গুলশানের সড়কে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গুলশান-১ নম্বর গোলচত্বর অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সেখানে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। তৈরি হয়েছে যানজটের।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, বিকেল ৪টা পর্যন্ত আমাদের আল্টিমেটাম ছিল। কিন্তু দাবি মেনে নেওয়া হয়নি। সেজন্য পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করা হয়েছে। কাল আন্দোলন আরও তীব্র হবে।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। তারা বলছেন, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিউই, টিউই টিউই’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কি করে’, ‘প্রশাসনের সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানব না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।
এদিকে, বিকেলে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ‘আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত’ উল্লেখ করে এতে জানানো হয়, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এরইমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করা হলো। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সব সময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে বলেও জানানো হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

অভিযান আমরা চালাবো-কেউ আইন হাতে তুলে নেবেন না- ডিএমপি কমিশনার

দ্রুত সংস্কার করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে জাতীয় নির্বাচন দিন

ফজরের ওয়াক্ত হওয়ার পর ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো নামাজ পড়া প্রসঙ্গে?

তাকওয়াপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল বৈষম্য থেকে জাতি মুক্তি পাবে

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

অস্ত্রধারী সোহাগ বিএনপি ও ছাত্রদলের কেউ না

বাল্যবিয়েতে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

শেরপুরে কাবিটা প্রকল্পের ২ কোটি ২৬ লাখ টাকা গচ্চা! ডাগওয়েল বা পাতকুয়ার সুফল পাচ্ছে না কৃষক

স্কুল সভাপতির পদ নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

ছাত্র প্রতিনিধি পরিচয়ে আ.লীগের সাবেক এমপির বাসা জবরদখল

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বার্ষিক সাধারণ সভা

দেবিদ্বারে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

চাটমোহরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর

অত্যাধুনিক যন্ত্রপাতিতে আরো সমৃদ্ধ মেমন হাসপাতাল

নান্দাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বরিশালে বোরো আবাদে শতভাগ সাফল্যের দ্বারপ্রান্তে কৃষকরা

দেশের উন্নয়নে বিএনপির বিকল্প নেই -ডা. রানা

আগামীর দেশ হবে শ্রমিক বান্ধব বাংলাদেশ -রফিকুল ইসলাম

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে -খুলনায় নারী দিবসে বক্তারা