ভূমি ও ভূখণ্ড আল্লাহর দান
২৭ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম

আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। এই ভূমি, এই আকাশ তাঁরই সৃষ্টি। তিনিই আমাদের সুযোগ দিয়েছেন এই ভূমিতে বসবাসের। তাই তাঁর শোকরগোযারি করা ভূমিবাসীর কর্তব্য। যুগে যুগে এই সত্যের দিকেই নবীগণ আহ্বান করেছেন মানবজাতিকে।
হযরত হূদ (আ.) ছিলেন কওমে আদের নবী। তিনি তাদেরকে বলেছেন : এবং স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিক বলিষ্ঠ ও হৃষ্টপুষ্ট করেছেন। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, তাহলে তোমরা সফল হবে। (সূরা আরাফ : ৬৯)।
তিনি আরো বলেছিলেন : হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁর দিকেই প্রত্যাবর্তন করো। তিনি তোমাদের উপর প্রচুর বারি বর্ষণ করবেন এবং আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। তোমরা মুখ ফিরিয়ে নিও না অপরাধি হয়ে। (সূরা হূদ : ৫২)।
হযরত ছালেহ (আ.) ছিলেন কওমে ছামূদের নবী। তিনি তাঁর কওমকে সম্বোধন করে বলেছেন : স্মরণ করো, আদি জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে ভূমিতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না। (সূরা আরাফ : ৭৪)।
অন্যত্র আছে : আমি ছামূদ জাতির নিকট তাদের ভাই ছালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়। তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদেরকে বসবাস করিয়েছেন। সুতরাং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করো অতঃপর তাঁর দিকেই প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটে, তিনি আহ্বানে সাড়া দেন। (সূরা হূদ : ৬১)।
আল্লাহর নবীগণ তাদের কওমকে যে সত্যের দিকে আহ্বান করেছিলেন তাতেই ছিল তাদের কল্যাণ ও প্রাচুর্য। যাঁরা সে সত্য গ্রহণ করেছেন তারা কল্যাণ ও প্রাচুর্য লাভ করেছেন। পক্ষান্তরে, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে তারা শুধু কল্যাণ থেকেই বঞ্চিত হয়নি, আল্লাহর গযবে নিপতিত হয়ে ভূ-পৃষ্ঠ থেকেই বিলুপ্ত হয়ে গেছে। এই সব বিবরণ কুরআন মজীদে এজন্যই দেয়া হয়েছে যেন মানুষ চিন্তা করে এবং আল্লাহর আযাবকে ভয় করে।
আল্লাহর খলীল হযরত ইবরাহীম (আ.) পবিত্র নগরী মক্কা মুকাররমার জন্য যে দু’আ করেছিলেন, আল্লাহ যেন সেই দু’আর কিছু বরকত আমাদের এই ভূখণ্ড এবং মুসলিম জাহানের অন্যান্য ভূখণ্ডেও দান করেন। হযরত ইবরাহীম (আ.) দু’আ করেছিলেন : হে আমার পালনকর্তা! এই নগরীকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমা-পূজা থেকে দূরে রাখুন।
হে আমার পালনকর্তা! এই সব প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সে-ই আমার দলভুক্ত। আর যে আমার অবাধ্য হবে তো তুমি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা ইবরাহীম : ৩৫-৩৬)।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

লজ্জাস্থানে হাত লাগলে অজু ভেঙে যাওয়া প্রসঙ্গে।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার নামে লুটপাট চলত ফ্যাসীবাদের আমলে — ডিসি আরেফীন

৯ মাস পর বেরোবির ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

উপযুক্ত জবাব দিয়েছি, ভারত উত্তেজনা না বাড়ালে আর পদক্ষেপ নয়: সানাউল্লাহ

পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি

টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, ১২০ কোটি টাকার জমিতে হতে যাচ্ছে স্কুল ও খেলার মাঠ

ভারত থেকে ‘পুশ-ইন’ অগ্রহণযোগ্য: নিরাপত্তা উপদেষ্টা

সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল সি. ভাইস চেয়ারম্যান রেজাউল

তারুণ্য ধরে রাখতে খাবার তালিকা পরিবর্তন

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : জেলা প্রশাসক

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩, গ্রেফতার ২

ছাগলনাইয়ায় গণ-অধিকার পরিষদের বর্ধিত সভা পন্ড!

দিনাজপুরে পড়াশুনার ফাঁকে নারীদের উপার্জন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
লাল বেনারসি এল শীতলজোড়ায় কিন্তু এল না বর : বিয়ের আগেই না ফেরার দেশে বাবলু

রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে অজ্ঞাত একটি লাশ উদ্ধার

কালীগঞ্জ জুলাই ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ এর চেক ও সঞ্চয়পত্র বিতরণ

জামায়াত নেতা আজহারুলের মুক্তি দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে