গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
১৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত ৭৪৭ জন পুলিশকে শনাক্ত করা হয়েছে। চিহ্নিতদের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। আর এসব পুলিশ সদস্যদের আন্দোলনে ছাত্র-জনতাকে দমাতে গুলির নির্দেশদাতা শতাধিক পুলিশ কর্মকর্তার নামও উঠে এসেছে। এদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) থেকে শুরু করে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। কিন্তু রহস্যজনক কারনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গ্রেফতারে কোন উদ্যোগ নেই। যা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলনের সময়, পুলিশের হাতে প্রাণঘাতী গুলির ঘটনা ঘটে। এ সময় ৩৫৭ পুলিশ সদস্যই প্রায় ৮ হাজার গুলি ছুড়েছেন, যার ফলে অনেক বিক্ষোভকারী নিহত এবং আহত হয়েছেন। আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ আহ্বান করা হয়েছিল। তালিকার মধ্যে ৭৪৭ পুলিশ সদস্যের মধ্যে ৪৬৭ জন কনস্টেবল, ১০৬ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১৫৭ জন উপ-পরিদর্শক (এসআই), দুইজন পরিদর্শক এবং একজন এএসপি রয়েছেন। অন্য সদস্যরা পুলিশ বিভাগের অন্যান্য পদমর্যাদার। পুলিশ আন্দোলন দমাতে ২৬ হাজার ২৩টি গুলি ব্যবহার করেছে, যার মধ্যে ১৬ হাজার ৯১২টি প্রাণঘাতী ছিল। অধিকাংশ গুলির ঘটনায় ‘এইম ফায়ার’ বা লক্ষ্যবস্তু করে গুলি করার অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের মধ্যে এখনও পর্যন্ত কতজন গ্রেপ্তার, আর কতজন পলাতক বা আত্মগোপনে আনে তা তদন্ত করে জানাতে বলা হয়েছে। দেশ থেকে পলাতক হলে সেটাও ট্রাইব্যুনালকে জানাতে হবে। সে অনুযায়ী পলাতকদের ফেরানোর প্রক্রিয়া শুরু করবে পুলিশ। এ জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।
গণহত্যায় জড়িত ও বিভিন্ন মামলায় অভিযুক্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর ইনকিলাবকে বলেন, বিভিন্ন মামলার আসামিদের অবস্থান শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। কোনো কোনো ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া আছে। এগুলো প্রতিপালনসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গ্রেফতারে পুলিশ সদর দফতর সক্রিয় রয়েছে।
সূত্র জানায়, গণহত্যায় জড়িত ও অভিযুক্ত পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা দেশে আত্মগোপনে আছেন তাদের গ্রেফতারের জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে পুলিশ সদর দফতরকে নির্দেশ দেয়া হয়েছে। আর যে সব অভিযক্তি পুলিশ কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার হননি কিন্তু পলাতক অথবা আত্মগোপনে আছেন, তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে। ওই তালিকায় যারা দেশ থেকে পলাতক, তাদের ফেরাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ছাত্র-জনতাকে গুলি করে হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে আদালত নির্দেশনা দিয়েছেন। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অপরাধী প্রত্যর্পণে ২০১৩ সালে একটি বন্দিবিনিময় চুক্তি করেছে বাংলাদেশ। ভারতে আশ্রয় নেয়া পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য ঢাকা ২০১৩ সালের চুক্তি অনুসরণ করবে। চুক্তিটি ২০১৬ সালে সংশোধন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদরদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনকিলাবকে বলেন, ট্রাইব্যুনালের পাঠানো তালিকা মোতাবেক পলাতকদের বিষয়টি নিশ্চিতে যাচাই-বাছাই করা হচ্ছে যে, কারা দেশে আর কারা বিদেশে পলাতক। সে অনুযায়ী ইন্টারপোলকে চিঠি দেয়া হচ্ছে। এর আগে তাদের অবস্থান এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী অভিযোগগুলো নথিভুক্ত করে প্রস্তুত করতে হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি, ১৮ নভেম্বরের আগেই আমরা তাদের দেশে ফেরানোর উদ্যোগটা গ্রহণ করতে পারব।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
দিনের শুরুতেই হাসানের জোড়া আঘাত
তারেক রহমান দেশের সাধারণ মানুষের কাছে আস্থার প্রতিক-মোরেলগঞ্জে কাজী খায়রুজ্জামান শিপন
ফ্যাসিবাদের দোসররাই সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির
আইপিএলের মেগা নিলামে নজর বাংলাদেশের ১২ ক্রিকেটারের উপর
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
“রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ”
বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না: আমিনুল হক
আলেম সমাজের সাথে ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে বিএনপির: ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির
৪ দিনে ভারত থেকে এলো ৭২৫ মেট্রিক টন চাল
পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় শিবিরের শোক
নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি
দেশকে এগিয়ে নিতে মেয়েদের সুশিক্ষা অর্জনের বিকল্প নেই - শেরপুরের পুলিশ সুপার
গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা: জোনায়েদ সাকি
নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার চায় - মাওলানা এবিএম জাকারিয়া
বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয় -প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী
শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না