বড়কে সম্মান ছোটকে স্নেহ
২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম

নবী (সা.)-এর পবিত্র সীরাত থেকে যে ভারসাম্যপূর্ণ শিক্ষা আমরা পাই তা হচ্ছে, তুচ্ছ-তাচ্ছিল্য নয়, তোষামোদ-চাটুকারিতাও নয়। আল্লাহ তাআলা যাকে যে পর্যায়ে রেখেছেন তার সাথে ওই রকম আচরণ করতে হবে। বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। সামাজিক জীবনে ছোট-বড়র পর্যায়গত অবস্থান এবং এ হিসেবে পারস্পরিক সৌজন্য ও শিষ্টাচার মেনে চলা কতো যে গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবে না। এর দ্বারা ভারসাম্য অটুট থাকে, শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সমাজ সুসংহত হয় এবং ব্যক্তি ও সমাজের আভিজাত্য রক্ষা পায়।
নবী (সা.)-এর পবিত্র সীরাতে দেখতে পাই- কীভাবে তিনি দৈনন্দিন জীবনের ছোট-ছোট বিষয়েও ছোট-বড়র সৌজন্য ও শিষ্টাচার রক্ষার তাকীদ করেছেন। বুখারী-মুসলিমসহ বিভিন্ন হাদিসের কিতাবে একটি প্রসিদ্ধ ঘটনা বর্ণিত হয়েছে যে, একটি প্রতিনিধিদল একটি অভিযোগ নিয়ে নবী (সা.)-এর কাছে এসেছিলেন। তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে সাহল (রা.) ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি কথা বলতে গেলে নবী (সা.) বলেছেন : বড়কে বলতে দাও, বড়কে বলতে দাও। তখন তিনি নীরব হয়ে যান এবং বড় দু’জন কথা বলেন। (সহীহ বুখারী : ৩১৭৩)।
জীবনের বিভিন্ন ঘটনায় রাসূলুল্লাহ (সা.)-এর এই তরবিয়াতের দরুন সাহাবীদের মধ্যে বড়র প্রতি শ্রদ্ধা ও ভদ্রতা রক্ষার মেযাজ তৈরি হয়েছিল। হযরত সামুরাহ ইবনে জুনদুব (রা.) বলেন : আল্লাহর রাসূল (সা.)-এর যামানায় আমি ছিলাম কিশোর। আমি তাঁর কাছ থেকে (ইলম ও সুন্নাহ শিখতাম এবং) স্মরণ রাখতাম। কিন্তু এরপরও শুধু এইজন্য কথা বলা থেকে বিরত থাকতাম যে, তাঁর মজলিসে আমার চেয়ে বয়সে বড়রা উপস্থিত থাকতেন...। (সহীহ মুসলিম : ৯৬৪)।
বয়সের দিক থেকে ছোট-বড়র ক্ষেত্রে যেমন সৌজন্য-শিষ্টাচার রক্ষা করা কর্তব্য তেমনি ইলম, তাকওয়া, দানশীলতা, বদান্যতা ইত্যাদি সদগুণের ক্ষেত্রে যারা বড় তাদের সাথেও আদব রক্ষা করা, আচার-ব্যবহারে বিনয়ী ও মার্জিত হওয়া কর্তব্য।
হাদিস ও সীরাতে এ প্রসঙ্গে অনেক শিক্ষণীয় বাণী ও ঘটনা আছে। সে সকল শিক্ষা ও নির্দেশনার সারকথা উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বর্ণিত এই হাদিস : আল্লাহর রাসূল (সা.) আমাদের আদেশ করেছেন আমরা যেন মানুষকে তার উপযুক্ত মর্যাদা ও অবস্থান দেই। (মুকাদ্দিমা সহীহ মুসলিম)। সমাজ-জীবনে এই নীতি অনুসৃত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা তৈরি হবে, আচার-আচরণে সংযম-সৌজন্যের বিস্তার ঘটবে, মেধা-মনন ও মানবীয় সদগুণসমূহ বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং পরস্পর সৌহার্দ্য-সম্প্রীতি তৈরি হবে।
বলার অপেক্ষা রাখে না যে, মানীর মান রক্ষা করা এবং কথা-কাজ সবক্ষেত্রে সীমারেখা মেনে চলা একটি সভ্য-সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সভ্য-ভদ্র, সুশীল-সজ্জন ব্যক্তিত্ব গঠনে এবং প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে মানবীয় সদগুণাবলির চর্চা ও বিকাশের কোনো বিকল্প নেই। দম্ভ-অহংকার, ব্যঙ্গ-বিদ্রƒপ, অশ্লীলতা-অশালীনতা, সংকীর্ণতা-সাম্প্রদায়িকতা, হিংসা-হাসাদ, হিংস্রতা পরশ্রীকাতরতা ইত্যাদি হীন ও বিধ্বংসী প্রবণতা থেকে মুক্ত হয়ে বিনয়-নম্রতা, সৌজন্য-শিষ্টাচার, ভদ্রতা-শালীনতা, উদারতা-সত্যবাদিতার মতো গুণাবলির বিস্তার ছাড়া ব্যক্তি ও সমাজ কিছুতেই সভ্য-ভদ্র হতে পারে না।
বর্তমান রুগ্ন পৃথিবী বারবার এ বার্তাই দিয়ে যাচ্ছে যে, পৃথিবী নামক এই গৃহের অধিবাসীদের সত্যিকারের মানুষ হতে হলে, মনুষ্যত্বের মর্যাদায় উপনীত হতে হলে, উন্নত মানবিকতার রৌদ্রালোকিত অঙ্গনে বিচরণ করতে হলে অবশ্যই ফিরে আসতে হবে ইসলামের দিকে; ইসলামের নবী, মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মাদ (সা.)-এর পবিত্র শিক্ষা ও জীবনাদর্শের দিকে। আজকের মুমূর্ষু-পৃথিবীর সুস্থতা ও রোগমুক্তির এছাড়া আর কোনো পথ নেই।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহবান তারেক রহমানের

কাল মস্কোতে বিজয় কুচকাওয়াজে যোগ দেবেন ২৯ জন বিদেশি নেতা

হুতিদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ভারতের তিন রাফালসহ ছয় বিমান ধ্বংস

আইএমএফ’র ঋণ : নত হচ্ছে না বাংলাদেশ

জীবিতদের নিকট মৃতব্যক্তির হক-৩

আকাশযুদ্ধে ধরাশায়ী রাফাল : আর্থিক ক্ষতির মুখে ফ্রান্সের দাসো

কী আছে ৩৭৫০ কোটি টাকার রাফালে?

‘ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত’

তৃতীয় পক্ষ নয়, কাশ্মীর ইস্যুতে সরাসরি পাকিস্তানের পক্ষেই যুদ্ধ করবে চীন -খাজা আসিফ

ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহবান বাংলাদেশের

পাকিস্তানের ডন-এর প্রতিবেদন : ভারত-পাকিস্তান উত্তেজনায় যুদ্ধের ঝুঁকি বাড়ছে

ভারতের এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয় -নিরাপত্তা উপদেষ্টা

গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার

পাকিস্তানের ভূখন্ডে ভারতের সামরিক হামলা গোটা অঞ্চলের শান্তির জন্য হুমকিস্বরূপ

একনেক শেষে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ : সাড়ে ৬ হাজার কোটি টাকার হিসাব না দিয়ে পালিয়েছে পিডি

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৭৯ ভারতীয় মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশইন

আ. লীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিলো ‘জুলাই ঐক্য’

সুশাসন ও স্বচ্ছতায় ঘুরে দাঁড়াবে দেশের আর্থিক খাত : গভর্নর

সোনাইমুড়ীতে কমিটির সদস্যদের বিরুদ্ধে মসজিদের ইমামকে পেটানোর অভিযোগ