এলিফ্যান্ট রোডের আগুনে ব্যাপক ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা
২৮ মার্চ ২০২৩, ০৯:১১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১৩ পিএম
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯ তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আগুন নেভাতে যে পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে এতে আশপাশের অন্যান্য দোকানেও পানি প্রবেশ করেছে। পঞ্চম তলায় যেখানে আগুনের সূত্রপাত সেখানকার অধিকাংশ দোকানই কম্পিউটার ও কম্পিউটার এক্সেসরিজ যন্ত্রাংশের। পানিতে ভিজে এসব দোকানের অধিকাংশ পণ্যই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
ভবনটির পঞ্চম তলার রোজেন টেক লিমিটেডের স্বত্বাধিকারী গিয়াসউদ্দিন আহমেদ বাবর বলেন, মার্কেট থেকে বের হওয়ার আগে আগামীকাল পণ্য ডেলিভারি দেওয়ার জন্য কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশ প্যাকেট করে দোকানের মেঝেতে রেখে এসেছিলাম। এরপর তো এই ঘটনা হলো। যতটুকু জানতে পেরেছি এসব যন্ত্রাংশ সবই ভিজে গেছে। আমার প্রায় ৩০-৩৫ লাখ টাকার কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ ভিজে গেছে। ক্ষতি কীভাবে সামলে উঠব জানি না।
রবিউল ইসলাম নামের আরেক দোকান কর্মচারী বলেন, আমাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি বুঝাতে পারব না। ইলেকট্রনিক পণ্য পানিতে ভিজলে আর কোনো গ্যারান্টি নাই। ৫ তলা থেকে নিচের দিকে পানির স্রোত নামছে। দোকান খোলার পর বিষয়টা দেখতে পারব।
তবে রাতেই দোকান দেখতে ভবনের ভেতরে প্রবেশ করার অনুমতি মিলবে কিনা সেটি কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
উল্লেখ্য, রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে লাগা আগুন গতকাল সোমবার রাত ৯টা ২৩ মিনিটে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটিরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এক ফায়ারফাইটার আহত হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণ শেষে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, রাত ৯টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনের ছয়জন বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় একজন ফায়ারফাইটার আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফায়ারফাইটারের অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেছিলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন নয়তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখনো কাজ চলছে। আগুন আর বাড়ার সম্ভাবনা নেই।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আইপিএলের মেগা নিলামে নজর বাংলাদেশের ১২ ক্রিকেটারের উপর
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
“রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ”
বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না: আমিনুল হক
আলেম সমাজের সাথে ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে বিএনপির: ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির
৪ দিনে ভারত থেকে এলো ৭২৫ মেট্রিক টন চাল
পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় শিবিরের শোক
নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি
দেশকে এগিয়ে নিতে মেয়েদের সুশিক্ষা অর্জনের বিকল্প নেই - শেরপুরের পুলিশ সুপার
গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা: জোনায়েদ সাকি
নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার চায় - মাওলানা এবিএম জাকারিয়া
বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয় -প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী
শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না
অপরিকল্পিত বাধ-রাস্তা নির্মাণে মাছের বিচরণ ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
নির্বাচনব্যবস্থা আমূল পুনর্গঠনের তাগিদ রাষ্ট্রচিন্তাবিদদের
কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬