রাসূলুল্লাহ (সা.) এর মুহাব্বাত ও ইয়াযীদপ্রীতি একসাথে থাকতে পারে না- মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
৩০ জুলাই ২০২৩, ০৩:৪১ পিএম | আপডেট: ৩০ জুলাই ২০২৩, ০৩:৪১ পিএম
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, শোহাদায়ে কারবালা আমাদের ঈমানী চেতনার অন্যতম উৎস। যে চেতনায় রয়েছে মুমিনের দুনিয়া ও আখেরাতের মুক্তির দিশা। জান্নাতি যুবকদের সরদার হোসাইন (রা.) এর জীবনাদর্শ, ত্যাগ, মসনদের বিপরীতে হককে প্রতিষ্ঠিত করতে দৃশ্যমান পরাজয় মেনেও শির নত না করার শিক্ষা পাওয়া যায়, মরেও অমর হওয়ার শিক্ষা পাওয়া যায়।
তিনি আরও বলেন, হাজার বছর ধরে মুসলমানরা হযরত হোসাইন (রা.)- কে হকের পথে থাকার প্রবাদপুরুষ হিসেবে মেনে যুলম ও মিথ্যার বিরুদ্ধে উঁচু শিরে লড়াইয়ের সবক গ্রহণ করে আসছে। অন্যদিকে ইয়াযীদ মদ্যপ ও যালিম ক্ষমতালোভীদের পূর্বপুরুষ হিসেবে চর্চিত হয়ে আসছে। কিন্তু আফসোসের বিষয় হলো, এ সমাজে এখনো কিছু ইয়াযীদি দোসর হোসাইন (রা.)-কে কারবালার প্রেক্ষাপটে দোষী সাব্যস্ত করে, এমনকি ইয়াযীদের ভালোবাসায় কিয়ামতের দিন ইয়াযীদের সঙ্গী হওয়ার ইচ্ছা পোষণ করে। আহলে বাইতের প্রতি শত্রæতা রেখে নবীর ভালোবাসা হাসিল অসম্ভব। অভিন্ন হৃদয়ে রাসুলুল্লাহ (সা.) এর মুহাব্বাত ও ইয়াযীদপ্রীতি থাকতে পারে না। শনিবার বিকেলে, রাজধানীর খিলগাঁওয়ের ফুলতলী কমপ্লেক্সে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর আয়োজিত ‘কারবালা ও আহলে বাইত : ঈমানী চেতনার আলোকবর্তিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আশুরার ইতিহাসের ক্ষেত্রে কারবালার ঘটনা সবচেয়ে হৃদয়বিদারক এবং আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। ইমাম হোসাইন (রা.) যালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সবচেয়ে বড় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বিপরীতে ইয়াযীদবাহিনী যুগের পর যুগ ধরে ইতিহাসে নিন্দিত ও লাঞ্চিত। এমনকি ইয়াযীদ নামটি সাধারণ মানুষের মনে সবচেয়ে ঘৃণিত গালিতে রূপান্তরিত হয়েছে। ঢাকা মহানগরীর সভাপতি ইমাদ উদ্দীন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান চৌধুরী সামাদ এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, ঢাকা মহানগর আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হাসান। শাখা সহ-সাধারণ সম্পাদক উবায়দুর রহমান শাহান এর স্বাগত বক্তব্যে সূচিত সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহীদ আহমদ, লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসা খিলগাঁওয়ের প্রধান মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দীন শরিফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান বাপ্পী, মুসলেহ উদ্দীন কাওছার, প্রচার সম্পাদক কাওসার আহমদ, অর্থ সম্পাদক হাসান আহমদ, সহ-অফিস সম্পাদক আবুল হাসান চৌধুরী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিদ্দীকুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম এবং মহানগরীর আওতাধীন বিভিন্ন থানা ও কলেজ শাখার দায়িত্বশীলবৃন্দ।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের কুশল বিনিময়
সিঙ্গেল সিটের দাবিতে গভীর রাতেও হলের বাইরে ছাত্রীরা
ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার অতিক্রম করলো
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি
‘আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা’
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের