ভারতে সবথেকে গরিব মুসলিমরা
০২ জুলাই ২০২৩, ০৮:৫৭ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম

ভারতের সবথেকে দরিদ্র ধর্মীয় গোষ্ঠী হলেন মুসলিমরা। ভারতের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের হাতেই সবথেকে কম সম্পত্তি আছে এবং তাদের ক্রয়ক্ষমতা সবথেকে কম। ‘অল ইন্ডিয়া ডেবট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে’ (এআইডিআইএস) এবং ‘পিরয়ডিক লেবার ফোর্স সার্ভে’র (পিএলএফএস) তথ্যের খুঁটিনাটি বিশ্লেষণ করে এমনই বিষয় সামনে এনেছে ‘হিন্দুস্তান টাইমস’। ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতের সার্বিক গড় হিসাবে মুসলিমদের গড় ক্রয়ক্ষমতা ৮৭.৯ শতাংশ এবং গড় সম্পত্তির মূল্য ৭৯ শতাংশ। আর হিন্দুদের তুলনায় মুসলিমদের গড় সম্পত্তির মূল্য ৭৯.৩ শতাংশ এবং গড় ক্রয়ক্ষমতা ৮৭.৮ শতাংশ বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ধর্মীয় গোষ্ঠীর ভিত্তিতে সবথেকে কম মাসিক মাথাপিছু ব্যয় করেছেন মুসলিমরা। তারা মাসিক মাথাপিছু গড়ে খরচ করেছেন মাত্র ২,১৭০ ভারতীয় রুপি (বাংলাদেশী মুদ্রায় ২,৮৬০ টাকা)। নিচের তালিকায় ধর্মের ভিত্তিতে মাসিক মাথাপিছু ব্যয়ের (গড়) পরিসংখ্যান দেখানো হলো (ভারতে যে ধর্মীয় গোষ্ঠীর মানুষের সংখ্যা এক শতাংশ বা তার কম, সেই গোষ্ঠীগুলোকে অন্যান্য শ্রেণির মধ্যে রাখা হয়েছে)- ১) ইসলাম : ২,১৭০ রুপি। ২) হিন্দু : ২,৪৭০ রুপি। ৩) অন্যান্য : ২,৭৪৬ রুপি। ৪) খ্রিস্টান : ৩,১৯৪ রুপি। ৫) শিখ : ৩,৬২০ রুপি। প্রতিবেদন অনুযায়ী, ‘অল ইন্ডিয়া ডেবট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে’ (এআইডিআইএস) এবং ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’র (পিএলএফএস) তথ্যের ভিত্তিতে দেখা গেছে যে ২০১৮ সালের জুন পর্যন্ত বিভিন্ন ধর্মের মানুষের পরিবারপিছু গড় যে সম্পদ আছে, সেই তালিকার একেবারে শেষে আছেন মুসলিমরা। দেখে নিন সেই তালিকা (কম থেকে বেশি) - ১) ইসলাম : ১৫,৫৭,৬৩৮ রুপি। ২) হিন্দু : ১৯,৬৪,১৪৯ রুপি। ৩) খ্রিস্টান : ২১,৮৯,১৬০ রুপি। ৪) অন্যান্য : ২২,৯৫,৫৭৯ রুপি। ৫) শিখ : ৪৭,৭৭,৪৫৭ রুপি। দুটি সংস্থার তথ্য বিশ্লেষণ করে ‘হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে যে বিষয়টি উঠে এসেছে, তাতে দেখা গেছে যে হিন্দুদের অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) থেকেও মুসলিমদের উচ্চশ্রেণির মাসিক মাথাপিছু ব্যয় (গড়) কম। শুধুমাত্র হিন্দু তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্তদের তুলনায় তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জাতিভুক্তদের মাসিক মাথাপিছু ব্যয় (গড়) বেশি। শতাংশের ভিত্তিতে সরকারি চাকরিতে কতজন মুসলিম আছেন, সেই বিষয়টি বিবেচনা করলেই তাদের একটি বড় সমস্যা দেখা যাবে। যে বিষয়টি সাচ্চার কমিটিসহ একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ১) হিন্দু তফসিলি উপজাতি : ১,৭৮৯ রুপি, যা বাংলাদেশী টাকায় ২,৩৫৮ টাকা। ২) হিন্দু তফসিলি জাতি : ২,০৯৫ রুপি। ৩) মুসলিম তফসিলি উপজাতি, তফসিলি জাতি এবং অনগ্রসর শ্রেণি : ২,১৬৪ রুপি। ৪) সব মুসলিম : ২,১৭০ রুপি। ৫) অন্যান্য মুসলিম : ২,১৮০ রুপি। ৬) হিন্দু অন্যান্য অনগ্রসর শ্রেণি : ২,৩৯৩ রুপি। ৭) সব হিন্দু : ২,৪৭০ রুপি। ৮) হিন্দু বা মুসলিম নয় : ৩,২৩৭ রুপি। ৯) অন্যান্য হিন্দু : ৩,৩২১ রুপি। হিন্দুস্তান টাইমস।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসলামাবাদ-পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

ভারত-পাকিস্তান উত্তেজনায় আকাশপথে অস্থিরতা, মাঝপথেই ফিরে গেল ঢাকাগামী বিমান

পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন

ভারতের হামলাকে ট্রাম্প বললেন ‘লজ্জাজনক’

ভারত-পাকিস্তান উত্তেজনা, কাশ্মীর হামলার পর সামরিক শক্তির তুলনা

বাণিজ্যিক প্লেন চলাচল বন্ধ হলো ভারতের উত্তরাঞ্চলে

সেনা-বিজিপিসহ ৩৪ জনকে আজ ফেরত নেবে মিয়ানমার

কাশ্মীর-উত্তর ভারতে বিমানবন্দর বন্ধ, যুদ্ধ উত্তেজনায় ঘনিয়ে আসছে শঙ্কার মেঘ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, পাল্টা হামলার আশঙ্কায় কাশ্মীরে বন্ধ স্কুল-কলেজ

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

সালথায় যুবলীগ নেতার ভাইকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার ভাইকে হাতুড়িপেটা

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

ফরিদপুর কোর্ট চত্বর থেকে ফরিদ খান অপহরণ, মুক্তিপণ দাবি ৩ লাখ টাকা

বেছে বেছে মসজিদকে টার্গেট করে হামলা ভারতের, ক্ষয়ক্ষতির যে তথ্য দিল পাকিস্তান

পাকিস্তানের পাল্টা হামলায় ৫ ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত, ব্রিগেড সদর দপ্তর ধ্বংস

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলার দাবি পাকিস্তানের

নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক, কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর

ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের