তদন্তে বিশ্বজুড়ে চাপ বাড়ছে
২৬ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

যুদ্ধবিধ্বস্ত গাজায় নাসের ও আল শিফা হাসপাতালে গণকবরে শত শত লাশ পাওয়ার ঘটনায় একটি স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘের আহŸানকে সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন। খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইয়েমেন আবু সোলায়মান জানিয়েছেন, গাজার গণকবর থেকে ৩৯২টি লাশ উদ্ধার করা হয়েছে। ওই মরদেহে মধ্যে মাত্র ৬৫টির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ৮৫ শতাংশ লাশই অজ্ঞাত।
যুদ্ধবিধ্বস্ত গাজার দুটি প্রধান হাসপাতালে পাওয়া গণকবরের ‘স্পষ্ট, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের’ আহŸান জানিয়েছে জাতিসংঘ। ইসরাইলি সেনারা এই হাসপাতাল দুটিতে অভিযান চালিয়েছিলেন। মঙ্গলবার জাতিসংঘ এ আহŸান জানায়। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, বিশ্বস্ত তদন্তকারীদের অবশ্যই স্থানগুলোয় প্রবেশাধিকার থাকতে হবে। গাজায় প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে। ইইউ মুখপাত্র পিটার স্ট্যানো বলেছেন, ‘এটি এমন কিছু যা আমাদের সমস্ত সন্দেহ এবং সমস্ত পরিস্থিতির মধ্যে একটি স্বাধীন তদন্তের আহŸান জানাতে বাধ্য করে, কারণ প্রকৃতপক্ষে এটি এমন ধারণা তৈরি করে যে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।’
এর আগে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, গাজা সিটির শিফা মেডিকেল সেন্টার ও দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতাল ধ্বংস এবং ইসরাইলিরা চলে যাওয়ার পর ওই স্থাপনার আশপাশে গণকবরের সন্ধান পাওয়ার খবরে তিনি ‘আতঙ্কিত’। এ হত্যাকাÐের স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহŸান জানিয়ে তিনি বলেন, দায়মুক্তির বিদ্যমান পরিবেশের পরিপ্রেক্ষিতে এতে আন্তর্জাতিক তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা উচিত। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান আরও বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের অধীন হাসপাতালগুলো বিশেষ সুরক্ষার অধিকারী। আর যুদ্ধে অংশ নিতে অক্ষম এমন বেসামরিক নাগরিক, বন্দী ও অন্যদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা যুদ্ধাপরাধ। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল হাসপাতালগুলোয় গণকবরের খবরকে ‘অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে ইসরাইল সরকারের কাছে তথ্য চেয়েছেন।
এদিকে, গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন করা হয়েছে। উদ্ধারকৃত লাশের নমুনা দেখে গতকাল এমনটাই দাবি করেছেন ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সদস্য মোহাম্মদ মুগির। তিনি বলেছেন, গণকবর থেকে অন্তত ১০টি লাশ হাত বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদেরকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামসহ মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। মুগির মনে করছেন, সম্ভবত তাদেরকে জীবন্ত অবস্থায় গণকবর দেয়া হয়েছে। তিনি বলেন, অন্তত ২০টি লাশের ময়না তদন্ত করা দরকার। কারণ আমাদের মনে হচ্ছে তাদেরকে জীবন্ত দাফন করা হয়েছে। সূত্র : আল-জাজিরা।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫৪

মাওলানা রইস হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

মাগুরায় ২ দফা দাবিতে আদালতের কর্মচারীদের কর্ম বিরতি

গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া নিয়ে ট্রাম্পের স্পষ্ট বার্তা

বিদেশে নির্মিত চলচ্চিত্রে শতভাগ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই : সিইসি

বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের অস্ত্র ‘টিকটক’

কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার

ডাক্তারদের সঙ্গে সাক্ষাৎ নয়, ওষুধ কোম্পানির তথ্য দেবে শুধু ই-মেইলে

পাকুন্দিয়ার বেবুধ রাজার দিঘি

আম কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘোড়াঘাটে এক শিশুর মৃত্যু

দুই বোল্ড স্টাইলে কিলার লুকে রাইমা

সউদীতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

পুতিনের আশা, ইউক্রেনে পারমাণবিক হামলার দরকার পড়বে না

হাসিনার মতো বন্ধু থাকলে কি শত্রুর প্রয়োজন হয়? মোদিরও লেগেছে শনির দশা!

সাতক্ষীরার তালায় কালভার্টের নীচ থেকে মহিলার লাশ উদ্ধার!

কালীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত