সকালে দেয়া হবে ওএমএসের আটা, রাত ৯টায় দীর্ঘ লাইন
১৩ জুন ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ১২:০১ এএম
সকাল ৯টায় দেওয়া হবে ওএমএসের আটা। এই সুবিধা পেতে হলে লাইনে দাঁড়িয়ে নিতে হবে টোকেন। ভোর ৫টা থেকে মোট ২৫০ জনকে দেওয়া হবে টোকেন। তাই আগের দিন রাত ৯টা থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। ভোর ৫টায় কেউ টোকেন নিতে আসলে হতাশ হয়ে ফিরতে হয়।
ফলে সরকারের ওএমএস কার্যক্রমের আওতায় ৯৬ টাকায় ৪ কেজি আটা পেতে শত শত নারী-পুরুষ নির্ঘুম রাত কাটান। গতকাল সোমবার (১২ জুন) রাতে বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে এমন দৃশ্য দেখা যায়। বগুড়া শহরের সেউজগাড়ি আমতলার মোড়ে মঙ্গলবার (১৩ জুন) ভোর ৫টা থেকে ওএমএসের আটা কিনতে আসা নারী-পুরুষদের মাঝে টোকেন বিতরণ শুরু হয়। বিক্রি শেষ হয় দুপুর আড়াইটায়।
লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক নারী-পুরুষ জানান, তাদের কেউ কেউ গতকাল রাত ৯টা/১০টা থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সারারাত নির্ঘুম থেকেও যদি খানিটটা সুবিধা পান তাতে সংসারে কিছুটা হলেও উপকার হবে। এদিকে ওএমএসের আটা কিনতে এসে লাইনে ঠাঁই না পেয়ে হতাশ হয়ে ফেরত গেছেন অনেকেই। ভোর ৫টার দিকে আসা মাজেদা বেগম (ছদ্মনাম) বলেন, রাতে লাইনে দাঁড়াতে পারিনি। ভোরে ঘুম থেকে জেগে দ্রুত এসেছি আটা নিতে। কিন্তু রাতেই লাইন পূর্ণ হয়ে গেছে, এজন্য বাড়িতে ফেরত যাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমি প্রায় ১০ কিলোমিটার দূর থেকে এসেছি। লোক-লজ্জার ভয়ে নিজ এলাকায় লাইনে দাঁড়াইনি। খোলা বাজারে ৪ কেজি আটা কিনতে প্রায় ২৬০ টাকা লাগে। কিন্তু ওএমএসের ৪ কেজি আটা মাত্র ৯৬ টাকায় পাচ্ছি। অভাবের সংসারে ১০টাকা বাঁচলেও তা সংসারের জন্য কিছুটা সাশ্রয়।
শহরের সেউজগাড়ি আমতলার মোড়, গোয়ালগাড়ি এলাকার মোস্তফাবিয়া মাদ্রাসা মোড়, চেলোপাড়া, বৃন্দাবনপড়া ও বনানী মোড়ে গত ৭ জুন থেকে আজ ১৩ জুন পর্যন্ত ওএমএসের কার্যক্রম চলেছে। সাধারণত সকাল ৯টার দিকে আটা বিতরণ করা হয়। কিন্তু স্ব-স্ব এলাকার জন্য নির্ধারিত ২৫০ জনকে বাছাইয়ের প্রক্রিয়ায় যেন বিশৃঙ্খলা না হয় সেজন্য লাইনে দাঁড়ানো ব্যক্তিদের মধ্যে ভোর ৫টা থেকেই জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে টোকেন বিতরণ করা হয়। পরে নির্ধারিত ডিলার সেই টোকেনের মাধ্যমে প্রত্যেকের কাছে ৪ কেজি করে আটা বিক্রি করেন।
সেউজগাড়ি এলাকার খাদ্য অধিদপ্তরের ডিলার সোনিয়া পারভীর জানান, গত ৭ জুন এই প্রকল্পটি শুরু হয়েছে। প্রথম দিনে এ রকম চাপ ছিল না। তবে দ্বিতীয় দিনের পর থেকে চাপ সৃষ্টি হয়েছে। পুরো শহরজুড়ে মাত্র পাঁচটি পয়েন্টে ওএমএসের আটা বিক্রি হচ্ছে। প্রতি পয়েন্টে দিনে মাত্র ২৫০ জনের বরাদ্দ রয়েছে। ফলে স্বল্পমূল্যে আটা নিতে প্রথম রাত থেকেই লাইনে দাঁড়াতে শুরু করেছেন সবাই। আজ শেষ দিনে দুপুরের মধ্যে আটা বিক্রির কার্যক্রম শেষ হয়েছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা