চির সাফল্যের পথে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস-১

Daily Inqilab মুহাম্মদ জাহিদুল ইসলাম

০৪ জুলাই ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ জুলাই ২০২৪, ১২:০২ এএম

সাফল্য-প্রত্যাশী মানুষ সাফল্যের পথে সর্বাত্মক প্রয়াস গ্রহণ করে এবং যে পথে দ্রুত সাফল্য অর্জিত হয় সে পথ অবলম্বন করে। তারা সাফল্যের ক্ষুদ্র ক্ষুদ্র সম্ভাবনাগুলোকেও অবহেলা করে না। সর্বোপরি তারা গ্রহণ করে অভিজ্ঞ ও সফল মানুষের পথ-নির্দেশনা। পার্থিব সামান্য ও ক্ষণস্থায়ী সাফল্যের জন্য যখন এই নীতির প্রয়োজন হয়, তখন মানুষের চিরস্থায়ী সফলতার জন্যও এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রশ্ন হলো, মানুষের সবচেয়ে বড় সফলতা কী? এ প্রশ্নের উত্তর মহান আল্লাহ নিম্নোক্ত আয়াতে প্রদান করেছেন : যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই সফলকাম। (সূরা আলে ইমরান : ১৮৫)।

এই মহা সাফল্য অর্জন করা কি কঠিন? না, কঠিন নয়, বরং এটা অর্জন করা খুবই সহজ। আল্লাহ তাআলা তাঁর অপার করুণায় বান্দার জন্য জান্নাতের অধিকারী হওয়াকে সহজ করে দিয়েছেন এবং তাঁর রাসূলগণের মাধ্যমে জান্নাত লাভের পথ বাতলে দিয়েছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে : যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে তারা অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। (সূরা আহযাব : ৭১)। তাই রাসূলের আনুগত্যের মাধ্যমে জান্নাতের অধিকারী হওয়া সম্ভব।

রাসূলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে এমন অনেক সহজ আমলের কথাও বলেছেন, যা সাধারণ বিবেচনায় সামান্য মনে হলেও এর মাধ্যমে মহা সাফল্য জান্নাত লাভ করা যায়। এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এমন চল্লিশটি আমল আছে যার কোনো একটির ওপর কেউ যদি সওয়াবের আশায় বিশ্বাসের সঙ্গে আমল করে তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। তন্মধ্যে সর্বোত্তম হলো দুধ পান করার জন্য কাউকে বকরী দান করা। (সহীহ বুখারী : ২৬৩১)।

এই হাদিসে সর্বোচ্চ আমলটি চিহ্নিত করা হলেও অন্যগুলো অনির্দিষ্ট রাখা হয়েছে, যাতে মানুষ কোনো ক্ষুদ্র আমলকেও তুচ্ছ ভেবে পরিত্যাগ না করে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আবু জুরাই আলহুজাইমী রা. বলেন, আমি একদা রাসূলুল্লাহ (সা.)-এর নিকট এসে বললাম, আমরা একটি বেদুঈন গোত্র, আমাদের এমন একটি আমল শিখিয়ে দিন যার দ্বারা আল্লাহ আমাদের জান্নাত দান করবেন।

তখন নবী করীম (সা.) বললেন, কোনো ভালো কাজ তুচ্ছ ভেবে ছেড়ে দিও না। হোক তা কাউকে রশির একটি টুকরা দান করা বা নিজের পাত্র থেকে অন্যের পাত্রে কিছু পানি ঢেলে দেওয়া, কিংবা মুসলিম ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা বা নিঃসঙ্গ বিষণ্ন ব্যক্তিকে সঙ্গ দিয়ে তার বিষণ্নতা দূর করা অথবা মূল্যহীন একটা জুতার ফিতা দান করা। (সুনানে নাসায়ী-কুবরা : ৯৬৯৪)।

বস্তুত আল্লাহ তাআলার সন্তুষ্টই সবচেয়ে বড় জিনিস। তিনি যেমন সমুদ্র পরিমাণ গোনাহ থাকা সত্ত্বেও ক্ষুদ্র একটি ভালো কাজের ওপর সন্তুষ্ট হয়ে জান্নাত দিতে পারেন, তেমনি উহুদ পাহাড়সম নেকী থাকা সত্ত্বেও একটি গোনাহের প্রতি অসন্তুষ্ট হয়ে জাহান্নামেও নিক্ষেপ করতে পারেন।

এক হাদিসে নবী করীম (সা.) বলেছেন, এক মুসাফির পথ চলতে চলতে প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে পড়েছিল, কিছুক্ষণ পর সে একটি কূপ দেখতে পেল এবং তাতে নেমে পানি পান করে উপরে উঠে এলো। এমন সময় সে দেখল যে, একটি কুকুর পিপাসায় অস্থির হয়ে সেখানে এসেছে। লোকটি ভাবল, এই প্রাণীটিও পিপাসায় আমার মতোই কষ্ট পাচ্ছে। তখন সে তার পায়ের চামড়ার মোজা খুলল এবং কূপে নেমে মোজায় পানি ভরে মোজাটি মুখে নিয়ে উপরে উঠে এলো এবং কুকুরটাকে পানি পান করাল। আল্লাহ তাআলা তার এ কাজে এত সন্তুষ্ট হলেন যে, তাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাতে দাখিল করলেন। (সহীহ বুখারী : ২৩৬৩)।

অন্যদিকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, একজন মহিলা শুধু এই জন্য জাহান্নামি হয়েছে যে, সে একটি বিড়ালকে বেঁধে রেখে অনাহারে হত্যা করেছিল। সে নিজেও বিড়ালটিকে কিছু খেতে দেয়নি আর তাকে ছেড়েও দেয়নি, যাতে পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। (সহীহ বুখারী : ২৩৬৫, ৩৪৮২)।

সুতরাং কোনো ভালো কাজের সুযোগ পেলে সে সুযোগের সদ্ব্যবহার করা যেমন জরুরি তেমনি মন্দ কাজ ক্ষুদ্র হলেও তা পরিহার করা জরুরি। কেননা, একটি মাত্র অপকর্ম মানুষকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। অন্যদিকে একটি মাত্র ভালো কাজ মানুষকে নিয়ে যেতে পারে চির সুখের নিবাস জান্নাতে।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সরিষাবাড়ীতে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ

সরিষাবাড়ীতে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ

শরণখোলায় বেড়াতে এসে ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

শরণখোলায় বেড়াতে এসে ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এইউএসটি’র শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মাঝে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে এমন উদ্যোগ

এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এইউএসটি’র শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মাঝে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে এমন উদ্যোগ

টসে জিতে ব্যাটিংয়ে ভারত

টসে জিতে ব্যাটিংয়ে ভারত

বাগেরহাট পৌরসভার ১৫ সাবেক কর্মচারী দুদকের মামলায় কারাগারে

বাগেরহাট পৌরসভার ১৫ সাবেক কর্মচারী দুদকের মামলায় কারাগারে

কোটা আন্দোলন, 'বাংলা ব্লকেড' শুরু শিক্ষার্থীদের

কোটা আন্দোলন, 'বাংলা ব্লকেড' শুরু শিক্ষার্থীদের

শাল্লায় বিদ্যুতপৃষ্টে একজনের মৃত্যু

শাল্লায় বিদ্যুতপৃষ্টে একজনের মৃত্যু

বগুড়ায় ডোবায় ডুবে ২ কন্যা শিশুর মৃত্যু

বগুড়ায় ডোবায় ডুবে ২ কন্যা শিশুর মৃত্যু

কোটাবিরোধী আন্দোলনকারীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

কোটাবিরোধী আন্দোলনকারীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পার্লামেন্টে আসন হারালেন যুক্তরাজ্যের ৪৯ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

পার্লামেন্টে আসন হারালেন যুক্তরাজ্যের ৪৯ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

সুষম বন্টন ও বাস্তবায়ন সঠিক হলে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বানিজ্য প্রতিমন্ত্রী

সুষম বন্টন ও বাস্তবায়ন সঠিক হলে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বানিজ্য প্রতিমন্ত্রী

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত অন্তত ১১

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত অন্তত ১১

রামু রশিদনগর থেকে হাত পা বাধা যুবকের লাশ উদ্ধার

রামু রশিদনগর থেকে হাত পা বাধা যুবকের লাশ উদ্ধার

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশী, পাকিস্তানি ও কাশ্মিরি প্রার্থীদের জয়জয়কার

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশী, পাকিস্তানি ও কাশ্মিরি প্রার্থীদের জয়জয়কার

সুনকের বিদায় মুহূর্তে পোশাক নিয়ে সমালোচিত হলেন স্ত্রী অক্ষতা

সুনকের বিদায় মুহূর্তে পোশাক নিয়ে সমালোচিত হলেন স্ত্রী অক্ষতা

সাইন্সল্যাব মোড়ে অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের, যানচলাচল বন্ধ

সাইন্সল্যাব মোড়ে অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের, যানচলাচল বন্ধ

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

যৌন হয়রানির অভিযোগ ওই শিক্ষার্থীর সহপাঠীরা যা বললেন

যৌন হয়রানির অভিযোগ ওই শিক্ষার্থীর সহপাঠীরা যা বললেন

৬৫০ কোটি টাকার রাস্তা ভাঙল এক দিনের বৃষ্টিতেই

৬৫০ কোটি টাকার রাস্তা ভাঙল এক দিনের বৃষ্টিতেই

‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ ছবির প্রযোজক জন ল্যান্ডাউ

‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ ছবির প্রযোজক জন ল্যান্ডাউ