সচিবালয়ে বহুমুখী সমবায় সমিতির ভোট
১৬ মার্চ ২০২৩, ১১:২৯ এএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৬ এএম
বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ভোট হচ্ছে আজ বৃহস্পতিবার সচিবালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাসহ কর্মকর্তা ও কর্মচারী ( আগের দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি) এ সংগঠনের নেতৃত্ব নির্ধারণে ২৬ বছর পর এ ভোট হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১২টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৯ জন কর্মকর্তা।
সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার ২ হাজার ৯০৯ জন।
ভোট উপলক্ষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ। চার নম্বর ভবনের পেছনের ক্যান্টিন ও সমবায় সমিতির অফিসে ভোট দেওয়ার বুথ করা হয়েছে। ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
প্রার্থীদের কার্ড বুকে ঝুলিয়ে ঘোরাফেরা করছেন সমর্থকরা। ৪ নম্বর ভবনের সামনে পেছনে টেবিল নিয়ে বসে ভোটারদের স্লিপ দেওয়া হচ্ছে। ভোটার তালিকা দেখে সিরিয়াল নম্বর খুঁজে দেওয়া হচ্ছে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান মজুমদার। সদস্য হিসেবে রয়েছেন- জাকারিয়া হাসান ও মো. আব্দুর রহমান খান।
নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় দেখা গেছে।
রাজনৈতিক প্রভাব, মামলা মোকদ্দমার কারণে দীর্ঘদিন সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন হয়নি। ১৯৯৬ সালের পর কর্মকর্তাদের কল্যাণে কাজ করা এ সংগঠনের কোন নির্বাচন হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে ভোট নেওয়া হচ্ছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। মোট ১০টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে, এরমধ্যে সচিবালয়ের আটটি ও বাইরে দুটি কেন্দ্র রয়েছে।
যারা প্রার্থী হয়েছেন
সভাপতি পদে প্রার্থী হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালযয়ে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন ও অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মঈনুল ইসলাম।
সহ-সভাপতি একটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবদুস সালাম ও গণপূর্ত বিভাগের কার্য সহকারী মো. জামশেদ আলম।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মু. বদরুল হায়দার, স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন, জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সহায়ক মো. আব্দুল হালিম মিয়া সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।
কোষাধ্যক্ষ প্রার্থীদের মধ্যে রয়েছেন- গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী মো. ইউসুফ, অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মোশফেক শাহ, স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা, ওসমান গনি, আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আশ্রাফুল ইসলাম ভূঞা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. নিয়াজ মোর্শেদ মিঠু।
আটটি সদস্য (পরিচালক) পদের বিপরীতে প্রার্থীরা হলেন- কৃষি মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. আ. কুদ্দুছ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম, আইন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা লোকমান হোসেন, পিডব্লিউডি কেয়ারটেকার ইউনিটের কার্য সহকারী মো. হুমায়ুন কবির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এফএম তৌহিদুল আলম, অর্থ মন্ত্রণালয়ের সাঁট মূদ্রাক্ষরিক শামীম মোড়ল, তথ্য মন্ত্রণালয়ের ক্রয় কর্মকর্তা মো. শাহ আলম সরকার, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মো. আব্দুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক পর্যটন আহসান হাবিব, গণপূর্ত মন্ত্রণালয়ের এসি মেকানিক মো. তাজুল ইসলাম চৌধুরী, আইন মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক মো. রেজাউল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সাঁট মুদ্রাক্ষরিক আতিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অফিস সহায়ক মো. আলী, স্থানীয় সরকার বিভাগের হিসাব সহকারী নীলুফা আক্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মহিবুল আলম সরদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. ফরিদুল ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে- রেলপথ উপদেষ্টা
দেড় যুগ পর গোলাপগঞ্জে প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলনে জনতার ঢল
উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ভাইরাল ভিডিওতে কটাক্ষের শিকার সামান্থা