বুয়েট শিক্ষার্থী খুনের আসামি ক্লাসে যাওয়াটা নিন্দনীয়: ইউট্যাব
০৮ আগস্ট ২০২৩, ০৫:৩৯ পিএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ০৫:৫৫ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যায় করা মামলার অন্যতম আসামি ও বুয়েট থেকে আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটু ফের ক্লাসে অংশ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। মঙ্গলবার (৮ আগস্ট) ইউট্যাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, মেধাবী ছাত্র আবরার ফাহাদ ছিলেন বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন উচ্ছৃঙ্খল নেতা বিনা কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে। সেসময় ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোঁতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়।
নেতৃদ্বয় বলেন, বুয়েট প্রশাসন কর্তৃক আজীবন বহিষ্কৃত ছাত্র আশিকুল ইসলাম বিটু সম্প্রতি ফের ক্লাসে অংশগ্রহণ করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা গত সোমবার বুয়েট শহিদ মিনারের সামনে মানববন্ধন করেছে। অভিযুক্ত আসামি আশিকুল ইসলাম বিটু, আবরার ফাহাদ হত্যাকা-ে অভিযুক্ত হওয়ায় তাকে বুয়েট থেকে বহিষ্কার করা হয়েছিল। এরআগে ২০২১ সালের ২২ মে বিটু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের সাথে অনলাইন ক্লাসে অংশ নেন। কিন্তু রোববার তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের সাথে আরেকটি ক্লাসে যোগ দিলে সাধারণ শিক্ষার্থীরা আবারো এর প্রতিবাদ জানায়।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, অভিযুক্ত ও বহিষ্কৃত ছাত্র বিটুর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের বক্তব্য অনুযায়ী- এটা নিশ্চিত যে বিটু আবরার ফাহাদ হত্যা মামলার অন্যতম আসামি ও জড়িত ছিল। তাকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়। এবার দ্বিতীয়বারের মতো সে ক্লাসে যোগ দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের ভাইয়ের খুনির সাথে ক্লাসে যাওয়াটা আমাদের জন্য লজ্জার।
বিবৃতিতে বলা হয়, শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আমরাও এ কথা বলতে পারি যে, খুনের সঙ্গে অভিযুক্ত ও একজন বহিষ্কৃত ছাত্র আবারও ক্লাসে যোগ দিলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিরুপ মনোভাব তৈরি হবে। শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সুতরাং শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার সার্থে বুয়েট কর্তৃপক্ষের উচিৎ খুনের মামলার আসামি ও বহিষ্কৃত ছাত্র বিটু যেন কোনোমতেই ক্লাসে অংশ নিতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে যাওয়া।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান