পেজারের পর এবার ওয়াকিটকি বিস্ফোরণ
২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম
লেবাননের বিভিন্ন স্থানে বুধবার আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জন আহত হয়েছেন। যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরণের কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আগের দিন মঙ্গলবার লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার (যোগাযোগের তারহীন যন্ত্র) একযোগে বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত হন। আহত হন প্রায় তিন হাজার।
মঙ্গল ও বুধবারের বিস্ফোরণের ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছে হিজবুল্লাহ। কিন্তু এখন পর্যন্ত লেবাননের বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল। বুধবার বিস্ফোরণের ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা পর্বে রয়েছি। এখন আমাদের সাহস, সংকল্প ও উদ্যম দরকার।’ নিজেদের সেনাদের উদ্দেশ্যে দেওয়া ওই বক্তৃতায় লেবাননের মঙ্গল ও বুধবারের বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। তবে তিনি ইসরাইলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রশংসা করে বলেন, ‘(আপনাদের কাজের) ফলাফল বেশ চমৎকার।’
বিবিসি জানায়, বুধবার ইসরাইল সেনাবাহিনী নিজেদের ৯৮তম ডিভিশন গাজা থেকে উত্তর ইসরাইলে সরিয়ে নিয়েছে। এর আগপর্যন্ত উত্তর ইসরাইলে দেশটির সেনাবাহিনীর ৩৬তম ডিভিশন মোতায়েন করা ছিল। বর্তমানে গাজা উপত্যকাতেও ইসরাইল সেনাবাহিনীর দুটি ডিভিশন যুদ্ধ করছে। এর অর্থ হলো নিজেদের উত্তরাঞ্চল তথা লেবানন সীমান্তেও মনোযোগ যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে ইসরাইল। ৯৮তম ডিভিশন গাজা থেকে উত্তর ইসরাইলে স্থানান্তরিত করার পরই সেনাদের উদ্দেশ্যে বক্তৃতা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এদিকে বুধবারের বিস্ফোরণ নিয়ে লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, বুধবার হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ও দক্ষিণ বৈরুত এবং পূর্বাঞ্চলের বেকা এলাকায় পেজার ও ‘যন্ত্র’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেকাতে অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন।
হিজবুল্লাহর আল-মানার টিভি জানায়, বুধবার একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াকিটকি বিস্ফোরণের কারণেই এসব ঘটনা ঘটে। দক্ষিণ লেবাননের টায়ার এলাকা থেকে আল–জাজিরার প্রতিনিধি আলী হাশেম জানান, তিনি দুটি বিস্ফোরণ নিজে দেখেছেন। তিনি বলেন, ‘আমার অল্প পেছনেই একটি গাড়ি বিস্ফোরণ হয়। একই সময়ে আমার পাশে আরেকটি স্থানে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে আমি রাস্তায় আছি। এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স, সবখানে বিশৃঙ্খলা।’ মঙ্গলবারের মতো বুধবারও বিভিন্ন স্থানে একযোগে অনেকগুলো স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান হাশেম। তিনি আরও জানান, বুধবার যেসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেগুলোর অধিকাংশই ওয়াকিটকি বা রেডিও (বিস্ফোরণের ঘটনা)। এদিন কোনো কোনো স্থানে সৌরবিদ্যুতের যন্ত্র ও গাড়ির ব্যাটারি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
বুধবার রাজধানী বৈরুতের অনেক জায়গায় বাসাবাড়ির সৌরবিদ্যুতের যন্ত্র বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে। সৌরবিদ্যুতের একটি যন্ত্র বিস্ফোরণে অন্তত একটি মেয়ে আহত হয়েছে। বুধবার বৈরুতে আগের দিন পেজার বিস্ফোরণে নিহত হিজবুল্লাহর তিন সদস্য ও এক শিশুর শেষকৃত্যানুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে। এপির আলোকচিত্রী জানান, বুধবার লেবাননের দক্ষিণ দিকের উপক‚লীয় শহর সিডনে তিনি একটি গাড়ি বিস্ফোরণ হতে দেখেছেন। একটি মুঠোফোনের দোকানেও বিস্ফোরণ হতে দেখেছেন তিনি।
বৈরুত থেকে আল-জাজিরার প্রতিনিধি ইমরান খান জানান, রাজধানীর দক্ষিণ দিকের শহরতলি দাহিয়েহে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরপর দুই দিন লেবাননে একযোগে বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করে তুলেছে। লেবাননে বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে জর্ডান। হিজবুল্লাহর প্রধান মিত্র ইরান সশস্ত্র গোষ্ঠীটির প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সংযত থাকার আহŸান জানিয়েছে। সূত্র : আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা