সৃষ্টির বৈচিত্র্যে স্রষ্টার পরিচয়-২
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
উদ্ভিদজগত মহান আল্লাহর আরেক অবাক করা সৃষ্টি। আল্লাহর সৃষ্ট উদ্ভিদজগতেও রয়েছে বিচিত্র্যের সমাহার। ভূবনজুড়ে রকমারি গাছপালা, তরুলতা, ফল-ফলাদি, পুষ্পরাজি, শস্য ও ফসলাদি সর্বত্রই ছড়িয়ে আছে অনন্য ও বিস্ময়কর বৈচিত্র্য। এসবের কোনোটা মাচায় চড়ানো থাকে, কোনোটা মজবুত কা-ের ওপর দাঁড়িয়ে থাকে আর কিছু হলো লতানো গাছ, যেগুলো মাটিতে ছড়িয়ে যায়।
তিনি সৃষ্টি করেছেন কতো রকমের ফলমূল। প্রত্যেক প্রকার ফলের স্বাদ ও ঘ্রাণ যেমন ভিন্ন, উপকারিতাও একেক রকম। আবার ফুল বাগানে ও জঙ্গলে ফুটে থাকে কতো হাজারো রকমের রঙ-বেরঙের ফুল। প্রতিটা ফুলের কী অপূর্ব ঘ্রাণ, মনমাতানো সৌরভ। তিনি আমাদের জন্য কতো শত প্রকারের শস্য ও সবজি সৃষ্টি করেছেন। সেগুলো খেয়ে আমাদের কতো রকম উপকার হয়। সবগুলো একই পানি, একই মাটি ও বাতাস, একই আবহাওয়ায় উৎপন্ন; তবুও প্রতিটির মধ্যে কতো বিস্তর পার্থক্য।
আল্লাহ তাআলা চান, বান্দা যেন সৃষ্টিকূলের মধ্যে চিন্তা-ভাবনা করে সৃষ্টিকর্তার যথাযথ পরিচয় লাভের চেষ্টা করে। তাই কুরআন কারীমে ইরশাদ করেছেনÑ ‘তুমি কি দেখ না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন। তারপর আমি তা দ্বারা বিচিত্র বর্ণের ফল-ফলাদি উৎপন্ন করেন।’ (সূরা ফাতির, ২৭) অন্যত্র ইরশাদ করেনÑ ‘আল্লাহ তিনি, যিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন, (যার মধ্যে) কতক (লতাযুক্ত, যা) মাচা আশ্রিত এবং কতক মাচা আশ্রিত নয়। এবং (সৃষ্টি করেছেন) খেজুর গাছ, বিভিন্ন স্বাদের খাদ্যশস্য, যায়তুন ও আনার, যা পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং সাদৃশ্যবিহীনও।’ (সূরা আনআম, ১৪১)
নিকষ কালো রাতের অবসান হলে ভোরের উদয় হয়। সকালের হৃদয় জুড়ানো স্নিগ্ধ কোমল আলো-হাওয়া পুরো জগতে সৃষ্টি করে এক কর্মচাঞ্চল্য। ধীরে ধীরে সূর্য কিরণ ছড়াতে থাকে। দিনভর আলোকজ্জ্বল চারপাশ। তারপরে সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ে। দিনের শেষভাগে প্রকৃতি আবার হয়ে ওঠে নয়নাভিরাম। সন্ধ্যা নেমে আসে, আঁধার ছেয়ে যায়, পুনরায় রাতের আগমন হয়। দিবা-রাত্রির এই অল্প সময়ের মধ্যে কতো পরিবর্তন, কতো বৈচিত্র্য। আবার বছর জুড়ে ঋতুর কতো বিবর্তন। প্রকৃতিতে কী অপরূপ নৈপুণ্যের ছোঁয়া।
মহান সৃষ্টিকর্তা তাঁর কুদরতের অজস্র নিদর্শন ছড়িয়ে রেখেছেন প্রকৃতির পরতে পরতে। বান্দাকে কতোভাবে তা দেখিয়েছেন, বুঝিয়েছেন। কুরআন কারীমে ইরশাদ করেনÑ ‘(তাছাড়া) রাত-দিনের পরিবর্তনের মধ্যে, আল্লাহ আকাশ থেকে জীবিকার যে মাধ্যম অবতীর্ণ করেছেন, তারপর তা দ্বারা ভূমিকে তার মৃত্যুর পর নতুন জীবন দান করেছেন, তার মধ্যে এবং বায়ু পরিবর্তনের মধ্যে বহু নিদর্শন আছে সেইসব লোকের জন্য, যারা বোধশক্তিকে কাজে লাগায়।’ (সূরা জাছিয়া, ৫)
অন্যত্র ইরশাদ করেনÑ ‘নিশ্চয়ই আকাশম-ল ও পৃথিবীর সৃজনে ও রাত-দিনের পালাক্রমে আগমনে বহু নিদর্শন আছে বুদ্ধিমানদের জন্য।’ (সূরা আলে ইমরান, ১৯০) সুতরাং বুদ্ধিমত্তার পরিচয় হলো, সৃষ্টির বিচিত্র-বিস্ময় দেখে স্রষ্টার যথাযথ পরিচয় লাভের চেষ্টা করা। ঈমানকে মজবুত করে তোলা। সৃষ্টিকর্তার নিআমতরাজি দেখে তাঁর ক্ষমতা ও মহত্বের আশ্রয় গ্রহণ করা। আর সর্বোপরি কৃতজ্ঞচিত্তে তাঁর সব বিধিবিধান পরিপূর্ণরূপে পালনে যতœবান হওয়া।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে এখনো স্বাভাবিক হয়নি ট্রাফিক পুলিশের কার্যক্রম, সড়কে জনদুর্ভোগ
বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১০ আসামি
শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মধুপুরে মোটরসাইকেল পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইমাম ও মোয়াজ্জিন নিহত
নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত, আহত ৪
ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে ফিলিপিনে ফিরলেন মেরি ভেলোসো
কোটচাঁদপুর থেকে ৮ জুয়াড়ি যৌথ বাহিনীর হাতে আটক
পাকিস্তান থেকে এবার দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ
স্বৈরাচারের দোসর নজিবুর ৩ দিনের রিমান্ডে
পশ্চিমবঙ্গে চিন্ময়ের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের
মোরেলগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ
ট্রাম্পের শুল্ক হুমকির প্রেক্ষিতে কানাডার সীমান্ত সুরক্ষায় নতুন পদক্ষেপ
কনসার্ট প্রসঙ্গে রাহাতের ভিডিও বার্তা, যা বললেন তিনি
ইজতেমার দুপক্ষের দ্বন্দ্ব সমাধানে যা বললেন হাসনাত আবদুল্লাহ
চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহতের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা
সিরিয়ার রিজার্ভ প্রায় শূন্য হলেও অক্ষত ২৬ টন সোনার মজুত
লেবানন থেকে আরও ৯৪ বাংলাদেশি দেশে ফিরেছে
এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে পাঁচ ফিলিস্তিনির মামলা
ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সালথায় পতিত জমিতে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ