রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে চায় ইসরাইল
০৬ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৬ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
রমজান মাসে আল-আকসা মসজিদে কত মুসলিম নামাজ পড়তে পারবেন, তা নিয়ন্ত্রণ করতে চায় ইসরাইল। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির রোববার এ প্রস্তাব দিয়েছেন। তিনি পুলিশ কমিশনার কোবি শাবতাইকে এমন পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। খবরে জানানো হয়, ইসরাইলি সংবাদপত্র মারিভকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বেন-গভির। তিনি বলেন, রোববার শাবতাইর সঙ্গে দেখা করেছেন তিনি। তাকে তিনি বলে দিয়েছেন যে, রমজানের সময় আল-আকসায় মুসলিমদের প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এতে করে যে কোনো বিক্ষোভ মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত থাকতে পারবে পুলিশ। এখনও ইসরাইল নির্ধারণ করেনি ঠিক কীভাবে মুসলিমদের আল-আকসায় প্রবেশে বাধা দেবে। আগামী ১১ই মার্চ থেকে শুরু হচ্ছে রমজান। মারিভ জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার এ নিয়ে একটি বৈঠকে বসবেন। সেখানে তিনি কীভাবে আল-আকসা মসজিদে কড়াকড়ি আরোপ করা যায় তা নিয়ে নির্দেশনা দেবেন। ওই বৈঠকে উপস্থিত থাকবেন বেন-গভির, শাবতাই এবং ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তারা। গত মাসে ইসরাইলের নিরাপত্তা বাহিনী অভিযোগ করে জানিয়েছিল যে, বেন-গভির যে ধরনের পরিকল্পনা করছেন, তা পশ্চিম তীর ও জেরুসালেমকে উত্তপ্ত করে তুলবে। অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী হাভানায় বিশাল সমাবেশ করেছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। সেখান থেকে তিনি গাজায় ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানান। দেশটির যুব কমিউনিস্ট ইউনিয়ন এই সমাবেশের আয়োজন করে। এতে যোগ দেন কিউবার প্রেসিডেন্ট এবং তার মন্ত্রিসভার সকল সদস্য। মিডল ইস্ট মনিটর। খবরে জানানো হয়, ওই সমাবেশ থেকে ফিলিস্তিনের সমর্থনে সেøাগান দেয়া হয়। পাশাপাশি ইসরাইলি হামলার প্রতিবাদে জোরালো বক্তব্য দেন কিউবার নেতারা। পরে ডিয়াজ-ক্যানেল তার এক্স অ্যাকাউন্ট থেকে ওই সমাবেশের ছবি শেয়ার করেন। তিনি অধিকৃত ফিলিস্তিনের জনগণের ওপর নির্দয়ভাবে বোমা হামলাকারীদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। কিউবা এ ধরনের অপরাধে উদাসীন থাকবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেন। কিউবার প্রেসিডেন্ট বলেন, যথেষ্ট বর্বরতা, যথেষ্ট অন্যায় এবং যথেষ্ট দায়মুক্তি হয়েছে। গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। মিডল ইস্ট মনিটর।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান