সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন
২১ আগস্ট ২০২৩, ০৭:৫৪ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতকে দিয়ে দুতিয়ালী করাচ্ছে। ভারত আওয়ামী লীগের পক্ষে দুতিয়ালী করে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। ভারত সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না। ভারতে প্রতিনিয়ত মুসলমান খুন করছে, সেখানে আওয়ামী লীগের পক্ষে আমেরিকার কাছে সাফাই গাওয়ার অর্থই হলো ভারত আওয়ামী লীগের কাঁদে ভর করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে মরিয়া।
পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগ ভারতকে ধরে আমেরিকা কাছে ক্ষমতা প্রার্থণা করছে। সরকার এমন কাজ করছে যে, জনগণ তাদেরকে আর ভোট দিবে না। এর আগে চীন গিয়েও আওয়ামী লীগ ক্ষমতায় রাখার অনুরোধ করছে। ভারত ও চীন আওয়ামী লীগকে বাচাতে পারবে না। এদের পাপের বোঝা অনেক বড় হয়ে গেছে। কাজেই দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন। জনগণ আপনাদেরকে ভোট দিলে আবার ক্ষমতায় আসবেন। কিন্তু গায়ের জোরে ক্ষমতায় থাকার ইতিহাস সুখকর হয় না। এটা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে।
আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুরে পৃথক পৃথক তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত পীরগঞ্জ থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ বেলাল হোসেন এবং মিঠাপুকুরে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি সফিউল আলম ভোলা মন্ডল। তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এডভোটেক এম. হাসিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রংপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুর রহমান রিপন সরকার, সহ-সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, রংপুর জেলা শাখার উপদেষ্টা এ টি এম গোলাম মোস্তফা বাবু, জয়েন্ট সেক্রেটারী ডাঃ মোঃ সাইফুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আমিনুল ইসলাম।
্ এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে বাকশাল কায়েম করেছে। মুক্তিযুদ্ধের চেতনার নাম করে সর্বত্র আধিপত্য বিস্তার করছে। বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ সবখানে একই দাপট। তিনি বলেন, দেশের মানুষ উম্মুখ হয়ে চেয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়। জাতীয় সরকার বা নিরপেক্ষ সরকার যে নামেই হোক একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন দেশের অস্তিত্বের স্বার্থে। সরকার এখন বিদেশে ধর্ণা দিচ্ছে, তাদেরকে যেন ক্ষমতায় রাখতে সাহার্য্য করে। ভারত বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। ভারত তাদের স্বার্থেই শেখ হাসিনাকে ক্ষমতায় চায়। কসাই মোদি ভারতে প্রতিনিয়ত মুসলমান হত্যা করছে। তাদের হত্যার জন্য বর্তমান সরকারই তাদের জন্য সবচেয়ে নিরাপদ। এজন্য ভারত আওয়ামী লীগের পক্ষে দুতিয়ালী করছে।
গতকাল রোববার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসংিদী জেলার মাধবী থানার উদ্যোগে বিশাল তৃণশূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধবদীর একটি মাঠে এ তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন, দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, জেলা সভাপতি আশরাফ হোসেন ভুইয়া, মুফতী কাওছার আহমদ চেয়ারম্যান, মাওলানা আবদুল বারী, মুফতী আলমগীর হোসেন, মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিনসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ