ঢাকা   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
গাজায় ৪৪৭টি মসজিদ ধ্বংস ফিলিস্তিন ইস্যুকে হালকাভাবে নেবেন না : তুর্কি প্রেসিডেন্ট

ইসরাইলের নৃশংস হামলা : লেবাননে নারী-শিশুসহ নিহত ৯

Daily Inqilab ইনকিলাব

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ এএম

বুধবার লেবাননেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও চারজন নারী। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। দক্ষিণ লেবানন অঞ্চলের এক হাসপাতালের পরিচালক এবং লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র এসব তথ্য জানিয়েছে।

এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরাইলি এক সেনাসদস্য নিহত হয়। হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে। লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠীর ওই হামলায় এক ইসরাইলি সেনা নিহত হন। আল-সাওয়ানা গ্রামে ইসরাইলি হামলায় একজন নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন বলে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। আর শহরের হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি এবং অন্য তিনটি নিরাপত্তা সূত্রের মতে, নাবাতিহের একটি ভবনে হামলায় আরও দুই শিশু, তিনজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন।

গত বছরের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইলি বাহিনী। চার মাস ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন আরও প্রায় ৬৭ হাজার। গাজায় ইসরাইলি বাহিনীর সেই আগ্রাসন শুরুর কয়েক দিন পর থেকেই লেবানন-ইসরাইল সীমান্ত এলাকায় রকেট ও ড্রোন হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে ইসরাইলের সেনাবাহিনীও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ওয়াজনি বলেছেন, ইসরাইলি হামলার পর চিকিৎসার জন্য আরও সাতজন হাসপাতালে গিয়েছেন। গোষ্ঠী এবং নিরাপত্তা সূত্রে জানা গেছে, পৃথক হামলায় চার হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছেন।

অবশ্য হিজবুল্লাহ বুধবার কোনো অভিযানের ঘোষণা দেয়নি। এর কার্যনির্বাহী পরিষদের প্রধান বলেছেন, বুধবার লেবাননের ভ‚খÐে ইসরাইলের হামলার ‘জবাব দেয়া হবে’। এদিকে ইসরাইলি সরকারের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, বুধবার সকালে লেবানন থেকে রকেট হামলায় ইসরাইলের এক নারী সৈন্য মারা গেছে এবং অন্য আটজন হাসপাতালে ভর্তি হয়েছে। মুখপাত্র ইলানা স্টেইন বলেছেন, ‘আমরা বারবার স্পষ্ট করেছি, ইসরাইল দুটি ফ্রন্টে যুদ্ধে আগ্রহী নয়। তবে উস্কানি দিলে আমরা কঠোর জবাব দেব।’

তিনি আরও বলেছেন, ‘বর্তমান বাস্তবতা হচ্ছে, হাজার হাজার ইসরাইলি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা তাদের বাড়িতে ফিরতে পারছে না, এটি অসহনীয়। তাদেরকে অবশ্যই দেশে ফিরে শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারতে হবে।’ স্টেইন এবং ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ইসরাইলি সেনাবাহিনী লেবানন থেকে আন্তঃসীমান্ত রকেট হামলার জবাব দিয়েছে।

গাজায় ৪৪৭টি মসজিদ ধ্বংস : ইসরাইলি বাহিনী গত কয়েক মাস ধরে গাজায় নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে। এতে ২৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলি বাহিনীর বিমান হামলা কেবল হাজার হাজার মানুষের জীবনকেই লক্ষ্য করেনি, বরং প্রায় ৪৪৭টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। ফিলিস্তিনের এই মসজিদগুলো শুধুমাত্র মুসলমানদের জন্য নামাজের স্থানই ছিল না, বরং ইতিহাস, ঐতিহ্য ও স্থিতিস্থাপকতার প্রতীক ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ডিসেম্বরে বিখ্যাত ওমারি মসজিদে বোমাবর্ষণ করেছিল। এটি মসজিদের প্রাচীনতম নির্মাণগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এবং এটি সপ্তম শতাব্দীতে নির্মিত হয়েছিল। ধর্মীয় স্থান ধ্বংস করা বিতর্ক এবং আন্তর্জাতিক উদ্বেগের উৎস। তবে ইসরাইল নিজেদের রক্ষা করে বলেছে যে মসজিদগুলো হামাস যোদ্ধারা লুকানোর জন্য ব্যবহার করেছিল। এভাবে বোমা হামলা চালানো হচ্ছে শুধুমাত্র হামাসকে ধ্বংস করার জন্য। তবে তাদের এ দাবির কোনো ভিত্তি নেই। তাছাড়া বিশ্বের তৃতীয় প্রাচীন গির্জা সেন্ট পোরফিসরিয়াস চার্চসহ গাজায় আরো বেশ কয়েকটি ধর্মীয় স্থানকে লক্ষ্যবস্তু করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া ইসরাইলি হামলায় ১০০ জন ইসলাম ধর্মপ্রচারক নিহত হয়েছেন। এমনকি অফিস ও কুরআনিক স্কুলও ধ্বংস করা হয়েছে।

ফিলিস্তিন ইস্যুকে হালকাভাবে নেবেন না : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান মঙ্গলবার বলেছেন যে, এ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান জরুরি। ‘প্রতিটি ঘটনা যা সৌহার্দ্যপূর্ণভাবে মীমাংসা করা হয়নি বা আমরা উড়িয়ে দিয়েছি, একটি সমস্যা হিসাবে থেকে যায়,’ তিনি বলেছিলেন, ‘ইসরাইল যদি এই অঞ্চলে স্থায়ী শান্তি চায়, তবে তাকে অবশ্যই সম্প্রসারণবাদী স্বপ্ন অনুসরণ করা বন্ধ করতে হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিতে হবে। গৃহীত প্রতিটি পদক্ষেপ অসম্প‚র্ণ থেকে যাবে যতক্ষণ না একটি স্বাধীন, সার্বভৌম এবং ভৌগোলিকভাবে একীভ‚ত ফিলিস্তিন রাষ্ট্র ১৯৬৭ সীমানার মধ্যে প্রতিষ্ঠিত হয়, যার রাজধানী পূর্ব জেরুজালেম।’

সোমবার দুবাইয়ে শুরু হওয়া ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডবিøউজিএস) ২০২৪-এর দ্বিতীয় দিনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন এরদোগান। সেদিনের প্রধান অতিথি ছিলেন তুরস্ক। এরদোগান ফিলিস্তিন শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থার (ইউএনআরডবিøউএ) অবদান অব্যাহত রাখার জন্য দেশগুলির প্রতি আহŸান জানিয়েছেন, এর খ্যাতির উপর সাম্প্রতিক হামলাকে দুঃখজনক বলে অভিহিত করে বলেছেন, ‘আমি বিবেকসম্পন্ন দেশগুলিকে এজেন্সি ( ইউএনআরডবিøউএ) রক্ষা করা চালিয়ে যাওয়ার আহŸান জানাই, যা জর্ডান, সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনি অঞ্চলের ৬০ লাখ উদ্বাস্তুদের জন্য লাইফলাইন।’ তিনি বলেন, ‘আমি এমন একটি দেশের প্রেসিডেন্ট হিসেবে এটা বলছি যারা ইহুদিসহ অসংখ্য শরণার্থীর জন্য দরজা খুলে দিয়েছে যারা নিপীড়নের শিকার হয়ে পালিয়েছিল।’

এরদোগান ফিলিস্তিনকে সাহায্য করার জন্য তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং দেশটি এখন পর্যন্ত কীভাবে সহায়তা করেছে তা ভাগ করে নিয়েছেন। ‘আমরা এ সংকট ঠেকাতে সবকিছু বিনিয়োগ করেছি,’ তিনি বলেছিলেন। ‘এ পর্যন্ত গাজায় ৩৪ হাজার টনেরও বেশি সাহায্য পাঠানো হয়েছে। আমরা আমাদের দেশে ৩৮০ রোগীর পাশাপাশি ৩৪৪ পরিবারের সদস্যদের হোস্ট করেছি, তাদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করেছি। আমরা কখনোই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পরিত্যাগ করব না।’ তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অবিচারেরও নিন্দা করেছেন। তিনি বলেন, ‘সঙ্কটের উৎস হল টেকসই বসতি স্থাপন যা ইসরাইলের বিরুদ্ধে প্রস্তাব সত্তে¡ও ফিলিস্তিনে অব্যাহত রেখেছে। ইসরাইল নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। অবৈধ বসতি ও গণহত্যা অব্যাহত রয়েছে। সূত্র : রয়টার্স, দি ইসলামিক ইনফরমেশেন, খালিজ টাইমস।


বিভাগ : ইসলামী বিশ্ব


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মাওলানা সাদ কান্ধলভীকে ভিসা দেওয়ার দাবি হেফাজতের নায়েবে আমিরের
ইসরাইলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে সহায়তা দেবে মালয়েশিয়া
কারাগারেই বসেই কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি
রাসূল (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা
ইসরাইল গাজায় মানবিক সাহায্য অবরোধের আইন লংঘন করেনি : যুক্তরাষ্ট্র
আরও

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

মুসলিম চিকিৎসক

মুসলিম চিকিৎসক

শীর্ষে দিল্লি

শীর্ষে দিল্লি

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান