গাজায় রক্তস্রোতের মধ্যেও বিশ্ব কীভাবে নীরব থাকে, প্রশ্ন আব্বাসের
৩০ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম

টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে ইসরাইল। অবিরাম এই হামলায় ইতোমধ্যেই ৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা প্রচুর। এই পরিস্থিতিতে গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে বাস্তুচ্যুতি রোধ এবং জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর আক্রমণ বন্ধ করারও আহ্বান জানিয়েছে তিনি। এমনকি গাজায় রক্তস্রোতের মধ্যেও বিশ্ব কীভাবে নীরব থাকে, সেই প্রশ্নও রেখেছেন আব্বাস। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। এতে বলা হয়েছে, ফিলিস্তিনের ‘গাজায় গণহত্যা’ বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পিএলও নির্বাহী কমিটির এক বৈঠকে আব্বাস এই আহ্বান জানান বলে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে। আব্বাস বলেন, ‘আগ্রাসন বন্ধ, মানবিক সহায়তা প্রদান, বাস্তুচ্যুতি রোধ এবং জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারী ও বাহিনীর আক্রমণ বন্ধ করার’ আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনি নেতৃত্ব। ফিলিস্তিনি এই প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় বর্বর ধ্বংসযজ্ঞ চলছে। এই রক্তস্রোতের মধ্যেও বিশ্ব কীভাবে নীরব থাকবে?’ এদিকে গাজায় চলমান আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরাইল। এই পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষিত করার জন্য জরুরি আবেদন জানিয়েছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর প্রেসিডেন্ট। মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে বলেছেন, ‘মানুষের দুর্ভোগের অসহনীয় মাত্রায় আমি মর্মাহত এবং সংঘাতরত পক্ষগুলোকে এখনই প্রশমিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’ সংঘাতের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার অনুরোধও করেন মিরজানা স্পোলজারিক। তিনি বলেন, ‘এত বেসামরিক মানুষের মর্মান্তিক ক্ষতি দুঃখজনক। ব্যাপক বোমাবর্ষণের মধ্যে গাজায় বেসামরিক নাগরিকদের যাওয়ার জন্য কোনও নিরাপদ জায়গা না থাকাটা অগ্রহণযোগ্য।’ তিনি আরও বলেন, ‘সামরিক অবরোধ জারি রাখার ফলে গাজায় বর্তমানে পর্যাপ্ত মানবিক কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। এই সর্বনাশা ব্যর্থতা সহ্য করা উচিত নয় বিশ্বের।’ ওয়াফা, আল-জাজিরা।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

লাকসামে আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

নাটোরের বরেণ্য সাংবাদিক ও মুক্তিযোদ্ধা পিপলু ইন্তেকাল করেছেন

বামনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পারায় কলেজ ছাত্রের আত্মহত্যা

কলাপাড়ার বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন

কমলনগরে প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন

বিচারহীনতার সংষ্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয় : ডা. রফিকুল ইসলাম

সেন্টমার্টিন নিয়ে কেন এই লুকোচুরি? সরকারের সিদ্ধান্ত রহস্যজনক

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ছাত্রদল নেতা ফরহাদকে স্বপদে পূনবর্হালের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বিচারককে গ্রেপ্তার করে তোপের মুখে ট্রাম্প

চুয়াডাঙ্গা জেলায় ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু

কুয়েট শিক্ষার্থীর পুকুরে গোসল করতে নেমে মৃত্যু

৪ লাখ অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলে ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান

নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে কাজ করছে ইউজিসি

হাউজে মাছ চাষ, চাল বরাদ্দ পেলেন মিল মালিক

‘গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ সময়ে’ বাংলাদেশে ফিরেছেন খালেদা জিয়া

শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক দুই

কুয়াকাটায় পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল সভাপতিসহ গ্রেফতার -৩

সাভারে মেট্রো রেলের ডিপোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পঞ্চগড়ে হাফেজা ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান