গাজা বসবাসের যোগ্য নয় : জাতিসংঘ
০৮ জানুয়ারি ২০২৪, ১২:২০ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:২০ এএম
তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার প্রেক্ষিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। চার মাস পরেও সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সাধারণ নাগরিকদের বিরাট অংশ গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়াও অনেকেরই বাড়িঘর ধ্বংস হয়েছে। বেশ কিছু অংশ এরইমধ্যে ধ্বংসস্ত‚পে পরিণত হওয়ায়, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে’, বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, ‘গাজা একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সেখানে মানুষ প্রতিদিন অস্তিত্বের হুমকিতে পড়ছে, সারা বিশ্ব তা অবলোকন করেছে।’ সেখানে অচিরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও সতর্ক করেন মার্টিন গ্রিফিথস। তিনি আরো বলেন, ‘আমরা অব্যাহতভাবে অবিলম্বে যুদ্ধ বন্ধের আবেদন জানাচ্ছি।’ সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহŸান জানান তিনি। এদিকে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৯ হাজার ৬০০ শিশু রয়েছে। গতকাল আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৯ হাজার ৬০০ শিশু রয়েছে। আহত হয়েছে আরো ৫৮ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে অন্তত ৮ হাজার ৬৬৩ জন শিশু রয়েছে। এছাড়া অন্তত ৭ হাজার জন এখনো নিখোঁজ রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা যুদ্ধের পর অধিকৃত পশ্চিমতীরে অন্তত ৩৩২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৮৩টি শিশু রয়েছে। এছাড়া আরো ৩ হাজার ৮০০ জন আহত হয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছে। উল্লেখ্য, গাজার নিহত, আহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা আরো বেশি বলে হতে পারে। কারণ, গাজা কর্তৃপক্ষ গত নভেম্বর থেকে উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার পতনের মধ্যে নিয়মিতভাবে হতাহতের সংখ্যা আপডেট করতে পারেনি। সূত্র : আল জাজিরা, রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান