রাজনীতিবিদের স্বেচ্ছ্বাচারিতায় দেশের ভাবমর্যাদা আজ ভুলুন্ঠিত
বেনিয়া ইংরেজের শাসন আর সমাজপতি ব্রাহ্মণদের যৌথ নিষ্পেষনে রাজার জাতী থেকে ভিখারীর জাতীতে পরিণত হওয়া উপমহাদেশের মুসলমানরা যখন এক ঘোর দুর্যোগপূর্ণ সময় অতিবাহিত করছে এ রকম সময়ে জাতির জন্য পুনর্জাগরণী সুধা নিয়ে এক হাতে বাকা বাশের বাশরী আর হাতে রণতূর্য নিয়ে বাংলার সাহিত্য অঙ্গনে আবির্ভাব ঘটেছিল কবি কাজী নজরুল ইসলামের। গান, কবিতা ও সাহিত্যের মত অহিংস বিষয়কে আশ্রয় করে বহুধাবিভক্ত...