নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে নজরুল ইসলাম খান
০৮ আগস্ট ২০২৩, ০৫:৫৩ পিএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ০৫:৫৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বাধীনতার সুফল ছিনতাই হয়ে গেছে। ব্যালট বাক্সে ভোটের আগের দিন ব্যালট ভর্তি হয়ে যায়। যেই সরকারের অধীনে এই রকম নির্বাচন হয় সেই সরকারের আমলে কোন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই এই সরকারকে ক্ষমতায় রেখে, এই সংসদ বহাল রেখে, এই নির্বাচন কমিশনের মত অনুগত নির্বাচন কমিশন দিয়ে কোন নির্বাচন হতে পারে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটা এখন সকল দলের, মতের পথের জনগণের দাবি। আজ মঙ্গলবার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলে বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর পুনর্গঠন দিবস উপলক্ষে দলীয় চেয়ারম্যান অ্যাড্ভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, মুসলিম লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। বাংলাদেশ আমলে মুসলিম লীগের অনেক নেতার জনপ্রিয়তা ছিল। তবে অনেক মুুসলিম লীগ নেতার অতীত কর্মকান্ডের জন্য তারা জনপ্রিয়তা হারাইয়াছিল। ১৯৭১ সালে তারা যা করেছিল তা ছিল তাদের রাজনৈতিক ভুল। তারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে রাজনীতি করতে চায় তাদেরকে সেই সুযোগ দেওয়ার জন্য কলবরেটস এ্যাক্ট বাতিল করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল মত ও পথের ব্যক্তিদের এক ফ্লাট ফর্মে এনে দেশের কল্যাণে কাজ করার জন্য সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়াছিলেন। স্বাধীনতা লাভের তীব্র আকাঙ্খা থেকে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছিল। তিনি বলেন, দেশকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অহেতুকভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। গায়েবি মামলা দেয়া হচ্ছে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। এটা সহ্য করা যায়না। যদি এই অত্যাচার সহ্য করা হয় তাহলে মুক্তিযোদ্ধা, গুম খুনের স্বীকার হওয়া ব্যক্তি, স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলনরত জনগণ এবং হামলা মামলায় ক্ষতিগ্রস্থ রাজনৈতিক নেতা-কর্মীদের সহিত বিশ্বাসঘাতকতা করা হবে। রাজনৈতিক কারণে যারা আইনকে ব্যবহার করে তাদের হাতে আইন তুলে দেয়া যায় না। দেশ ও জাতি নিরাপদ থাকতে পারে না। গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। এই স্বৈরাচারি সরকারকে বিদায় নিতে হবে। আন্দোলরত জনগণের বিজয় হবেই ইনশাল্লাহ।
আলোচনা সভায় অংশ গ্রহণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতিক, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাড্ভোকেট আবুল কাশেম, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল প্রধান, ইসলামিক ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মওলানা মোহাম্মদ ইলিয়াস রেজা, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল সহ সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ শাহ আলম, মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ তফাজ্জল হোসেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান