হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে চায় ইসরাইল
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, শুধু সামরিক অভিযানই উত্তর সীমান্তের হাজার হাজার ইসরাইলি বাসিন্দাকে বাড়িতে ফেরাতে সক্ষম হবে। কারণ হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা উত্তরাঞ্চলে অব্যাহত রয়েছে। সোমবার মার্কিন রাষ্ট্রদূত আমোস হকস্টেইনের সঙ্গে সাক্ষাতে গ্যালান্ট এই মন্তব্য করেন। বৈঠকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের বিকল্প কোনও সমঝোতার সম্ভাবনাকে প্রায় শেষ বলে তিনি উল্লেখ করেন। টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে। গ্যালান্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন দূতকে তিনি বলেছেন, হিজবুল্লাহ হামাসের সঙ্গে যোগসাজশ বজায় রেখে চলেছে এবং সংঘাত বন্ধ করতে রাজি নয়। ফলে উত্তরের ইসরাইলি বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফেরানোর একমাত্র উপায় সামরিক অভিযান। হকস্টেইন মাসের পর মাস ধরে ইসরাইল-লেবানন সীমান্তের উত্তেজনা নিয়ে কূটনৈতিক সমাধানের চেষ্টা করে আসছেন। তবে গ্যালান্টকে তিনি সতর্ক করে দেন যে, হিজবুল্লাহর বিরুদ্ধে বড় আকারের ইসরাইলি সামরিক অভিযান উত্তরাঞ্চলের বাসিন্দাদের বাড়িতে ফেরাবে না, বরং আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াবে। হকস্টেইন জানান, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানকে সমর্থন করে, তা গাজার যুদ্ধবিরতির মাধ্যমে হোক বা অন্য কোনও উপায়ে। গ্যালান্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হকস্টেইনের বৈঠকের পর সোমবার সন্ধ্যায় তেল আবিবে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে উত্তরের হিজবুল্লাহ সম্পর্কিত উত্তেজনা এবং বাসিন্দাদের বাড়ি ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এর আগে, গ্যালান্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে জানান, উত্তর সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের কূটনৈতিক সমাধানের সময় শেষ হয়ে আসছে। তিনি বলেন, হিজবুল্লাহ হামাসের সঙ্গে যোগসাজশ করছে—পরিস্থিতির দিক নির্দেশনা স্পষ্ট। যদিও গ্যালান্ট লেবাননে বড় আকারের সামরিক অভিযানের বিরোধিতা করছেন বলে হিব্রু ভাষার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, বড় অভিযানের পক্ষে নেতানিয়াহু পক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে, লেবানন থেকে সোমবার দিনভর রকেট ও ড্রোন হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলের খোলা স্থানে আগুন লাগার ঘটনা ঘটলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর জবাবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বোমাবর্ষণ করে, যেখানে অন্তত এক হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের তায়ার হারফা, ওডাইসেহ, ব্লিদা, কাফর শুবা, ও হুলায় হিজবুল্লাহর অস্ত্রাগার ও ভবনে হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হুলার হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে জানা গেছে তিনি হিজবুল্লাহ সদস্য। এছাড়া এই হামলায় আরও দুই জন আহত হন। টাইমস অব ইসরাইল।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো