প্রতারণার শিকার ৯০ জন হজযাত্রী জেদ্দা পৌছেছেন
১৬ জুন ২০২৩, ০৯:৪৩ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০১ এএম
রাজধানীর শ্যামপুর এলাকায় এস এন ট্রাভেলস এন্ড ট্যুরস (১১৩৬) হজ এজেন্সির প্রতারণার শিকার ৯০ জন হজযাত্রী ফ্লাইনাসের হজ ফ্লাইট এক্স ওয়াই-৫৪৫০ যোগে আজ শুক্রবার ভোরে জেদ্দায় পৌছেছেন। হাবের উদ্যোগেই দ্রুত প্রতারণার শিকার হজযাত্রীদের হজে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতারণার শিকার বাকি হজযাত্রীদের হজে পাঠাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে হাব কর্তৃপক্ষ। হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম শুক্রবার রাতে ইনকিলাবকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এন ট্রাভেলস এন্ড ট্যুরস (১১৩৬) হজ এজেন্সির মালিক প্রতারক শাহ আলমকে শ্যামপুর থানা পুলিশ গতকালও গ্রেফতার করতে পারেনি। প্রায় ৫শতাধিক হজযাত্রীর ৩৬ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক হজ এজেন্সির মালিক শাহ আলম। বহু খোঁজাখুজি করেও প্রতারক শাহ আলমকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শ্যামপুরের জুরাইন এলাকায় হজ এজেন্সির অফিসের সামনে গত বুধবার বিক্ষোভ করছেন ভুক্তভোগী হজযাত্রীরা। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সেল প্রতারণার শিকার হজযাত্রীরা রাজধানীর নয়া পল্টনস্থ হাবের দ্বারস্থ হন। ওই বিকেলে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ধর্ম সচিব মুহাম্মদ আঃ হামিদ জমাদ্দারের সাথে জরুরি বৈঠকে মিলিত হন।
তাৎক্ষণিকভাবে প্রতারণার শিকার হজযাত্রীদের হজ ভিসার টাকা সউদী প্রেরণের উদ্যোগ নেয়া হয়। সন্ধ্যা ৬ টার মধ্যে কয়েক জনের হজ ভিসাও করা হয়েছে। বাকিদের হজ ভিসাসহ বিমানের টিকিট সংগ্রহের জোর প্রচেষ্টা চলছে। রাতে হাবের সভাপতি জানান, প্রতারণার শিকার সর্বমোট হজযাত্রীর সংখ্যা কত তা’ জানার চেষ্টা চলছে। শিগগিরই প্রতারণার শিকার বাকি হজযাত্রীদের সউদীতে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও হাব সভাপতি তসলিম আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দাস্থ সিভিল এভিয়েশনের কাছ থেকে হজযাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত হজ ফ্লাইটের স্লট দুই এক দিনের মধ্যে পেতে যাচ্ছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়। বিমানের অব্যবস্থাপনার জন্য এ যাবত সংস্থাটির প্রায় ১৫টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিমানের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মতিঝিলস্থ বিমান অফিসের ম্যানেজার সেলস আশরাফুল আলমের একগুয়েমি এবং অদূরদর্শিতার দরুণ বিমানের হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও