অহঙ্কার-আত্মগরিমা নয়, বিনয় ও নম্রতা-১
২০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম

কুরআন মানুষকে বিনয়-নম্রতার শিক্ষা দান করে। দম্ভ-অহঙ্কারের ভয়াবহ পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করে। কুরআন মাজীদের দ্ব্যর্থহীন ঘোষণা এই যে, যেসব দাম্ভিক-অহঙ্কারির কাছে এই ক্ষণস্থায়ী জীবনে আত্মগরিমা প্রদর্শন খুবই উপভোগ্য, চিরস্থায়ী আখেরাতে তাদের জন্য অপেক্ষা করছে ধ্বংস ও লাঞ্ছনা। আখিরাতের শুভ পরিণাম তো শুধু আল্লাহভীরু বিনয়ী বান্দাদের জন্য : ওই পরকালের ঘর আমি তাদের জন্য নির্ধারিত করি, যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রদর্শন করতে ও অনাচার ছড়াতে চায় না। পরিণাম তো আল্লাহভীরুদের শেষ। (সূরা কাসাস : ৮৩)।
জান্নাতী ও জাহান্নামীদের স্বভাব-চরিত্রের পরিচয় দিয়ে আল্লাহর রাসূল (সা.) বলেছেন : আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের ব্যাপারে বলব না? তারা হচ্ছে দুর্বল, নরম লোক, তাদের কেউ যদি আল্লাহ তাআলাকে কসম দিয়ে কিছু বলে, আল্লাহ অবশ্যই তার কসম রক্ষা করবেন। আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে বলব না? ওরা হচ্ছে রূঢ় ও কর্কশ স্বভাবের, উদ্ধত, আত্মম্ভরী লোক। (সহীহ বুখারী : ৪৯১৮)।
যেসব আচার-আচরণের মধ্যদিয়ে দম্ভ-অহঙ্কারের প্রকাশ ঘটে তার অন্যতম হচ্ছে, তাচ্ছিল্য, বিদ্রƒপ, অবজ্ঞা ও অবমাননা। হাদিস শরীফে এইসব আচরণগত উপসর্গের দ্বারা অহঙ্কারকে সংজ্ঞায়িত করা হয়েছে। বিখ্যাত ফকীহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন : যার মধ্যে এক কণা পরিমাণ কিবির আছে সে জান্নাতে যাবে না। একজন জিজ্ঞাসা করলেন, মানুষ পছন্দ করে- তার কাপড়টা সুন্দর হোক, জুতাটা সুন্দর হোক? তিনি বললেন, আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্য তিনি পছন্দ করেন। কিবির হচ্ছে সত্যকে অস্বীকার করা আর মানুষকে তাচ্ছিল্য করা। (সহীহ মুসলিম : ৯১)।
একটু চিন্তা করলেই বোঝা যাবে, চেতনা-বিশ্বাস, কর্ম ও আচরণ সব ক্ষেত্রের জন্যই কত বিস্তৃত ও গভীর শিক্ষা এই হাদিসে আছে। শুধু এই একটি হাদিসের উপরও দীর্ঘ আলোচনা হতে পারে। এখানে শুধু এইটুকু নিবেদন করা উদ্দেশ্য যে, অবজ্ঞা-অবমাননা এবং বিদ্রƒপ ও তাচ্ছিল্য প্রদর্শনের ব্যাধি থেকে মুক্ত হতে না পারলে কোনো ব্যক্তি ও সমাজ কিছুতেই সভ্য-ভদ্র হতে পারে না।
মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মাদ (সা.) তাই বিশেষভাবে বিনয় ও নম্রতার শিক্ষা দান করেছেন। তাঁর নির্দেশ : আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছেন যে, তোমরা বিনয়ী হও। একে-অন্যের উপর জুলুম করবে না এবং একে অন্যের উপর বড়ত্ব জাহির করবে না। (সুনানে আবু দাউদ : ৪৮৯৫)। এই হাদিস কিছুটা সংক্ষিপ্ত আকারে সুনানে ইবনে মাজাহতেও আছে। ওখানে একথাও আছে যে, নবী (সা.) সাহাবায়ে কেরামের সম্মুখে এক খুৎবায় উপরের কথা বলেছিলেন। (দ্র. সুনানে ইবনে মাজাহ : ৪১৭৯)।
কুরআন মজীদের পরিষ্কার নির্দেশ : হে ঈমানদাররা! তোমাদের এক সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে তাচ্ছিল্য না করে। হতে পারে এরা ওদের চেয়ে ভালো। (তোমাদের) নারীদেরও এক শ্রেণি যেন অপর শ্রেণিকে তাচ্ছিল্য না করে। হতে পারে এরা ওদের চেয়ে ভালো। তোমরা পরস্পরকে দোষারোপ করো না। একে অপরকে মন্দ উপাধীতে আখ্যায়িত করো না। ঈমানের পর ফাসিক-নাম কতই না মন্দ! যারা তাওবা করে না, তারাই তো জালিম। (সূরা হুজুরাত : ১১)।
সমাজ-জীবনে শান্তি-শৃঙ্খলা ও সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষায় উপরোক্ত আচরণবিধি মেনে চলা যে কত জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। সভ্য-ভদ্র ব্যক্তিত্বের অধিকারী হওয়ার জন্য কথা-কাজে তুচ্ছ-তাচ্ছিল্যের প্রবণতা থেকে মুক্ত থাকা অতি প্রয়োজন। আল্লাহর রাসূল (সা.)-এর ইরশাদ : অর্থাৎ নিজ মুসলিম ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করার স্বভাব যদি কারো মধ্যে থাকে, তাহলে আর কিছু লাগবে না- খারাপি হিসেবে এটাই যথেষ্ট! (সহীহ মুসলিম : ২৫৬৪)।
ব্যক্তি ও সমাজ বড় হয় নির্মল বিশ্বাস ও যথার্থ কর্মের দ্বারা, অন্যকে তাচ্ছিল্য ও বিদ্রুপ করার দ্বারা নয়। কেউ যদি উন্নত কর্ম ও মার্জিত আচরণের পরিবর্তে অন্যের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন ও ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে বড় হতে চায় তাহলে সে আরো ছোট হয়ে যায়। তার রিক্ততা ও ক্ষুদ্রতাই আরো বেশি করে প্রকাশিত হয়ে পড়ে।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহবান তারেক রহমানের

কাল মস্কোতে বিজয় কুচকাওয়াজে যোগ দেবেন ২৯ জন বিদেশি নেতা

হুতিদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ভারতের তিন রাফালসহ ছয় বিমান ধ্বংস

আইএমএফ’র ঋণ : নত হচ্ছে না বাংলাদেশ

জীবিতদের নিকট মৃতব্যক্তির হক-৩

আকাশযুদ্ধে ধরাশায়ী রাফাল : আর্থিক ক্ষতির মুখে ফ্রান্সের দাসো

কী আছে ৩৭৫০ কোটি টাকার রাফালে?

‘ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত’

তৃতীয় পক্ষ নয়, কাশ্মীর ইস্যুতে সরাসরি পাকিস্তানের পক্ষেই যুদ্ধ করবে চীন -খাজা আসিফ

ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহবান বাংলাদেশের

পাকিস্তানের ডন-এর প্রতিবেদন : ভারত-পাকিস্তান উত্তেজনায় যুদ্ধের ঝুঁকি বাড়ছে

ভারতের এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয় -নিরাপত্তা উপদেষ্টা

গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার

পাকিস্তানের ভূখন্ডে ভারতের সামরিক হামলা গোটা অঞ্চলের শান্তির জন্য হুমকিস্বরূপ

একনেক শেষে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ : সাড়ে ৬ হাজার কোটি টাকার হিসাব না দিয়ে পালিয়েছে পিডি

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৭৯ ভারতীয় মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশইন

আ. লীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিলো ‘জুলাই ঐক্য’

সুশাসন ও স্বচ্ছতায় ঘুরে দাঁড়াবে দেশের আর্থিক খাত : গভর্নর

সোনাইমুড়ীতে কমিটির সদস্যদের বিরুদ্ধে মসজিদের ইমামকে পেটানোর অভিযোগ