ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়-২
১৭ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
পৃথিবীতে অনেক শক্তিশালী জাতি সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস হয়েছে। মহান আল্লাহ আদ ও ছামুদ জাতিকে ধ্বংস করেছেন। শাদ্দাদ, নমরূদ, ফেরাউন ও আবরাহার মতো প্রবল প্রতাপী জালেমদের তিনি ধ্বংস করেছেন। কিন্তু খুবই পরিতাপের বিষয় হল, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। অথচ মহান আল্লাহ ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য পবিত্র কুরআনে বারবার তাকীদ দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন : সুতরাং হে চক্ষুষ্মান ব্যক্তিরা! তোমরা উপদেশ গ্রহণ করো। (সূরা হাশর : ২)।
তবে সীমা লঙ্ঘনকারীদেরকে মহান আল্লাহ একটা সময় পর্যন্ত অবকাশ দেন। তাদের অনাচার যখন চূড়ান্তে পৌঁছে তখন তিনি তাদেরকে পাকড়াও করেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ আদ, ছামুদ ও এ ধরনের জাতিসমূহের ধ্বংসের দিকে ইঙ্গিত করে ইরশাদ করেন : এবং আমি সেসব জনপদবাসীদের ধ্বংস করেছি যখন তারা অনাচার করল এবং আমি তাদের জন্য স্থির করেছিলাম এক নির্দিষ্ট ক্ষণ। (সূরা কাহ্ফ : ৫৯)।
ক্ষমতার দম্ভে যারা যাচ্ছেতাই করতেন, তারা আজ ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত। আবর্জনার মতোই জাতি তাদেরকে ছুঁড়ে ফেলেছে। জুলুমবাজ নেতা-নেত্রী ও তাদের সহযোগীরা অনেকেই আজ পালিয়ে প্রাণে বেঁচেছেন। অনেকে আজ পালানোর পথও খুঁজে পাননি। অনেকে পালাতে গিয়ে লজ্জাজনকভাবে ধরা পড়েছেন। কেউ কারাগারে বা কেউ রিমান্ডে আছেন। এককথায় তারা আজ তাদের কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করছেন। জুলুম দুর্নীতি ও স্বৈরশাসনের হোতাদের পতন ও করুণ পরিণতি জাতিকে এ বার্তাই দিচ্ছে যে, এসকল অপরাধ করে কেউ রক্ষা পাবে না, তাই রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল থেকে নিয়ে সকল পর্যায়ের দায়িত্বশীল প্রতিটি ব্যক্তিকে জুলুম ও দুর্নীতি থেকে বেঁচে থাকতে হবে।
নিষ্ঠা ও ন্যায়নীতির সাথে দায়িত্ব পালন করতে হবে। নয়তো আখেরাতের কঠিন শাস্তি তো অবধারিত আছেই; দুনিয়াতেও এ ধরনের ভয়ঙ্কর অপমানজনক পরিস্থিতিতে পড়তে হতে পারে। স্বৈরতন্ত্রের পতন এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ থেকে সকল পর্যায়ের পদস্থ ও দায়িত্বশীলদেরই শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে এবং নেওয়া উচিত। সামাজিক ও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকা ব্যক্তিবর্গেরও এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।
জুলুম, স্বেচ্ছাচারিতা, একনায়কসুলভ আচরণ, আত্মস্বার্থচর্চা, আমানতের খেয়ানত, দায়িত্ব পালনে অবহেলা, অন্যের হক ও মর্যাদার ক্ষতি সাধন, নিজের সুযোগ সুবিধা পূর্ণমাত্রায় ও অবিলম্বে আদায় করে নেওয়া এবং অন্যের হক প্রদানে কার্পণ্য, গড়িমসি ও টালবাহানা ইত্যাদি অপরাধ সমাজ জীবনকে কলুষিত করে এবং সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে বিপর্যয় ডেকে আনে। এসব অপরাধ করেও একটা সময় পর্যন্ত পদে ও ক্ষমতায় সদর্পে টিকে থাকা সম্ভব হলেও একপর্যায়ে কুদরতি ফয়সালা অনুসারে পতন ঘটে এবং পাপ ও অপরাধের কঠিন পরিণতি ভোগ করতে হয়। যদিও পদ ও ক্ষমতায় থাকাকালে সে বিষয়টি কারো মাথায় আসে না।
ইতিহাসে এর ছোট-বড় হাজারো দৃষ্টান্ত রয়েছে। সকল পর্যায়ে একথাও আমাদের মনে রাখতে পারলে ভালো হবে যে, সমাজবদ্ধ জীবনে কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি নিজের স্বার্থ ও সুবিধাকেই গুরুত্ব দেন এবং অন্যের স্বার্থ ও সম্মানকে অবজ্ঞা করেন, অথবা ব্যক্তিস্বার্থে নীতিহীনতার আশ্রয় নেন, তাহলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে একসময় লাঞ্ছিত হতে হয়। যদিও তিনি সমাজের কোনো নামিদামি ও সম্মানিত ব্যক্তি হন। প্রকৃতপক্ষে জুলুম করা মানে নিজের পায়ে নিজে কুঠারাঘাত হানা, যা চরম নির্বুদ্ধিতার কাজ।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজপথে পরিকল্পিত নৈরাজ্য
বড়কে মান্য করুন, বৃদ্ধকে সম্মান করুন-১
সম্রাট জাহাঙ্গীর : রূপান্তরের বাদশাহী-৩
বেগম খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত : প্রধান উপদেষ্টা
এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া : যার হাসিতে হেসে উঠেছে বাংলাদেশ
নতুন জেনারেশনের চিন্তা-চেতনা সবাইকে বুঝতে হবে : এ এম এম বাহাউদ্দীন
নতুন নির্বাচন কমিশন গঠন : প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন
পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক : শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে
সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত : মির্জা ফখরুল
পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মিলার : বাংলাদেশে মানবাধিকার বহাল থাকবে এটিই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক নিয়োগ পেলেন টবি ক্যাডম্যান
হাইকোর্টের অভিমত : কুরআন অবমাননা ও মহানবীকে কট‚ক্তির শাস্তি মৃত্যুদন্ডের বিধান করতে পারে সংসদ
জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ আছে : সিপিডি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : খুনি হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না
বিগত তিনটি জাতীয় নির্বাচনে যারা অপরাধ করেছেন তাদের শাস্তির সুপারিশ : সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়
ডয়চে ভেলের প্রতিবেদন : ট্রাম্প ফেরায় বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ার সম্ভাবনা
এডিস মশার ভয়াবহ রূপ : একদিনে ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু
ব্যবসায়ীরা হতাশ : বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত!
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ -এ পদার্পণ : শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তি
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ব্যয় ২৯৭ কোটি ১৬ লাখ টাকা