নশায় আসক্ত হয়ে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে

মাদকে সয়লাব সাভার, নিরব প্রশাসন বিপথগামী হচ্ছে শিক্ষার্থীরা

Daily Inqilab সাভার থেকে স্টাফ রিপোর্টার,

২৮ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম



 রাজধানীর উপকন্ঠ সাভার উপজেলায় প্রায় ২৭ লাখের অধিক লোকের বসবাস। মানুষের সাথে সাথে বেড়ে চলছে এ এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সেই সাথে অপরাধী চক্র তৎপর হয়ে উঠেছে আগের চেয়ে বহুগুণ। আর দিন দিন সাভার মাদকে সয়লাব হচ্ছে। আইনশৃংখলা বাহিনী এ ব্যাপারে মাঝে মাঝে তৎপর থাকলেও কতিপয় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সক্ষ্যতার কারণে মূল গডফাদাররা রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ফলে মাদকের করাল গ্রাসে আজ ধ্বংসের পথে যুবসমাজ। স্কুল কলেজগামী ছাত্ররা আসক্ত হয়ে পড়ছে মাদকের এ মরন নেশায়। বিপথগামী হচ্ছে শিক্ষার্থীরা। মাদকের নেশায় আসক্ত হয়ে চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবকরা। মাদকের এ করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় সাভারবাসী প্রশাসনের ঊদ্ধর্তন কর্মকর্তাদের নিকট জোর দাবি জানিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, সাভারের প্রায় শতাধিক মাদকের স্পর্ট রয়েছে। এসব স্পটে মাদকদ্রব্যের মধ্যে হেরোইন, ফেন্সিডিল, গাঁজা বেশি বিক্রি হচ্ছে। তবে যৌন উত্তেজক ‘ইয়াবা’ ট্যাবলেট সাভারে পাইকারী বিক্রি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। আবার ইয়াবা ট্যাবলেটেরও রয়েছে বিভিন্ন কোড নম্বর। কোড নম্বর ভেদে ট্যাবলেটের দাম নির্ধারণ হয়। আবার কিছু কিছু এলাকায় মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় শার্টের কলার ও হাতলের ভাঁজে, মানিব্যাগে, জুতার ভেতরে, দিয়াশলাই ও সিগারেটেরে প্যাকেটের ভিতরে রেখে খুচরা এলাকায় ঘুরে ঘুরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে।
সাভারে শুধু মাদকেই শেষ নয়। এই মাদকের ছত্রছায়ায় গড়ে ওঠেছে অপরাধীর অভয়ারণ্য হিসেবে। ছিনতাই, চুরি, দেহব্যবসা, ভূমি দখলসহ নানারকম অপরাধের ঘটনা এ এলাকায় এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। স্থানীয়রা এদের যন্ত্রনায় অতিষ্ঠ হলেও প্রতিবাদ করতে সাহস পায় না। কেউ কেউ প্রতিবাদ করলে হামলা মামলার স্বীকার হতে হচ্ছে। প্রশাসনের অনেকের সাথে গোপনে মাদক ব্যবসায়ীদের সক্ষ্যতার কারণে ভুক্তভোগীদের আরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদের সিন্ডিকেট এতই শক্তিশালী যে আইনশৃঙ্খলা বাহিনী এ সকল স্পটে হানা দেয়ার আগেই তারা পুলিশের উপস্থিতি টেরে পেয়ে যাচ্ছে। জানা যায়, এ সিন্ডিকেটগুলোর নেতৃত্ব দিয়ে আসছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি।
সংশ্লিষ্ঠ সূত্র থেকে জানা যায়, মাদকের স্পটগুলো নিয়ন্ত্রণ করছে মাদক ব্যবসায়ী সোসাইটি এলাকার হারুন, স্বপন, রাজু, নয়াবাড়ির নাসিমা, শাহজাহান, জয়পারার রনি, ভান্ডারি। এর মাঝেই এ সব এলাকায় পুলিশ ও র‌্যাব একাধিকবার অভিযান চালিয়ে কয়েক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও কয়েকদিনের মধ্যে আবার জামিনে ছাড়া পেয়ে ফের পূর্বের ব্যবসায় জড়িয়ে পড়ে।
সাভারের সাদাপুর পুরানবাড়ী এলাকার মৃত. সামসুদ্দিন খানের ছেলে চুন্নু খানের রয়েছে মাদকের একটি বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সদস্যরা এলাকায় ঘুরে ঘুরে মাদক বিক্রি করে আসছে। তবে সে সবসময় প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরেই থেকে যাচ্ছে। তার সিন্ডিকেটের অন্যতম সদস্যরা হচ্ছে সাদাপুর এলাকার দেলুয়ার হোসেন দিলা, মোখলেছ খান, হেলাল, উজ্জল, সাহাদাত, ইব্রাহিমসহ আরও অনেকেই। তবে এদের মধ্যে উজ্জল ইয়াবাসহ পুলিশের হাতে আটক হওয়ার পর সম্প্রতি জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরে। তবে দেলুয়ার হোসেন দিলা, মোখলেছ খান ও হেলালকে ঈদের আগে হেরোইনসহ আটক করার কথা জানিয়েছেন এএসআই আশরাফুল।
নামপ্রকাশে অনিচ্ছুক সাদাপুর এলাকার একাধিক বাসিন্দা জানান, চুন্নু খানের মাদক সিন্ডিকেটে কারণে এলাকার যুবকরা বিপথে যাচ্ছে। নেশার টাকা জোগাড় করতে না পেরে চুরি ছিনতাই করছে। চুন্নু খান ও তার স্বজনদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতেও সাহস পায় না
এলাকাবাসী, চুন্নু খানের মাদক সিন্ডিকেটের কবল থেকে যুবসমাজকে রক্ষায় প্রশাসনের ঊদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
সাভার পৌর এললাকার মজিদপুর ও ছোটবলিমেহের মহল্লায় র‌্যাবের ক্রসফায়ারে নিহত মাদক সম্রাট মুন্নার স্ত্রী শিল্পী আক্তার, খলিল, ফিরোজ, ইদ্রিস। মিটন গ্রামের নুর আলম, দারোগ আলী, ব্যাংকলোনীর ফরহাদ, কাতলাপুর মহল্লায় স্বপন, কালু, হাদী, মোহাম্মদ আলী, আনন্দপুরের ফজলু, নামাগেন্ডায় রিপন, চাঁপাইন এলাকায় রকি, রাসেল। সিআরপি রোডে রফিক, জুয়েল বনপুকুর এলাকায় জুম্মত, পাগলা, নাহিদ, নিমেরটেক এলাকায় মোতালেব, ইমান আলী, বিপ্লব, মোখলেছ, সাভার পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মাসুম দেওয়ানের অনুসারী মাহফুজুর রহমান নাহিদ নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসার অভিযোগ। জোরপুল এলাকায় হাসান, ইয়াদ আলী, ইজু, হাফেজ। চাকুলিয়ার তানজিল, বনগ্রামের রশিদ। আমিনবাজার এলাকায় সোহেল, কালাচাঁন। সলমাসির ইয়ার আলী, ঝাউচরের বারেক। ভাটপাড়া এলাকার সিদ্দিক, আব্বাস, মিজান। বেদেপল্লীর মেজর, আলমগীর, ফারুক, বিবি, খোকন, শাহীন, এরশাদ, আফসার, সোহেল, সোহান, সৌকত। জামসিং এলাকার সাইফুল, বিল্লাল, গোপাল, রিপন, নান্নু। রেডিও কলোনী এলাকায় শান্তিবাবু। বিরুলিয়া এলাকার রসুল, আয়নাল, হাসনা, কালাম, সলিম, বাতেন, আনোয়ার। ছোট কালিয়াকৈরের হামিদ। ভবানীপুরের আল আমিন, তারেক। হেমায়েতপুরের দুদু, মনির, শামীম, মোতালেব। যাদুরচর এলাকার আনসু। রাজফুলবাড়িয়ার সোহেল, পারভেজ। পানপাড়ার যাদব, আক্তার, শামীম।
এ সব এলাকায় র‌্যাব একাধিকবার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও কয়েকদিনের মধ্যে আবার জামিনে ছাড়া পেয়ে ফের পূর্বের ব্যবসায় জড়িয়ে পড়ছে তারা। অনেকেই অভিযোগ করেন, এ সকল স্পট থেকে থানা পুলিশ মাসোয়ারা পেয়ে থাকেন। ফলে পুলিশ নিরব ভূমিকা পালন করছে।
তবে সাভারবাসী দ্রুত মাদকের এ বিস্তার রোধে প্রশাসনের ঊদ্ধর্তন মহলের নিকট জোর দাবি জানান। তারা বলেন, মাদকের এ করাল গ্রাসে আমাদের যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে। সাভারবাসী এ অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চায়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহজামাল বলেন, মাদক ব্যবসায়ী যেই হোক কাউকেই ছাড় দিচ্ছি না। আমাদের নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

 


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাবর বিবর্ণতার দিনে পাকিস্তানকে দাপুটে জয়ে এনে দিলেন ফখর-রিজওয়ান

বাবর বিবর্ণতার দিনে পাকিস্তানকে দাপুটে জয়ে এনে দিলেন ফখর-রিজওয়ান

ইউনাইটেডেকে হারিয়ে আপাতত শীর্ষে আর্সেনাল

ইউনাইটেডেকে হারিয়ে আপাতত শীর্ষে আর্সেনাল

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ চালু করা হয়েছে : কৃষিমন্ত্রী

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ চালু করা হয়েছে : কৃষিমন্ত্রী

নির্বাচন বা ভোট কেবলই নিয়মরক্ষার বিষয়

নির্বাচন বা ভোট কেবলই নিয়মরক্ষার বিষয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে মেয়রদের বাগাড়ম্বর নয়, কাজ দেখতে চায় মানুষ

ঢাকার জলাবদ্ধতা নিরসনে মেয়রদের বাগাড়ম্বর নয়, কাজ দেখতে চায় মানুষ

ডোনাল্ড লুর সফর নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি: ওবায়দুল কাদের

ডোনাল্ড লুর সফর নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি: ওবায়দুল কাদের

এসএসসির ফল : খাতা চ্যালেঞ্জ করা যাবে সোমবার থেকে

এসএসসির ফল : খাতা চ্যালেঞ্জ করা যাবে সোমবার থেকে

মায়েদের স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নের অঙ্গীকার

মায়েদের স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নের অঙ্গীকার

কাপড়ে নাপাকী লাগলে কাপড় বদলে নামাজ পড়া প্রসঙ্গে।

কাপড়ে নাপাকী লাগলে কাপড় বদলে নামাজ পড়া প্রসঙ্গে।

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

মায়েদের নিয়ে আবেগঘন স্ট্যাটাসে ভাসলো সোশাল মিডিয়া

মায়েদের নিয়ে আবেগঘন স্ট্যাটাসে ভাসলো সোশাল মিডিয়া

বৃষ্টির বাধায় পাকিস্তান-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টির বাধায় পাকিস্তান-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

১২২ অডিট আপত্তি ৪৯ বছরেও নিষ্পত্তি হয়নি

১২২ অডিট আপত্তি ৪৯ বছরেও নিষ্পত্তি হয়নি

সংসদীয় কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সংসদীয় কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গোদরেজ - ইউনিয়ন বিডি ১ম বিজনেস সামিট অনুষ্ঠিত

গোদরেজ - ইউনিয়ন বিডি ১ম বিজনেস সামিট অনুষ্ঠিত

তেল আবিবের আয়লোন মহাসড়ক অবরোধ

তেল আবিবের আয়লোন মহাসড়ক অবরোধ

গভর্নরের বক্তব্যের সময় শিক্ষার্থীদের অনুষ্ঠান ত্যাগ

গভর্নরের বক্তব্যের সময় শিক্ষার্থীদের অনুষ্ঠান ত্যাগ

ইসরাইলের সঙ্গে ত্রাণ নিয়ে কাজ করতে অস্বীকৃতি মিসরের

ইসরাইলের সঙ্গে ত্রাণ নিয়ে কাজ করতে অস্বীকৃতি মিসরের

চেন্নাইয়ের জয়ে আলোচনায় রবীন্দ্রর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’

চেন্নাইয়ের জয়ে আলোচনায় রবীন্দ্রর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’

মোরেলগঞ্জে ১০ শিক্ষকের মাদ্রাসায় ১০ পরীক্ষার্থীর পাশ করেনি কেউ

মোরেলগঞ্জে ১০ শিক্ষকের মাদ্রাসায় ১০ পরীক্ষার্থীর পাশ করেনি কেউ