গাজায় বেসামরিকরা মরছে, বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে : গুতেরেস
১৯ জানুয়ারি ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:১০ এএম
জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় যখন বোমাবর্ষণ করে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে তখন বিশ্ব একপাশে দাঁড়িয়ে আছে। বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এ কথা বলেছেন। আবারও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আবেদন জানিয়ে গুতেরেস বলেছেন, গাজার যুদ্ধরত পক্ষগুলি স্পষ্টতই ‘আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে’, যার ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটি বন্ধ করতে খুব কমই কাজ করেছে। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে, যখন বোমাবর্ষণে বেসামরিক নাগরিক, যাদের বেশিরভাগই নারী ও শিশু নিহত হচ্ছে, পঙ্গু হচ্ছে, তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে এবং তারা মানবিক সহায়তার প্রবেশাধিকার থেকে বঞ্চিত।’ তিনি বলেন, ‘আমি গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য এবং ইসরাইলি ও ফিলিস্তিনিদের টেকসই শান্তির দিকে নিয়ে যায় সেই দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রক্রিয়ার জন্য আমার আহ্বানের পুনরাবৃত্তি করছি।’ গুতেরেস বলেন, ‘বিশ্ব ওইসব বেসামরিক লোকজনের পাশে আছে, যাদের বেশিরভাগাই নারী ও শিশু, যাদের হত্যা করা হয়েছে, আহত হয়েছে, বোমা বর্ষণ করা হয়েছে, বাড়ি-ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে এবং যাদের কাছে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে দেয়া হচ্ছে না।’ তিনি বলেন, ‘আমি গাজায় দ্রুত মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি প্রক্রিয়ার কথা বলছি, যা ইসরাইলি এবং ফিলিস্তিনিদের জন্য টেকসই শান্তি নিয়ে আসবে।’ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বান বাতিল করে দিয়ে বলেছেন, হামাসকে সম্পূর্ণ পরাজিত না করা এবং গত ৭ অক্টোবর ইসরাইল থেকে হামাসের ধরে নেয় যাওয়া বন্দীদের উদ্ধার না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। খাবার, পানি, জ্বালানি ও ওষুধসহ নিত্যপণ্যের মারাত্মক সঙ্কটে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেখানে ত্রাণ কার্যক্রমও ঠিকমতো পরিচালিত হতে দেয়া হচ্ছে না। গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্ত দাঁড়িয়ে আছে বলে আগেই সতর্ক করেছে জাতিসংঘ। ইসরাইল শুরুতে গাজার উত্তরাঞ্চলে অভিযান চালায়। গাজা সিটিসহ ছোট্ট এই ভূখ-টির উত্তরের বেশিরভাগ অংশ এখন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে। তারা এখন গাজার দক্ষিণাঞ্চলে অভিযানের দিকে অধিক মনযোগ দিয়েছে। ইসরাইলের হামলায় গাজায় প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানের স্বাস্থ্য মন্ত্রণালয়। রয়টার্স, ডয়চে ভেলে।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান