিয়ে ঝগড়া-বিবাদ হতে পারে। সুতরাং এখনই জমিজমা বণ্টন করুন।

মনে রাখতে হবে যে, পিতামাতাই তাদের সম্পদের মালিক। সুতরাং বণ্টন করা, না করার বিষয়ে তারা স্বাধীন। অবশ্য পিতামাতা যদি মনে করেন যে, তাদের জীবদ্দশাতেই সম্পদ বণ্টন করে দেওয়া সমীচীন হবে তাহলে তারা তা করতে পারেন। যদি না করেন তবে এর সুযোগও তাদের রয়েছে।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আদরের মেয়ে : দুনিয়ার পূর্ণতা আর পরকালের মুক্তির পয়গাম-২
আদরের মেয়ে : দুনিয়ার পূর্ণতা আর পরকালের মুক্তির পয়গাম-১
নাম রাখার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা-১
স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার : যে ক্ষতি হয়ে যাচ্ছে নীরবে
শবে বরাত : নববী নির্দেশনাই মুক্তির উপায়-৩
আরও
X

আরও পড়ুন

ছাত্ররাজনীতি নিয়ে যা বললেন ইশরাক

ছাত্ররাজনীতি নিয়ে যা বললেন ইশরাক

শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

তরুণদের নেতৃত্বে ছাত্র-জনতা গড়বে আগামীর বাংলাদেশ: সারজিস আলম

তরুণদের নেতৃত্বে ছাত্র-জনতা গড়বে আগামীর বাংলাদেশ: সারজিস আলম

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট

নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট

তিন বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা

তিন বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা

গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ,  নিহতের সংখ্যা বেড়েই চলেছে

গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ, নিহতের সংখ্যা বেড়েই চলেছে

থাইল্যান্ডে আন্তর্জাতিক বক্সিংয়ে ইভেন্টে বিজয়ের হাসি সুরো-উৎসবের

থাইল্যান্ডে আন্তর্জাতিক বক্সিংয়ে ইভেন্টে বিজয়ের হাসি সুরো-উৎসবের

মানুষ অবিলম্বে ভোট দেবার জনআকাক্সক্ষা প্রতিফলন দেখতে চায় : ড. মঈন খান

মানুষ অবিলম্বে ভোট দেবার জনআকাক্সক্ষা প্রতিফলন দেখতে চায় : ড. মঈন খান

উত্তরা থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

উত্তরা থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা

এস কে সুর পরিবারের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দও ফ্ল্যাট-জমি

এস কে সুর পরিবারের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দও ফ্ল্যাট-জমি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো

সাবেক এমপি সরওয়ার দম্পতি ও চৌধুরী নাফিজ সরাফতের দুই সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি সরওয়ার দম্পতি ও চৌধুরী নাফিজ সরাফতের দুই সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চৌধুরী মামুনকে জিজ্ঞাসাবাদ ২৩ ফেব্রুয়ারি

চৌধুরী মামুনকে জিজ্ঞাসাবাদ ২৩ ফেব্রুয়ারি

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন

বন্দরে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী আমিত দাস নৌবাহিনীর হেফাজতে

বন্দরে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী আমিত দাস নৌবাহিনীর হেফাজতে

উত্তরায় প্রকাশ্যে কোপানোর মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য কারাগারে

উত্তরায় প্রকাশ্যে কোপানোর মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য কারাগারে

কেরানীগঞ্জে রগকাটা মুন্না ডিবির হাতে গ্রেফতার

কেরানীগঞ্জে রগকাটা মুন্না ডিবির হাতে গ্রেফতার