সমাবেশ পালনে সহযোগিতা চেয়ে ডিএমপিতে জামায়াতের চিঠি
২৫ জুলাই ২০২৩, ০৯:২৯ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আগামী ১ আগস্ট সমাবেশ পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সেখান থেকে বেরিয়ে প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, রাজধানী ঢাকা আর বাইরের জেলা এক করে দেখার সুযোগ নেই। ঢাকায় যে উৎসবের আমেজ শুরু হয়েছে, সেটি পুলিশ নিশ্চয় থামিয়ে দেবে না। আশা করছি এবারও পুলিশ আমাদের সমাবেশ করার অনুমতি দেবে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে সমাবেশে সহযোগিদা চেয়ে লিখিত আবেদন নিয়ে ডিএমপি কার্যালয়ে পৌঁছান জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের একটি প্রতিনিধি দল। সাইফুর রহমানের নেতৃত্বে জামায়াতের ৭ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, ব্যারিস্টার তারিকুল ইসলাম, অ্যাডভোকেট আজমত হোসাইন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম।
লিখিত আবেদন জমা দিয়ে অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আগামী ১ আগস্ট দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য পুলিশের পক্ষ থেকে যে সহযোগিতা দরকার, সেটি চাইতে আমরা এখানে আজকে লিখিত আবেদনসহ এসেছি।
তিনি জানান, ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ মামুন মোস্তফার কার্যালয়ে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির অনুমতির জন্য আবেদন কপি জমা দেওয়া হয়েছে। তিনি আবেদনের কপিটি গ্রহণ করেছেন। কর্মসূচি পালনে বিস্তারিত প্রস্তুতির বিষয়টি তাদের অবহিত করেছি।
তিনি বলেন, গত ১০ জুন জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে সমাবেশ কর্মসূচি পালন করেছে। সেজন্য আমরা জামায়াতের পক্ষ থেকে ডিএমপি তথা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। এই ধারাবাহিকতায় আগামী ১ আগস্ট ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সহযোগিতা প্রত্যাশা করছি।
কর্মসূচির অনুমতি বা ডিএমপির আশ্বাস পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কর্মসূচি পালনের আবেদনের কপিটি যিনি গ্রহণ করেছেন তিনি মূলত ডিএমপি কমিশনারের পক্ষ থেকেই গ্রহণ করেছেন। তিনি বলেছেন- আবেদনের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে। তারা যে সিদ্ধান্ত নেবেন সেটি জামায়াতে ইসলামীকে পুনরায় জানিয়ে দেওয়া হবে।
এবার ঢাকায় কর্মসূচির অনুমতি পাবেন বলে আপনারা কি প্রত্যাশা করেন, না পেলে কি করবেন - জানতে চাইলে জামায়াতের এ প্রতিনিধি দলের প্রধান বলেন, রাজধানী ঢাকা আর বাইরের জেলাকে এক করে দেখার সুযোগ নাই। ঢাকায় যে উৎসবের আমেজ শুরু হয়েছে, সেটি পুলিশ নিশ্চয় থামিয়ে দেবে না। জামায়াতে ইসলামী ঢাকায় নিয়মতান্ত্রিক সমাবেশের যে যাত্রা শুরু করেছে, সেটির ধারাবাহিকতায় আমরা আশা করছি পুলিশ আমাদের সমাবেশ করার অনুমতি দেবে।
উল্লেখ্য, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ শাখা)।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার