সৃষ্টির বৈচিত্র্যে স্রষ্টার পরিচয়-২
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
উদ্ভিদজগত মহান আল্লাহর আরেক অবাক করা সৃষ্টি। আল্লাহর সৃষ্ট উদ্ভিদজগতেও রয়েছে বিচিত্র্যের সমাহার। ভূবনজুড়ে রকমারি গাছপালা, তরুলতা, ফল-ফলাদি, পুষ্পরাজি, শস্য ও ফসলাদি সর্বত্রই ছড়িয়ে আছে অনন্য ও বিস্ময়কর বৈচিত্র্য। এসবের কোনোটা মাচায় চড়ানো থাকে, কোনোটা মজবুত কা-ের ওপর দাঁড়িয়ে থাকে আর কিছু হলো লতানো গাছ, যেগুলো মাটিতে ছড়িয়ে যায়।
তিনি সৃষ্টি করেছেন কতো রকমের ফলমূল। প্রত্যেক প্রকার ফলের স্বাদ ও ঘ্রাণ যেমন ভিন্ন, উপকারিতাও একেক রকম। আবার ফুল বাগানে ও জঙ্গলে ফুটে থাকে কতো হাজারো রকমের রঙ-বেরঙের ফুল। প্রতিটা ফুলের কী অপূর্ব ঘ্রাণ, মনমাতানো সৌরভ। তিনি আমাদের জন্য কতো শত প্রকারের শস্য ও সবজি সৃষ্টি করেছেন। সেগুলো খেয়ে আমাদের কতো রকম উপকার হয়। সবগুলো একই পানি, একই মাটি ও বাতাস, একই আবহাওয়ায় উৎপন্ন; তবুও প্রতিটির মধ্যে কতো বিস্তর পার্থক্য।
আল্লাহ তাআলা চান, বান্দা যেন সৃষ্টিকূলের মধ্যে চিন্তা-ভাবনা করে সৃষ্টিকর্তার যথাযথ পরিচয় লাভের চেষ্টা করে। তাই কুরআন কারীমে ইরশাদ করেছেনÑ ‘তুমি কি দেখ না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন। তারপর আমি তা দ্বারা বিচিত্র বর্ণের ফল-ফলাদি উৎপন্ন করেন।’ (সূরা ফাতির, ২৭) অন্যত্র ইরশাদ করেনÑ ‘আল্লাহ তিনি, যিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন, (যার মধ্যে) কতক (লতাযুক্ত, যা) মাচা আশ্রিত এবং কতক মাচা আশ্রিত নয়। এবং (সৃষ্টি করেছেন) খেজুর গাছ, বিভিন্ন স্বাদের খাদ্যশস্য, যায়তুন ও আনার, যা পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং সাদৃশ্যবিহীনও।’ (সূরা আনআম, ১৪১)
নিকষ কালো রাতের অবসান হলে ভোরের উদয় হয়। সকালের হৃদয় জুড়ানো স্নিগ্ধ কোমল আলো-হাওয়া পুরো জগতে সৃষ্টি করে এক কর্মচাঞ্চল্য। ধীরে ধীরে সূর্য কিরণ ছড়াতে থাকে। দিনভর আলোকজ্জ্বল চারপাশ। তারপরে সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ে। দিনের শেষভাগে প্রকৃতি আবার হয়ে ওঠে নয়নাভিরাম। সন্ধ্যা নেমে আসে, আঁধার ছেয়ে যায়, পুনরায় রাতের আগমন হয়। দিবা-রাত্রির এই অল্প সময়ের মধ্যে কতো পরিবর্তন, কতো বৈচিত্র্য। আবার বছর জুড়ে ঋতুর কতো বিবর্তন। প্রকৃতিতে কী অপরূপ নৈপুণ্যের ছোঁয়া।
মহান সৃষ্টিকর্তা তাঁর কুদরতের অজস্র নিদর্শন ছড়িয়ে রেখেছেন প্রকৃতির পরতে পরতে। বান্দাকে কতোভাবে তা দেখিয়েছেন, বুঝিয়েছেন। কুরআন কারীমে ইরশাদ করেনÑ ‘(তাছাড়া) রাত-দিনের পরিবর্তনের মধ্যে, আল্লাহ আকাশ থেকে জীবিকার যে মাধ্যম অবতীর্ণ করেছেন, তারপর তা দ্বারা ভূমিকে তার মৃত্যুর পর নতুন জীবন দান করেছেন, তার মধ্যে এবং বায়ু পরিবর্তনের মধ্যে বহু নিদর্শন আছে সেইসব লোকের জন্য, যারা বোধশক্তিকে কাজে লাগায়।’ (সূরা জাছিয়া, ৫)
অন্যত্র ইরশাদ করেনÑ ‘নিশ্চয়ই আকাশম-ল ও পৃথিবীর সৃজনে ও রাত-দিনের পালাক্রমে আগমনে বহু নিদর্শন আছে বুদ্ধিমানদের জন্য।’ (সূরা আলে ইমরান, ১৯০) সুতরাং বুদ্ধিমত্তার পরিচয় হলো, সৃষ্টির বিচিত্র-বিস্ময় দেখে স্রষ্টার যথাযথ পরিচয় লাভের চেষ্টা করা। ঈমানকে মজবুত করে তোলা। সৃষ্টিকর্তার নিআমতরাজি দেখে তাঁর ক্ষমতা ও মহত্বের আশ্রয় গ্রহণ করা। আর সর্বোপরি কৃতজ্ঞচিত্তে তাঁর সব বিধিবিধান পরিপূর্ণরূপে পালনে যতœবান হওয়া।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বিমান হামলায় নিহত গাজার দুঃখের প্রতিক খালেদ নাভান
পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়
অস্ট্রেলিয়ার রেডিও উপস্থাপক অ্যালান জোনসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে নিহত অন্তত ৩৪
বিচারকার্য ত্বরান্বিত করতে হুঁশিয়ারি ঢাবির শিবির সভাপতির
মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান
`বাংলাদেশ` লেখা ব্যাগ নিয়ে লোকসভার অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধী
ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে
ইবিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ
মস্কোতে জেনারেলের হত্যা , রাশিয়ার যুদ্ধ বাস্তবতায় নতুন বার্তা
অল্প পুঁজি নিয়েও বল হাতে বাংলাদেশের দুর্দান্ত শুরু
ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ২০ আইনপ্রণেতা
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক তুর্কি ড্রোন: দিল্লিকে সতর্ক করল মেঘালয় সরকার
টঙ্গী ইজতেমা ময়দানে ব্যাপক সংঘর্ষ, নিহত ২
ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩১ ফিলিস্তিনি, অস্ত্রবিরতি আলোচনা চলছে
বাংলাদেশকে রেকর্ড সংখ্যক ভিসা দিচ্ছে সৌদি আরব
৩ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
৫ কর্মদিবসের মধ্যে জাকসু নির্বাচনের রোডম্যাপ
বগুড়ায় কন্যার প্রেমিকের ছুরিতে নিহত পিতা