ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্ত
২৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি কারাগার থেকে বের হন।
অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় প্রায় ৯ মাস কারাভোগের পর বুধবার তার জামিন মঞ্জুর হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বুশরা বিবির মুক্তি ইমরান খান ও তার পরিবারের জন্য বড় একটি আইনি স্বস্তি। তিনি জানুয়ারিতে গ্রেফতার হন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ছিলেন। পিটিআই নেতা এখনও কারাগারে রয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, কিছু সংখ্যক সমর্থক কারাগার থেকে বের হওয়া দুটি সাদা এসইউভি গাড়িতে গোলাপের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান। বুশরা বিবির বিরুদ্ধে আরো একটি দুর্নীতি মামলা রয়েছে। ওই মামলায় একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ইমরান খানের দল পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) এক্স-এ পোস্টে লিখেছে, স্বাগতম বুশরা বিবি! আপনি অত্যন্ত কঠিন সময় অতিক্রম করেছেন, বেআইনি কারাবাসে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে অশ্লীল প্রচার এবং চরিত্র হননের চেষ্টা করা হয়েছে।
ইমরান খান নিজেই একাধিক মামলার মুখোমুখি রয়েছেন। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন প্রতিদ্ব›দ্বী জোটের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি।
খান ও তার পরিবার সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এগুলো সরকারের সাজানো। ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা এখনও জনপ্রিয় এবং ফেব্রæয়ারির সাধারণ নির্বাচনে তার দলের প্রার্থীরা সর্বাধিক আসন লাভ করেছে।
শরিফ নেতৃত্বাধীন সরকার দাবি করেছে, তারা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। তবে, ইমরান খানের সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর দ্ব›দ্ব দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।
বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। ২০১৮ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইমরান খান বুশরা বিবিকে প্রায়ই নিজের আধ্যাত্মিক নেতা বলে উল্লেখ করেন এবং তিনি সুফিবাদে গভীরভাবে বিশ্বাসী। তিনি সাধারণত জনসম্মুখে আসেন না এবং মাত্র একবার টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও তিনি বোরখা পরা অবস্থায় ছিলেন। সূত্র : রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো