আ.লীগ দেশের মতো বিদেশেও জনসমর্থন হারিয়েছে : রংপুরে বিএনপির গণমিছিলে নেতারা
১৮ আগস্ট ২০২৩, ০৯:১২ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের একদফা দাবিতে রংপুর মহানগরীতে গণমিছিল করেছে বিএনপি। জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে গণমিছিল বের করে দলটি। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শাপলা চত্বর হয়ে জীবন বীমার মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সম্মুখ সড়কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। এতে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু সভাপতিত্ব করেন। পুরো সমাবেশ সঞ্চালনা করেন মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন।
শেখ হাসিনাকে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দাবি করে বিএনপি নেতারা বলেন, বিএনপি নয় বরং ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। কারণ দেশের মতো বিদেশেও আওয়ামী লীগ জনসমর্থন হারিয়েছে। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করা এই দলের প্রতি দেশের মানুষের মতো বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোও মুখ ফিরিয়ে নিয়েছে।
বক্তারা আরও বলেন, শুধু বিএনপি নয় এখন জনগণও রাজপথে নেমে এসেছে। এবার গণ-আন্দোলনের মুখে পালানোর পথ খুঁজে পাবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখনো সময় আছে জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের সুযোগ করে দিন। নয়তো জনগণই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনেহেঁচড়ে নামাবে।
এদিকে গণমিছিল ও সমাবেশে মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মিছিল থেকে সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
এর আগে দুপুর ২টার পর থেকে নগরীতে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদ আসাদ মুক্তিকামী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক