পাকিস্তানিদের প্রতিবাদ-বিক্ষোভ করার অধিকার আছে : যুক্তরাষ্ট্র
১৬ মে ২০২৩, ০৮:১৩ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ১২:০১ এএম

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানে উত্তাপ কেবলই বাড়ছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে ঘিরে সম্প্রতি সেই উত্তাপ চরমে পৌঁছায়। তবে টানা বিক্ষোভ ও সহিংসতার একপর্যায়ে নাটকীয়তার মাধ্যমে মুক্ত হন ইমরান। আর এই পরিস্থিতিতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, পাকিস্তানি নাগরিকদের প্রতিবাদ-বিক্ষোভসহ মত প্রকাশের অধিকার আছে। তবে সহিংসতায় যুক্ত হওয়া উচিত নয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জনগণের নিজেদের মত প্রকাশের অধিকার আছে, তবে সহিংসতায় অংশ না নিয়ে তাদের তা করা উচিত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানান। সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন গত সপ্তাহে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। তবে তিনি বলেছেন, যে কাউকে গ্রেপ্তার করার সময় দেশের আইনকে সম্মান করা উচিত। সোমবারের ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্রকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল সে সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞাসা করা হয়। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা মনে করি, নাগরিকদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, তবে কোনও সহিংসতায় অংশগ্রহণ না করে তা করা উচিত। কারণ সহিংসতা সরকারি কর্মচারী এবং সরকারি অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করে।’ মার্কিন এই মুখপাত্রের কাছে ইমরান খানের গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিপরীতে যুক্তরাষ্ট্র অন্য রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করে না বা প্রার্থী এবং অন্য দলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনও অবস্থানও নেই। তিনি আরও বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি হলো- একটি শক্তিশালী, স্থিতিশীল এবং সমৃদ্ধ পাকিস্তান ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে কোনও গ্রেপ্তারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে তাদের আইন অনুসারে মৌলিক মানবাধিকার নিশ্চিত করা উচিত।’ ডন।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসলামাবাদ-পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

ভারত-পাকিস্তান উত্তেজনায় আকাশপথে অস্থিরতা, মাঝপথেই ফিরে গেল ঢাকাগামী বিমান

পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন

ভারতের হামলাকে ট্রাম্প বললেন ‘লজ্জাজনক’

ভারত-পাকিস্তান উত্তেজনা, কাশ্মীর হামলার পর সামরিক শক্তির তুলনা

বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ হলো ভারতের উত্তরাঞ্চলে

সেনা-বিজিপিসহ ৩৪ জনকে আজ ফেরত নেবে মিয়ানমার

কাশ্মীর-উত্তর ভারতে বিমানবন্দর বন্ধ, যুদ্ধ উত্তেজনায় ঘনিয়ে আসছে শঙ্কার মেঘ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, পাল্টা হামলার আশঙ্কায় কাশ্মীরে বন্ধ স্কুল-কলেজ

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

সালথায় যুবলীগ নেতার ভাইকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার ভাইকে হাতুড়িপেটা

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

ফরিদপুর কোর্ট চত্বর থেকে ফরিদ খান অপহরণ, মুক্তিপণ দাবি ৩ লাখ টাকা

বেছে বেছে মসজিদকে টার্গেট করে হামলা ভারতের, ক্ষয়ক্ষতির যে তথ্য দিল পাকিস্তান

পাকিস্তানের পাল্টা হামলায় ৫ ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত, ব্রিগেড সদর দপ্তর ধ্বংস

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলার দাবি পাকিস্তানের

নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক, কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর

ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের