যে আল্লাহর প্রতি ঈমান রাখে সে যেন জবানের হেফাজত করে-২
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ এএম
জবানের দ্বারা মানুষ যে সমস্ত গুনাহ করে থাকে তার মধ্যে একটি হলো মিথ্যা কসম করা। কসম করা হয় কাউকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য। কথার তাকিদ করার জন্য। নিজের কথা বা কাজের সুসত্যতা প্রমাণের জন্য। অথবা প্রমাণবিহীন বিষয়ে কসমকে প্রমাণ স্বরূপ পেশ করার জন্য। এখন যার মাধ্যমে সত্য সুপ্রমাণিত করা হয়, সেটির ভিত্তি যদি হয় মিথ্যার উপর তখন এটি কতো মারাত্মক অন্যায় বলে গণ্য হয়! তাছাড়া কসম হয় আল্লাহর নামে। মিথ্যা, আবার আল্লাহর নাম নিয়ে মিথ্যা! ‘চুরি আবার সিনাজুরি’!! এটি চ‚ড়ান্ত পর্যায়ের অন্যায়।
এ কারণেই আল্লাহ তাআলা অতি কঠোর ভাষায় এর নিন্দা করেছেনÑ ‘যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রæতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না; তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।’ (সূরা আলে ইমরান, ৭৭) মিথ্যা কসম যেখানে আল্লাহর কাছে এতো বড় অন্যায়, সেখানে কীভাবে আমরা গুরুত্বহীনভাবে কোনো কোনো সময় মিথ্যা কসম করে ফেলি?
অনেক সময়ই এমন হয়- এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলছে তো সামান্য একটি অপ্রয়োজনীয় কথা বিশ্বাস করানোর জন্য মিথ্যা কসম করে ফেলে। তেমনি তুচ্ছ কোনো বস্তু নিজের প্রমাণ করার জন্য বা অন্যের নয়- এ কথা প্রমাণ করার জন্য আমরা জেনে-বুঝে মিথ্যা কসম করে ফেলি। অথচ এটা কতো বড় অন্যায় এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ।
হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কেউ যদি (মিথ্যা) কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক কেটে দেয় (মিথ্যা কসমের মাধ্যমে কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করে) আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এ কথা শুনে এক সাহাবী বললেন, যদি সামান্য বস্তুর ক্ষেত্রে এমনটি ঘটে? নবীজী বললেন, হ্যাঁ, যদি আরাকের (এক প্রকার গাছ) সামান্য একটি ডালও হয়। (সহীহ মুসলিম : ১৩৭)
জবানের অনিষ্ট হতে বাঁচতে হলে সব সময় মনে রাখতে হবে, আমার সব কথা লিপিবদ্ধ হচ্ছে, আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে- এ কথা অন্তরে যতো সতেজ রাখব ততো জবানের অনিষ্ট হতে বাঁচতে পারব। সাথে সাথে মনে রাখি : আমি মুসলিম, আর প্রকৃত মুসলিম সেই... ‘মুসলিম সেই, যার জবান ও হাত থেকে অপরাপর মুসলিম নিরাপদ থাকে।’ (সহীহ বুখারী : ১০) জবানের অনিষ্ট হতে বাঁচতে হলে আরো কিছু বিষয় খেয়াল রেখে চলা অপরিহার্য। নিচে এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করা হলোÑ
সদা সত্য বলব, সত্যের ঠিকানা জান্নাত। হাদিস শরীফে এসেছে : সদা সত্য বলো, কেননা সত্য ভালো কাজের পথে পরিচালিত করে। আর ভালো কাজ জান্নাতে নিয়ে যায়। ব্যক্তি সত্য বলতে থাকে এবং সত্যবাদীতার চেষ্টায় থাকে একপর্যায়ে আল্লাহর খাতায় ‘ছিদ্দীক’ (চির সত্যবাদী) নামে লিপিবদ্ধ হয়ে যায়। (সহীহ বুখারী : ৬০৯৪)
অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা। মুমিনের গুণই হলো, অহেতুক বিষয় থেকে বিরত থাকে। পবিত্র কোরআনে মুমিনের গুণের কথা বলতে গিয়ে বলা হয়েছেÑ ‘যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে।’ (সূরা মুমিনূন, ৩) হাদিস শরীফে উল্লেখ হয়েছে : ব্যক্তি ভালো মুসলিম হওয়ার একটি বৈশিষ্ট্য হলো, অনর্থক কাজ থেকে বিরত থাকা। (জামে তিরমিযী : ২৩১৭)
আল্লাহ অসন্তুষ্ট হন এমন কথা বলা যাবে না। নবীজীর সন্তান ইবরাহীম ইন্তেকাল করলে নবীজী কাঁদছিলেন। আবদুর রহমান ইবনে আউফ (রা.) বললেন, আল্লাহর রাসূল! আপনিও...? (আপনিও কাঁদছেন) তখন নবীজী বললেন, হে ইবনে আউফ!... চোখ থেকে অশ্রæ ঝরবেই, হৃদয় ব্যথিত হবেই। কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হন এমন কথা আমরা বলব না। (সহীহ বুখারী : ১৩০৩)
জিহŸাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখা উচিত। এক সাহাবী নবীজীর কাছে জিজ্ঞেস করলেন, ইসলামের বিধান তো অনেক; আমাকে এমন একটি আমলের কথা বলে দিন, যা আমি গুরুত্ব সহকারে পালন করব। নবীজী (সা.) বললেন : তোমার জবান যেন সদা আল্লাহর যিকির দ্বারা সতেজ থাকে। (জামে তিরমিযী : ৩৩৭৫)
ভালো কথা বলব অথবা চুপ থাকব। হাদিস শরীফে এসেছে : যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। (সহীহ বুখারী : ৬০১৮) আল্লাহ আমাদের জবানের যাবতীয় অনিষ্ট হতে রক্ষা করুন। এ নিআমতকে ভালো কাজে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তাওফিক দিন। (আমীন)
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি