৯ ডিসেম্বর আন্দোলন ছিল চূড়ায়, সেটি শুরু করতে হবে : সৈয়দ ইবরাহিম
০৮ মে ২০২৩, ০৫:০১ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ০৫:০১ পিএম
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেছেন, এ সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে, আমরা সবাই তার সৈনিক। ২০২২ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন চূড়ায় উঠেছিল। হিমালয় পর্বতের চূড়ার মতো।
তিনি বলেন, কিন্তু যেকোনো অসমন্বয়ের কারণে ১০ ডিসেম্বর ২০২২ তারিখে সেই চূড়া থেকে আন্দোলনের পতন ঘটে, বিচ্যুত হয়ে যায়। পুনরায় সেই আন্দোলন শুরু করতে হবে। আন্দোলন চূড়ায় নেওয়ার গুরু দায়িত্ব সবার, যদিও সেটা অনেক কষ্টসাধ্য কাজ। সোমবার (৮ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, জনতার অধিকার আমাদের অধিকার। ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সরকারের পরিবর্তন দরকার। এই বাংলাদেশকে নিরাপদ, উন্নতির জন্য নবীন ও তরুণদের এগিয়ে আসতে হবে। এই সরকারের জনতার প্রতি কোনো দায়বদ্ধতা নাই। যে কারণে প্রবাসীদের প্রতিও তাদের দায়বদ্ধতা নাই। আমাদেরও এই সরকারে কোনো বিশ্বাস নেই। আমাদের এই মুহূর্তের আন্দোলন, এই সরকারের পরিবর্তন। এই সরকারের বিদায়। এই সরকার যাবেই।
পার্বত্য চট্টগ্রামকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে হলে জনগণকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামকে ব্যবহার করে বাংলাদেশ সরকারের ওপর অনৈতিক চাপ অনেকে তৈরির চেষ্টা করে। এ ব্যাপারে সাবধান থাকতে হবে। কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, ১৯৯৭ সালে একটি শান্তিচুক্তি হলেও সেটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কেউ কেউ সেটা বাস্তবায়ন করতে দিচ্ছে না। আমরা শুধু পার্বত্য চট্টগ্রামের নয়, পাহাড়িদেরও নিরাপত্তা ও সমান অধিকার চাই।
একই অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, সবাই অধিকারের কথা বলেন। আমি তো বলি কারো কোনো অধিকারই নাই। আপনার তো ভোটেরই অধিকার নাই। জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার। নইলে বলেই যাবেন, কোনো কাজ হবে না। কারণ, এই সরকারের কাছে জনগণের অধিকার বলে কিছু নেই।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, আমাদের দেশের অর্থনীতি পোশাক শিল্পের ওপরে টিকে নেই। আমাদের অর্থনীতি টিকে আছে প্রবাসীর রেমিট্যান্সের ওপর। প্রবাসীরা সোনার মানুষ। এয়ারপোর্টে এলে প্রবাসীর সঙ্গে যে ব্যবহার করা হয় তা খুবই আপত্তিকর। তাদের অধিকার নেই। আমরা ক্ষমতায় গেলে প্রবাসীর অধিকার বাস্তবায়ন হবে, আইনের শাসন থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সহ সভাপতি (ভিপি) ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান, তারেক রহমান প্রমুখ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যশোরে নাশকতার অভিযোগে আওয়ামীলীগের দুই কর্মী আটক
যশোরে ব্যবসায়ীর পায়ে গুলি সাবেক এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা থানায় রেকর্ড
যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল
ইমনের সেঞ্চুরির পরও এগিয়ে খুলনা
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরানো হলো প্রথম আলোর সামনে অবস্থানকারীদের
নাইমের ১৮০, মেট্রোর বড় সংগ্রহ
রাজার বোলিংয়ে অলআউট বরিশাল
দেশের টাকা পাচার করে হাসিনা ও তাঁর দোসররা দেশকে দেউলিয়া করে গেছে পাচারকৃত টাকা উদ্ধারে কাজ করতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’
বিএনপি’র প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক
৫ বছর পর আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪
থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারলেন না শাহাদাত
গণ-অভ্যুত্থানে ঢাবি ভিসির ভূমিকা কী ছিল? জানতে চান ছাত্রদলের সাধারণ সম্পাদক
নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা : রিজভী
ইংরেজিতে দক্ষতা অর্জনে দেশে এলো অ্যাপ ‘পারলো’
সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক