দশ বিলিয়ন ইউরো ব্যয়ে ৯টি কৌশলগত রেল করিডর নির্মাণে ইরান
ইরান ১৭ হাজার কিলোমিটার বিস্তৃত নয়টি কৌশলগত রেল করিডোর নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। এসব রেল করিডোর নির্মাণে ১০ বিলিয়ন ইউরোর তহবিল প্রয়োজন হবে।
ইরানের কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব ট্রান্সপোরটেশন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির উপপ্রধান আব্বাস খাতিবি এই তথ্য জানিয়েছেন।
পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের একটি বিবৃতি তুলে ধরে খাতিবি ইরানের সংসদের বাজেট এবং পরিকল্পনা কমিটির সদস্যদের সাথে বৈঠকের সময় কোম্পানির রেল প্রকল্পগুলির বিশদ বিবরণ...