প্রশ্ন: শাওয়াল মাসঃ নফল ছয় রোজার গুরুত্ব ও ফজিলত কি?
১৭ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম

উত্তর : রমজান মাসের শেষ দিনে পশ্চিমাশে ভেসে উঠে শাওয়ালের বাকা চাদঁ।শাওয়ালের চাদঁ মানে ঈদের চাদঁ। ঈদ মানে মুসলিম জাতির মহা সম্মেলন। এই দিনে মুসলিম জাতি একত্রিত হওয়ার গৌরব অর্জন করেন। আবার ফিতর শব্দের অর্থ রোজা ভাঙ্গা।ঈদুল ফিতর অর্থ হচ্ছে,রোজা বা সিয়াম শেষ হওয়ার আনন্দ,আল্লাহর অনুগহ্র,নিয়ামত উপভোগ করার আনন্দ।
আল্লাহর নির্দেশে বিশ^ নবী (দ) মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন।হযরত আনাস (রা) থেকে বর্নিত,মহা নবী (দ) যখন হিজরত করে মদিনায় আসেন,তখন দেখেন যে,সেখানকার লোকেরা বছরে দুদিন(নওয়াজ ও মেহেরজন) আনন্দ করে,খেলা ধুলা করে।মহা নবী (দ) বলেন,আল্লাহ তাআলা তোমাদের এ দুদিনের পরিবর্তে আরও অধিক উত্তম ও কল্যাণ কর দুটি দিন দিয়েছেন। ঈদুল আজহা ও ঈদুর ফিতর’। (আবু দাউদ)।দ্বিতীয় হিজরী সনে রাসুল (দ) ঘোষনা করেন,‘সব জাতিরই ঈদ বা উৎসবের দিন থাকে,এটা আমাদের ঈদ’।(বুখারী)।
শাওয়াল একটি আরবী শব্দ। অর্থ হলো,উচু করা,উন্নত করা,উন্নত ভুমি,পুর্ণতা ফলবর্তী,পাল্লা ভারী হওয়া,গৌরব করা,বিজয়ী হওয়া,প্রার্থনায় হস্ত উত্তোলন করা বা ভিক্ষায় হস্ত প্রসারিত করা। শাওয়াল মাসের আমল দ্বারা উন্নতি লাভ,নেকীর পাল্লা ভারী,গৌরব অর্জন ও সাফল্য আসে। মহান আল্লাহর ফরজ ইবাদত আদায় করার নির্দেশ দিয়েছেন। এরশাদ হচ্ছে,‘যখন তুমি (ফরজ) দায়ীত্ব সম্পুণ করবে,তখন উঠে দাড়াও এবং (নফলের মাধ্যমে)তোমার রবের প্রতি মনোযোগি হও’।শাওয়াল মাসে মিসওয়াক করা,গোসল করা,পবিত্র ও উত্তম কাপড় পরিধান।করা,সুগন্ধি ব্যবহার করা,শরিয়ত মোতাবেক সুসজ্জিত হওয়া,ইদগাহে এক পথ দিয়ে যাওয়া ও অন্য পথ দিয়ে আসা,ইদগাহে তাড়া তাড়ি যাওয়া,ইদগাহে হেটে যাওয়া, ঈদের নামাজ ঈদগাহে পড়া,ইদগাহে যাওয়ার পথে নি¤œ স্বরে তাকবির পড়া,ঈদের নামাজে যাওয়ার সময় বিজোড় সংখ্যক খেজুর বা মিষ্টান্ন দ্রব্য খাওয়া,মনোযোগ নিয়ে খুৎবাহ শোনা এবং কায়মনো বাক্যে দোয়া করা,আতœীয়- স্বজনের খোজ কবর নেওয়া,ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করা সুন্নত। শাওয়াল,হিজরী সনের দশম মাস।মাহে রমজানের ফরজ রোজা পালনের পর,ইদুল ফিতরের দিন ব্যতীত এ মাসে নফল ইবাদতের খুবেই গুরুত্ব রয়েছে। এ মাসে ছয়টি রোজা রাখা সুন্নত। হযরত রাসুল (দ) বলেন,যারা রমজানের ফরজ রোজা পালন করে এবং শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে,তারা যেন পুর্ণ বছরই রোজা পালন করে।(মুসলিম)।শাওয়ালের ছয়টি রোজা একাধারে বা বিরতি দিয়েও রাখা যায়। তবে আলাদা আলাদা ভাবে রাখাই উত্তম। যদি কোন ব্যক্তি বিনা ওজরে রমজানের রোজা কাযা হয়,তবে আগে রমজানের কাযা রোজা আদায় করে,তারপর শাওয়ালের রোজা রাখবে। যদি সংগত কারনে রমজানের কিছু রোজা কাজা হলে,যেমন সফরে,অসুস্থতা বা নারীদের ঋতু¯্রাব বা সন্তান প্রসবের কারনে রোজা কাজা হলে সে গুলো শওয়ালের রোজার আগে আদায় করে নিলেও হাদিসে বর্ণিত ছয় রোজার ফজিলত লাভ করবে। হযরত আয়েশা (রা) বলেন,আমার ওপর রমজানের যে কাজা রোজা বাকি থাকত,তা পরবতী সাবান মাস ব্যতিত আমি আদায় করতে পারতাম না।(বুখারী)। উম্মুল মোমেনিন (রা) বলেন,বিয়ে শাদী শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববিতে হয়েছিল। ছয় রোজা শাওয়ালে মাসের বিশেষ সুন্নত’। (মুসলিম)। রমজানের কাজা রোজা সর্ম্পকে আল্লাহ বলেন,‘তোমাদের মধ্যে যে সুস্থ থাকবে কিংবা সফরে থাকবে সে (রমজানের পর) অন্য দিনগুলোতে রোজা পালন করবে’।(সুরা বাকারাহ)। আল কোরআন ও হাদীস দ্বারা প্রমানিত যে রমজানে ছুটে যাওয়া কাজা রোজা পরবর্তী রমজান আসার পুর্বে যে কোন মাসে আদায় করা যাবে।বিশ^ নবী (দ) শাওয়ালের রোজা গুলো আদায় করার ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন।তিনি নিজেও শাওয়াল মাসের ছয় রোজা রাখতেন এবং সাহাবীদেরকে তা পালনে উৎসাহ দিতেন।প্রতিটি নেক কাজেই আল্লাহর নেয়ামত রয়েছে। আল্লাহ বলেন,‘কেউ কোন সৎকাজ করলে সে তার ১০গুন সওয়ার পাবে’। বিশ^ নবী (দ) বলেন,আমাদের মহান রব এরশাদ করেন,রোজা হলো ঢাল স্বরুপ। বান্দা এর মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহ বলেন,রোজা আমার জন্যই, আমিই এর পুরুস্কার দিব’।
পরিশেষে বলতে চাই যে,রমজানের ফরজ রোজা পালন শেষে শাওয়াল মাসে ছয়টি রোজা পালন করা সুন্নত। এ ছয়টি রোজা পালন করলেই সারা বছরেই রোজার সওয়াব পাওয়া সম্ভব। সে হিসাবে প্রত্যেক মোমেন বান্দার শাওয়াল মাসের ছয়টি রোজা পালন করা উচিৎ। মহান আল্লাহ পুর্ণ আনুহত্য প্রকাশের মাধ্যমে জীবনের পাপের বোঝা হালকা করি।
উত্তর দিচ্ছেন: আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক আরবী,গ্রন্থকার
বিভাগ : ইসলামী প্রশ্নোত্তর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

অভিন্ন নিয়োগ বিধিমালা চায় না কর্মচারী অ্যাসোসিয়েশন

নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি কাল

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট

ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীর ও রাজশাহীর দুই সাবেক চেয়ারম্যানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায়

নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা

সাম্রাজ্যবাদী গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় মামলা হুকুমের আসামি সাবেক মন্ত্রী ও মেয়র

শ্যামল দত্তের জামিন প্রশ্নে রুল

সোনারগাঁওয়ে প্রাইভেটকার দিয়ে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে সরকারি জমি দখলমুক্ত

বীর মুক্তিযোদ্ধা আর কে চৌধুরীর ৮৪তম জন্মদিন আজ

ইউক্রেনে যুদ্ধ বন্ধে এরদোগানের সাথে কাজ করতে চান ট্রাম্প

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললো মোটরসাইকেল

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

লামায় বালু নিলাম কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত

রোনালদোর ছেলে পর্তুগাল অ-১৫ দলে

ইরানি নারী উদ্ভাবক পেল ডব্লিউআইপিও পুরস্কার