রমজান মাস : ইবাদতের বসন্তকাল-৩
০৫ মার্চ ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ০৫ মার্চ ২০২৫, ১২:০৫ এএম

পুরো রমজানই রহমত-মাগফিরাতের মাস। তবে কিছু কিছু মুহূর্তে বান্দার প্রতি তা প্রবল বেগে ধাবিত হয়। ইফতারের সময়টিও এমন। তাই এ সময়ের দুআ আল্লাহপাক বিশেষভাবে কবুল করেন। নবীজী বলেন, ইফতারের সময় রোজাদারের অন্তত একটি দুআ এমন, যা ফিরিয়ে দেয়া হয় না। (সুনানে ইবনে মাজাহ, হাদিস-১৭৫৩) অর্থাৎ কমপক্ষে একটি দুআ অবশ্যই কবুল হয়। সুতরাং এ সময় নিজে দুআ করি, ঘরের নারীদেরও শরীক করি।
ইফতারের সময় হাদিস শরীফে এ দুআ পড়ার কথা এসেছে, ‘আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু’। অর্থাৎ, আয় আল্লাহ! আপনার সন্তুষ্টির উদ্দেশেই রোজা রেখেছি এবং আপনার রিযিক দিয়েই ইফতার করেছি। (সুনানে আবু দাউদ, হাদিস-২৩৫৮; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস-৯৭৪৪)
রোজাদারকে ইফতার করাই। রোজাদারকে ইফতার করানো অনেক বড় সওয়াবের আমল। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে সে ওই রোজাদারের সমান সওয়াব লাভ করবে। আর এতে ওই রোজাদারের সওয়াবে কোনো কম করা হবে না। (জামে তিরমিযী, হাদিস-৮০৭)
রমজান মাসের বিশেষ একটি আমল হচ্ছে তারাবীর নামায আদায় করা। নারী-পুরুষ উভয়ের জন্য তা সুন্নতে মুআক্কাদাহ। তারাবীতে কালামুল্লাহ সাথে বান্দার বিশেষ সম্পর্ক স্থাপিত হয় এবং এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়। নবীজী (সা.) বলেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের প্রত্যাশা নিয়ে কিয়ামে রমজান আদায় করবে তার বিগত গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। (সহিহ বুখারী- ২০০৯)
সাহরীর জন্য একটু আগে উঠি : তাহাজ্জুদে অভ্যস্ত হতে চেষ্টা করি। তাহাজ্জুদ অত্যন্ত ফযীলতপূর্ণ আমল। কুরআনে কারীমে নবী কারীম (সা.)-কে তাহাজ্জুদের বিশেষ হুকুম করা হয়েছে। তাহাজ্জুদের সময় তথা রাতের শেষ ভাগে আল্লাহর রহমত বান্দার প্রতি নিবিষ্ট থাকে। এ সময় বান্দার উচিত রবের ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদের সালাতে মশগুল হওয়া। নবীজী (সা.) বলেছেন, ফরয নামাযের পর মধ্যরাতের নামায সর্বোত্তম। (সহিহ মুসলিম, হাদিস-১১৬৩) রমজানের এক মাস যদি সাহরীতে একটু আগে উঠে নিয়মিত তাহাজ্জুদ আদায় করি, তাহলে বাকি এগারো মাস সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। (ইন শা আল্লাহ)
রমজান কুরআন নাযিলের মাস, কুরআনের সাথেই কাটুক রমজান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রমজান মাস, যাতে কুরআন নাযিল হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়েতের দিশারী, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্যাসত্যের পার্থক্যকারী। অতএব, তোমাদের যে এ মাস লাভ করবে, সে যেন তাতে অবশ্যই রোজা রাখে। (সূরা বাকারা-১৮৫)
সুতরাং রমজানে রুটিন করে কুরআন তিলাওয়াত করি; নিজ পরিবার ও পরিবেশে প্রতিযোগিতার সাথে কুরআন তিলাওয়াতের পরিবেশ তৈরি করি। ঘরের নারীদের তিলাওয়াতের সময় বের করতে সাহায্য করি। তিলাওয়াতের পাশাপাশি সংক্ষিপ্ত নির্ভরযোগ্য কোনো তাফসীর থেকে অল্প অল্প পড়তে চেষ্টা করি। যাদের এখনো সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াত শেখার সুযোগ হয়নি, তারা রমজান থেকেই এ মেহনত শুরু করি।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

ঘটনাস্থলে দেরিতে যাওয়ায় পুলিশের মাথা ফাটিয়ে দিলেন দোকানী

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মাওলানা মামুনুল হক

বৃষ্টিস্নাত দিনে মোহামেডানের হার, জয়ের শীর্ষস্থান মজবুদ আবাহনীর

চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ৩ ছিনতাইকারী আটক

ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ৩৯ বস্তা সরকারি চাল জব্দ, ১ জনকে জরিমানা

দাউদকান্দির বানিয়াপাড়ার দরবার শরীফে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে

সুনামগঞ্জে ৪ দফা দাবি নিয়ে বিএনপির মানববন্ধন

২৩ এপ্রিল ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি গণসংহতি আন্দোলনের

চুয়াডাঙ্গার সদর উপজেলায় খরিপ মৌসুমে ১০৬৮০ জন কৃষক পাচ্ছেন ৭৯ লাখ ৭৫ হাজার ৪৪৫ টাকার প্রণোদনার বীজ সার

চুয়াডাঙ্গার ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে- বিএনপি

‘র’ এর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

কিমিয়া সাদাত কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী

মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করতে ভারতকে আহ্বান বাংলাদেশের

পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ

মেয়ে সন্তানের জন্য একের অধিক ছাগল দিয়ে আকিকা করা প্রসঙ্গে।

সখিপুরে গৃহবধূ হত্যার ১২ ঘন্টার মধ্যে প্রধান আসামী গ্রেফতার