ফিলিস্তিনি শহর-গ্রামে ইহুদি বসতিস্থাপনকারীদের হামলা
২২ জুন ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৪১ পিএম

চার ইসরাইলি হত্যার প্রতিশোধ নিতে ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি শহর ও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর এবং গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা ও কর্মকর্তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হামলার সময় এক ফিলিস্তিনি গুলিতে নিহত হয়েছেন। রামাল্লাহর কাছের একটি শহরে গাড়ি পোড়ানোর ঘন,কাল ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে ভিডিও ফুটেজে। ফিলিস্তিনের আরও বেশ কয়েকটি শহরে মঙ্গলবার রাতভর ইসরাইলি বসতিস্থপনকারীদের হামলার খবর জানিয়েছে বাসিন্দারা। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঊর্ধ্বতন মন্ত্রীরা পশ্চিম তীরে পুরোদস্তুর সামরিক অভিযান শুরুর ডাক দেওয়ার মধ্যেই চলছে এ তা-ব। ফিলিস্তিনের আল-লুব্বান আল-শারকিয়া গ্রাম পরিষদের চেয়ারম্যান ইয়াকুব বলেন, ইহুদি বসতিস্থাপনকারীরা দলে দলে এসে পেট্রোল স্টেশন, বাগান, সিমেন্ট কারখানা এবং ডজন ডজন গাড়ি পুড়িয়ে দিচ্ছে। আর ইসরাইলের সেনা-পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। নজিরবিহীন এবং অস্বাভাবিকরকম হামলা হচ্ছে বলে জানান ইয়াকুব। তিনি বলেন, প্রচ- গুলি চলছে। কিন্তু অন্ধকারের কারণে এই গুলি বসতিস্থাপনকারীদের কাছ থেকে নাকি ইসরাইলি সেনাদের কাছ থেকে আসছে তা বোঝা যাচ্ছে না। পশ্চিম তীরের আরও শহর এবং গ্রামেও হামলা হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী এবং পুলিশ তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। ইসরাইলি সেনাবাহিনীর অভিযান জোরদার হওয়ায় গত ১৫ মাসে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে। মঙ্গলবার পশ্চিম তীরের একটি ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরাইলি নিহত হয়। ফিলিস্তিনের সশস্ত্র মুক্তি আন্দোলনের দল হামাসের ভাষ্য, জেনিন শহরে ইসরাইলি বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি বন্দুকধারীরা এলি বসতির রাস্তার ধারের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে আরও চারজন আহত হয়। আর নিহতদের মধ্যে এক শিশুও ছিল। ইসরাইলি সেনাবাহিনী এ হামলার ঘটনার পর পশ্চিম তীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানায়। অপর এক খবরে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখ-ে নতুন করে হামলা হয়েছে। উত্তর পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার দিবাগত রাতে একটি গাড়িতে ড্রোনটি আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও অনুযায়ী, জেনিনের শরণার্থী শিবিরে হামলা হয় এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার একজন প্রতিবেদক হ্যারি ফাউসেট বলেছেন, এই ড্রোন হামলা যৌথ সামরিক গোয়েন্দা অভিযানের চূড়ান্ত পরিণতি। আমরা জানি না, গাড়ির ভিতরে কে বা কতজন ছিল। এ মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত কোনো খবর নেই। রয়টার্স, আল-জাজিরা।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসলামাবাদ-পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

ভারত-পাকিস্তান উত্তেজনায় আকাশপথে অস্থিরতা, মাঝপথেই ফিরে গেল ঢাকাগামী বিমান

পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন

ভারতের হামলাকে ট্রাম্প বললেন ‘লজ্জাজনক’

ভারত-পাকিস্তান উত্তেজনা, কাশ্মীর হামলার পর সামরিক শক্তির তুলনা

বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ হলো ভারতের উত্তরাঞ্চলে

সেনা-বিজিপিসহ ৩৪ জনকে আজ ফেরত নেবে মিয়ানমার

কাশ্মীর-উত্তর ভারতে বিমানবন্দর বন্ধ, যুদ্ধ উত্তেজনায় ঘনিয়ে আসছে শঙ্কার মেঘ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, পাল্টা হামলার আশঙ্কায় কাশ্মীরে বন্ধ স্কুল-কলেজ

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

সালথায় যুবলীগ নেতার ভাইকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার ভাইকে হাতুড়িপেটা

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

ফরিদপুর কোর্ট চত্বর থেকে ফরিদ খান অপহরণ, মুক্তিপণ দাবি ৩ লাখ টাকা

বেছে বেছে মসজিদকে টার্গেট করে হামলা ভারতের, ক্ষয়ক্ষতির যে তথ্য দিল পাকিস্তান

পাকিস্তানের পাল্টা হামলায় ৫ ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত, ব্রিগেড সদর দপ্তর ধ্বংস

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলার দাবি পাকিস্তানের

নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক, কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর

ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের