আন্দোলন বন্ধে বাজওয়া দুই-তৃতীয়াংশ আসনের প্রস্তাব দিয়েছিলেন ইমরান খানকে
১২ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম
ক্ষমতাচ্যুত হওয়ার পর ছড়িয়ে পড়া তাহরিকে ইনসাফের আন্দোলন অবসানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তৎকালীন সেনাপ্রধান (সিওএএস) জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়ার কাছ থেকে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রস্তাব পেয়েছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলেমা খান গত বুধবার বিষয়টি প্রকাশ করেছেন।
ইমরান গত বছরের এপ্রিলে তার অপসারণের পর দেশব্যাপী প্রতিবাদ শুরু করেছিলেন। তিনি পাকিস্তানের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। বিশ্বাসঘাতকতা করে পিটিআই সরকারের বিরুদ্ধ বাহিনীতে যোগদানকারী মিত্ররা তৎকালীন বিরোধী দলগুলোর সাথে হাত মিলিয়েছিল বলে সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে দেশকে শাসন করা জনাব খানের দল ক্ষমতায় থাকার জন্য সংগ্রাম করছিল।
সাবেক পিটিআই প্রধান দাবি করেছিলেন যে, তার সরকারকে হটানোর ষড়যন্ত্র পাকিস্তানে তৈরি হয়েছিল। এটি তার আগের অবস্থানের বিপরীত যেখানে তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন।
তিনি বলেছিলেন, ‘সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া পিডিএম [পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন] দলগুলোর সাথে মিলে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন যখন সমস্ত অর্থনৈতিক সূচক ইতিবাচক প্রবণতা দেখাচ্ছিল’।
আদিয়ালা জেলে ইমরান খানের সাথে সাক্ষাতের পর আলেমা খান মিডিয়ার সাথে আলাপকালে বলেন, ‘ইমরান খান আমাকে একটি বার্তা দিয়ে বলেছেন, ‘২০২২ সালের আগস্টে জেনারেল বাজওয়া আমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন যে, যদি পিটিআই এর বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ করে দেয়, তবে জাতীয় পরিষদে দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা হবে’।
আলেমা খানের মতে, ইমরান খান জোর দিয়ে বলেছেন, ‘আমাদের পিতামাতা একটি দাস দেশে জন্মগ্রহণ করেছিলেন; আমরা স্বাধীন এবং আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। স্বাধীন দেশে দাসত্ব মেনে নেওয়ার চেয়ে মৃত্যুর মুখোমুখি হওয়া আমাদের পক্ষে ভাল’।
আলেমা খান আরো চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার কথা তুলে ধরে বলেন যে, প্রতিদিন জেলে মাত্র তিন থেকে চারজন সাংবাদিককে অনুমতি দেওয়া হয়।
‘কোনো উন্মুক্ত বিচার নেই [আদিয়ালা কারাগারে হচ্ছে]। ইমরানের বিরুদ্ধে মামলার কোনো ওজন নেই’ যোগ করেন তিনি। তিনি আরো বলেন, ইমরান যখনই একটি পুরানো মামলায় জামিন পান তখনই নতুন মামলায় জড়িয়ে পড়েন। তিনি এটিকে সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে রাখার একটি চক্রান্ত বলে উল্লেখ করেন। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান