হজ পালন কষ্টদায়ক হবে

Daily Inqilab শামসুল ইসলাম

০৮ মার্চ ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ এএম

হজের পাহাড়সম খরচ জোগাতে না পেরে অনেকেই চূড়ান্ত নিবন্ধন করছেন না। বরং প্রাক-নিবন্ধনের টাকা ফেরত নেয়ার আবেদন করছেন। খরচ অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পবিত্র হজ পালন করা কষ্টদায়ক হয়ে পড়বে বলে ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে হাজীদের ভর্তুকি প্রদানের দাবি জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহ্জ) ১৪৪৪ হিজরি পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আশানুরূপ সাড়া না পাওয়ায় হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

চলতি বছর হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এর মধ্যে বিমান ভাড়াই বাড়ানো হয়েছে জনপ্রতি প্রায় ৫৮ হাজার টাকা। এছাড়া সার্ভিস চার্জও বাড়ানো হয়েছে। বিমান সূত্র জানায়, ২০১৮ সালের হজযাত্রীদের বিমান ভাড়া ছিল জনপ্রতি ১৫৫০ মার্কিন ডলার, ২০১৯ সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল জনপ্রতি ১৫৫০ ডলার, ২০২২ সালে হজযাত্রীদের বিমান ভাড়া ছিল জনপ্রতি ১৫৫৫ মার্কিন ডলার (নিট)। বিমান কর্তৃপক্ষ হঠাৎ এক বছরে বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বলে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয় বলছে, গত বছরের তুলনায় এবার হজ প্যাকেজে সর্বোচ্চ ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বৃদ্ধি পেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডলার ও রিয়ালের দাম বৃদ্ধি পাওয়ায় এবার হজ প্যাকেজের দাম বেড়েছে। গত ২ ফেব্রুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী বলেন, গত বছরের তুলনায় এবার হজ প্যাকেজের মূল্য অনেক বেশি। সাধারণ মুসলমানের পক্ষে এত খরচে পবিত্র হজ পালন করা কষ্টদায়ক হয়ে পড়বে। তিনি হজ প্যাকেজের মূল্যবৃদ্ধির কারণসমূহ জানতে চান এবং সাধারণ মানুষের সক্ষমতার বিষয়টি বিবেচনা করে হজ প্যাকেজের মূল্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি বলেন, এবার হজ প্যাকেজের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, এ বছর যারা হজে যাবেন গতবারের চেয়ে তাদের দেড় থেকে দুই লাখ টাকা বেশি ব্যয় করতে হবে। তিনি আরো বলেন, হজ খুবই স্পর্শকাতর একটি বিষয়। এর সঙ্গে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ-অনুভূতি ও বিশ্বাসের প্রশ্ন জড়িত। সভাপতি বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি প্রদান করে থাকে। হাজীদের (আল্লাহর মেহমান) সরকারি ভর্তুকি প্রদান করতে হবে। তিনি আগামী ১৫ মার্চ ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে হজযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে তলব করেছেন। সংসদীয় স্থায়ী কমিটির অপর সদস্য মনোরঞ্জন শীল গোপাল হজ প্যাকেজের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে খরচের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত বলে দাবি তোলেন।
সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার কথা। বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হবে ২২ মে এবং হজ শেষে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৭ আগস্ট থেকে।
এদিকে, মঙ্গলবার পর্যন্ত যথাযথ সাড়া না মেলায় চূড়ান্ত নিবন্ধনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হলো। গতকাল বুধবার পর্যন্ত হজ কোটার অর্ধেকের চেয়ে কিছু বেশি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। সর্বশেষ মঙ্গলবার রাত পর্যন্ত হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন ৬৬ হাজার ৭৩৫ জন যাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ২৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৫০০ জন। সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুযায়ী ১৪৪৪ হিজরির হজে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এর মধ্যে ১৫ হাজার সরকারি ব্যবস্থাপনায় যাবেন আর বাকি সব বেসরকারি ব্যবস্থাপনায়।

গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়, ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া পাওয়ায় পরে সময় আরো পাঁচ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধনের হার ছিল খুবই কম। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। কিন্তু কোটার বিপরীতে এখনও অনেক হজযাত্রী নিবন্ধিত হননি।

হজযাত্রী নিবন্ধনের কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। নিবন্ধন ভাউচার প্রস্তুতের পরবর্তী ২ (দুই) কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে ওই ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আগামী ১৬ মার্চে হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারসমূহের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাসমূহ খোলা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

হাবের সাবেক ইসি সদস্য ও মোতালেব হজ সার্ভিসেসের অংশীদার মো. আবু সালেহ রাজি জাভেদ গতকাল বুধবার ইনকিলাবকে বলেন, এবার হজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অনেক হজযাত্রী ইচ্ছা থাকা সত্ত্বেও হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অযৌক্তিকভাবে হজযাত্রীদের ভাড়া বাড়িয়েছে। গতকাল পর্যন্ত মোতালেব হজ সার্ভিসেসের অধীনে ১৯৬ জন প্রাক-নিবন্ধনের মধ্যে ৭০ জন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। তিনি বিমান ভাড়া সহনীয় পর্যায়ে কমিয়ে হজ প্যাকেজ মূল্য পুনর্নির্ধারণের জোর দাবি জানান।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

চীন জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম দেবে
হাজার হাজার ফিলিস্তিনি গাজার চেকপয়েন্টে অপেক্ষমাণ: জাতিসংঘ
মধ্যরাতে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ
মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল
সংঘর্ষের পর এবার ঢাকা অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
আরও

আরও পড়ুন

জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ১৮

জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ১৮

আবু তাহের মিয়ার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল

আবু তাহের মিয়ার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল

চীন জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম দেবে

চীন জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম দেবে

সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম : যোগী আদিত্যনাথ

সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম : যোগী আদিত্যনাথ

হাজার হাজার ফিলিস্তিনি গাজার চেকপয়েন্টে অপেক্ষমাণ: জাতিসংঘ

হাজার হাজার ফিলিস্তিনি গাজার চেকপয়েন্টে অপেক্ষমাণ: জাতিসংঘ

মধ্যরাতে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

মধ্যরাতে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল

মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল

দূষণের শীর্ষে ঢাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’, দ্বিতীয় স্থানে লাহোর

দূষণের শীর্ষে ঢাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’, দ্বিতীয় স্থানে লাহোর

সংঘর্ষের পর এবার ঢাকা অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

সংঘর্ষের পর এবার ঢাকা অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

গাজার উত্তরে ফেরার অনুমতি দিল ইসরায়েল, লেবাননে যুদ্ধবিরতি বাড়ল ফেব্রুয়ারি পর্যন্ত

গাজার উত্তরে ফেরার অনুমতি দিল ইসরায়েল, লেবাননে যুদ্ধবিরতি বাড়ল ফেব্রুয়ারি পর্যন্ত

শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় যা বললেন ঢাবি উপাচার্য

শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় যা বললেন ঢাবি উপাচার্য

ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেফতার

ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেফতার

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৭ হাজার ৩০০

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৭ হাজার ৩০০

মঞ্চে আসছে সুফিবাদী নাটক 'পাখিদের বিধানসভা; কেমন চলছে পাখিদের শেষ সময়ের প্রস্তুতি?

মঞ্চে আসছে সুফিবাদী নাটক 'পাখিদের বিধানসভা; কেমন চলছে পাখিদের শেষ সময়ের প্রস্তুতি?

ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসালো বার্সা

ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসালো বার্সা

বিবর্ণতা কাটিয়ে ইউনাইটেডের স্বস্তির জয়

বিবর্ণতা কাটিয়ে ইউনাইটেডের স্বস্তির জয়

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার

রোনালদোর গোলে আল নাসেরের সহজ জয়

রোনালদোর গোলে আল নাসেরের সহজ জয়

মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

আজ চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল

আজ চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল