বাহরি ও খার্তুমে ধর্ষণের শিকার হচ্ছে নারীরা
১৫ জুন ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১১:৪৯ পিএম
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত শুরুর পর শত শত মানুষ নিহত হয়েছে। ঘরছাড়া হয়েছে ১০ লাখের বেশি মানুষ। সেখানে রীতিমতো মানবিক বিপর্যয় চলছে। সুদানের মানুষের দৈনন্দিন জীবনের পরিস্থিতি নিয়ে বিবিসি আরবি ভাষার বিশেষ অনুষ্ঠান ‘লি সুদান সালাম’-এ অনেক মানুষ মোবাইলে বার্তা পাঠিয়েছেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি সেখানে বলা হয়েছে, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নারী ও কিশোরীরা ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগীদের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। বাহরি এলাকায় কয়েকটি হাসপাতালে কাজ করা একজন চিকিৎসক বলেছেন, ‘আমরা তিনজন নারীর সঙ্গে কথা বলতে পেরেছি। তারা ধর্ষিত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আরো দুজন ভুক্তভোগী নারীর কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি।’সুদানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি একটি ইউনিটের পরিচালক সালিমা ইসহাক। তিনি বলেছেন, ধর্ষণের বেশির ভাগ ঘটনাই ঘটেছে বাহরিতে। যেসব কম বয়সী মেয়ে তাদের কাছে গেছে, তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। সালিমা বলেন, ‘প্রকৃতপক্ষে যত নারী ধর্ষণের শিকার হয়েছে, তাদের মধ্যে একেবারেই অল্পসংখ্যক আমাদের কাছে এসেছে। তারা প্রকৃত সংখ্যার মাত্র ২ শতাংশ হতে পারে। বিবিসিএ খবর জানায়। অপরদিকে, সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে তীব্র সংঘাত। দেশটিতে ‘গণহত্যার’ জন্য জনসম্মুখে সুদানের আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কে দায়ী করেছিলেন পশ্চিম দারফুরের গভর্নর খামিস আবাকার। এ ঘটনার পরপরই বুধবার অপহরণ করে হত্যা করা হয় তাকে। সুদানের দারফুর অঞ্চলের গভর্নর মিনি আর্কো মিনাউই জানিয়েছেন, একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খামিস আবাকারকে হত্যা করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অসংখ্য বেসামরিক জনগণ মারা যাচ্ছে।’ খামিসের মৃত্যুর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। তবে, সরকারি ২ সূত্র জানিয়েছে, এ হত্যার পেছনে আরএসএফ দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, আরএসএফ ইউনিফর্ম পরিহিত একদল লোক উঠিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এমন ‘নৃশংস কাজের’ জন্য সুদানের সেনাবাহিনীও দায়ী করছে আরএসএফকে। সেনাবাহিনী থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “এই হত্যাকাÐটি আরএসএফ-এর বর্বর অপরাধের রেকর্ডে একটি ‘নতুন অধ্যায়’ যোগ করলো।” বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ। প্রায় ২ মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী ও আরএসএফের এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক জনগণ, দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দেশটির খার্তুম, কর্দোফান ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়। বিবিসি, আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান