হিংসা : বাঁচতেই হবে আমাকে-২
১৫ জুলাই ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
হিংসা বহু হারাম কাজের দরজা খুলে দেয় : অন্তর যখন হিংসায় আক্রান্ত হয়; হাত-পা, মুখ-মাথা ইত্যাদি অঙ্গগুলোও এর থেকে রেহাই পায় না। মাথায় অন্যের ক্ষতিসাধনের চিন্তা, চোখে দোষ খোঁজা, মুখে দোষচর্চা ও নিন্দা এবং হাত-পা ও মুখ দ্বারা জান, মাল ও ইজ্জত আব্রুতে আঘাত করা যেন হিংসুকের যথারীতি অভ্যাসে পরিণত হয় । হায়, এক হিংসা কতগুলো হারাম কাজের দরজা খুলে দেয়! হিংসা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে : হিংসার সবচেয়ে বড় ক্ষতি হলো. এটি ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। কারণ ঈমানের দাবি হলো, আল্লাহ তায়ালাকে রব বলে স্বীকার করা এবং তাঁর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা। হিংসার সারকথা হলো, আল্লাহর ফয়সালা ও বণ্টনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা। বান্দার এ অবস্থা যে তার ঈমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তা বলাই বাহুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কারো অন্তরে ইমান ও হিংসা একত্র হতে পারে না। (সহিহ ইবনে হিব্বান, হাদিস ৪৬০৬)।
হিংসা দমনের পদ্ধতি : ১. কারো প্রতি হিংসা অনুভব হওয়া মাত্রই দু’টি কথা চিন্তা করা : ক. এই হিংসা দ্বারা না আমার রিজিক বাড়বে আর না যার প্রতি হিংসা করছি তার রিজিক কমবে। উপরন্তু এর কারণে আমার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়া ও আখেরাত বরবাদ হবে। খ. আমার কল্যাণ-অকল্যাণ আমার চেয়ে আমার আল্লাহ্ই ভালো জানেন।
সুতরাং আমার নসিবে তিনি যা দিয়েছেন তা-ই আমার জন্য কল্যাণকর। তাতেই আমার তুষ্ট থাকা উচিত। আল্লাহ তায়ালা ইরশাদ করেন : হতে পারে, তোমরা একটি জিনিস অপছন্দ কর; অথচ তা তোমাদের জন্য কল্যাণকর এবং একটি জিনিস পছন্দ কর; অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। (সূরা বাকারা : ২১৬)।
২. অর্থের প্রতি খেয়াল করে সূরা নিসার ৩২ নং আয়াত তিলাওয়াত করা। যার অর্থ : তোমরা এমন জিনিসের বাসনা করো না, যার দ্বারা আল্লাহ তোমাদের একজনকে অন্য জনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষদের জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ আর নারীদের জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ। আর তোমরা আল্লাহর নিকট তাঁর দয়া প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত। (সূরা নিসা : ৩২)।
৩. আল্লাহ তায়ালার কাছে নিজের এবং যার প্রতি হিংসা অনুভব হয় তার জন্য কল্যাণের দুয়া করা। সাথে সাথে হিংসা থেকে আরোগ্যের জন্যও দুয়া করা। ৪. হিংসার চাহিদার বিপরীত কাজ করা। যেমন নিন্দার পরিবর্তে প্রশংসা করা। ক্ষতি না করে উপকার করা। দোষ না খুঁজে গুণ খোঁজা।
তার সাথে ওই সকল কাজ করা, যেগুলো দ্বারা পারস্পরিক হৃদ্যতা ও ভালোবাসা তৈরি হয়; যথা সালাম দেওয়া, হাসিমুখে সাক্ষাৎ করা, মাঝেমধ্যে হাদিয়া দেওয়া ইত্যাদি। এ বিষয়ে হাকিমুল উম্মত থানভী (রাহ.) লেখেন : যার প্রতি হিংসা হয় মানুষের নিকট তার প্রশংসা করা, সামনে পড়লে তার তাযীম করা এবং মাঝে মাঝে তার কাছে হাদিয়া পাঠানো, এ এমন এক এলাজ, যা বিশেষ এলাজসমূহের চেয়ে দ্রুত ও সহজলভ্য। (আশরাফ চরিত, ৩৫৫)।
এগুলো করতে বেশ কষ্ট হবে। কিন্তু এই কষ্ট তো আমার ইমান-আমল রক্ষার জন্য, আমার চিরস্থায়ী শান্তির জন্য। এ তো রহমতের বারিধারা বর্ষণের পূর্বে ধুলোবালি ওড়া, ঘনকালো মেঘাচ্ছন্ন আকাশ ও মেঘগর্জন। অতএব আসুন আমরা হিংসা দমন করি। হিংসার আগুন আর আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করি নিজেকে। শান্তিময় জীবনের অধিকারী হই। প্রতিজ্ঞা করি, আমাকে বাঁচতেই হবে এ মরণব্যাধি থেকে।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি